ETV Bharat / state

অ্যাম্বুলেন্স-বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 3, আটক অ্যাম্বুলেন্স চালক - Bike-Ambulance Collision In bangsihari

গুরুতর আহত তিন বাইক আরোহী ।

3 injured In Bike-Ambulance Collision In bangsihari
3 injured In Bike-Ambulance Collision In bangsihari
author img

By

Published : Jan 1, 2021, 6:06 AM IST

বংশীহারী, 1 জানুয়ারি : অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত 3 বাইক আরোহী । গতকাল দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার আলিগাড়া এলাকায় । স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করে ।

পুলিশ সুত্রে খবর, বংশীহারী এলাকা থেকে মোটরবাইক করে তিন যুবক বুনিয়াদপুরের দিকে আসছিলেন । বুনিয়াদপুর থেকে গঙ্গারামপুরের দিকে যাওয়া দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স ওই মোটরবাইকে ধাক্কা মারে । সঙ্গে সঙ্গে বাইকে থাকা তিনজন বালুরঘাট মালদা রাজ্য সড়কের উপর লুটিয়ে পড়েন । প্রথমে রশিদপুর হাসপাতাল ও পরে দুজনকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল এবং একজনকে রায়গঞ্জ জেলা হাসপাতালে রেফার করা হয় ।

অ্যাম্বুলেন্স সহ গাড়ির চালককে আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ । ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ ।

বংশীহারী, 1 জানুয়ারি : অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত 3 বাইক আরোহী । গতকাল দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার আলিগাড়া এলাকায় । স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করে ।

পুলিশ সুত্রে খবর, বংশীহারী এলাকা থেকে মোটরবাইক করে তিন যুবক বুনিয়াদপুরের দিকে আসছিলেন । বুনিয়াদপুর থেকে গঙ্গারামপুরের দিকে যাওয়া দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স ওই মোটরবাইকে ধাক্কা মারে । সঙ্গে সঙ্গে বাইকে থাকা তিনজন বালুরঘাট মালদা রাজ্য সড়কের উপর লুটিয়ে পড়েন । প্রথমে রশিদপুর হাসপাতাল ও পরে দুজনকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল এবং একজনকে রায়গঞ্জ জেলা হাসপাতালে রেফার করা হয় ।

অ্যাম্বুলেন্স সহ গাড়ির চালককে আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ । ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.