হিলি, ২৮ মার্চ : লকডাউনের জেরে অন্ধ্রপ্রদেশে আটকে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় ৬০০ জন শ্রমিক । লকডাউনের ফলে কাজ বন্ধ, নেই খাবারও। এমনকি তারা বাড়িও ফিরতে পারছেন না। এমত অবস্থায় সোশাল মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন অন্ধ্রপ্রদেশে আটকে থাকা দক্ষিণ দিনাজপুরের শতাধিক শ্রমিক।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলা কৃষির উপরই নির্ভরশীল । এজেলায় নেই কোনও শিল্প বা কলকারখানা । তাই এই জেলার বেশিরভাগ মানুষ কাজের জন্য ভিন রাজ্যে যায় । বালুরঘাট ব্লকের গোপালবাটি, পতিরাম, কামারপাড়া ও হিলি ব্লকের পাঞ্জুল, হিলিসহ বিভিন্ন এলাকার শতাধিক শ্রমিক মাস তিন চারেক আগে শ্রমিকের কাজ করতে অন্ধ্রপ্রদেশে যায় । মূলত তারা রাজমিস্ত্রির কাজ করতেই অন্ধপ্রদেশের তিরুপতি গেছে । এদিকে কোরোনার জন্য লকডাউন করা হয়েছে গোটা দেশ । বন্ধ হয়ে গেছে কম্পানির কাজ । বাজার ঘাট করতে পারছে না। কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য দেখা দিয়েছে অর্থাভাব। এদিকে লকডাউনের জন্য তারা বাড়িও ফিরতে পারছে না । এমত অবস্থায় সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছেন অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে আটকে থাকা শ্রমিকরা । শ্রমিকদের কাতর আর্জি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, অন্তত পক্ষে তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হোক । তা না হলে না খেয়ে মরতে হবে তাদের ।
অন্ধ্রপ্রদেশে আটকে থাকা শ্রমিকরা ভিডিয়ো বার্তার মধ্যে আবেদন করে জানিয়েছেন, লকডাউনের জন্য বন্ধ হয়ে গেছে তাদের কাজ । এমত অবস্থায় তারা অর্থাভাবে ভুগছেন । থাকা-খাওয়ার খুব সমস্যা হচ্ছে । তাদের আর্জি অন্ততপক্ষে বাড়ি ফেরার ব্যবস্থা করুক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, এরাজ্যের বহু শ্রমিক আটকে রয়েছেন গোয়া, কেরালা ও অন্ধ্রপ্রদেশে । বিষয়টি তাদের নজরে এসেছে । এনিয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সব তথ্য পাঠাচ্ছেন ।