বালুরঘাট, 2 অগাস্ট : দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ এদিন আরও 87 জনের সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ৷ এই নিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1,260 ৷ সুস্থ হয়েছেন 909 জন ৷ এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 7 জনের ৷ নতুন কোরোনা আক্রান্তদের সেফ হোম ও কোভিড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ৷
জানা গিয়েছে, শনিবার রাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে মোট 87 জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট আসে ৷ নতুন আক্রান্তদের মধ্যে বালুরঘাটের 18 জন, হিলির 10 জন, বংশীহারীর 3জন, গঙ্গারামপুরের 10জন, হরিরামপুরের 7জন, তপনের 12জন, কুমারগঞ্জের 20জন ও কুশুমণ্ডির 7 জন রয়েছেন ৷ নতুন আক্রান্তদের মধ্যে একাধিক স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মী ও সরকারি কর্মী রয়েছেন ৷ এছাড়াও বেশ কয়েকজনের রিপিট টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ৷
উল্লেখ্য, জেলার মধ্যে বালুরঘাট ও কুমারগঞ্জে সবথেকে বেশি কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ বালুরঘাট শহর ও গ্রামীণ এলাকা মিলে 400 জনের ওপর কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ এই দুটো এলাকা আগামী 7দিনের জন্য লকডাউনের ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে ৷