ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত 108 - বালুরঘাট

দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত 108 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত আরও 2 ৷ যদিও সুস্থতার হারও বাড়ছে বলে স্বস্তিতে রয়েছে জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।

দিলাজপুর
দিলাজপুর
author img

By

Published : Aug 6, 2020, 7:43 AM IST


বালুরঘাট, 6 অগাস্ট : দক্ষিণ দিনাজপুরে নতুন করে 108 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস । ফলে, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1463 জন । এদিকে, গতকাল ফের বালুরঘাট কোভিড হাসপাতালে চিকিৎসাধীন দু'জনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে একজনের বাড়ি তপনে এবং অপরজনের বালুরঘাটে । ফলে, জেলায় কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 12 জন। যদিও রাজ্য সরকারের কোরোনা বুলেটিনে মৃতের সংখ্যা 10 জন দেখানো হয়েছে। নতুন আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে জেলার বিভিন্ন সেফ হোম ও কোভিড হাসপাতালে।

গতরাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী, 84 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। যার মধ্যে বালুরঘাট শহরের 6 জন ও বালুরঘাট ব্লকের 8 জন, হরিরামপুরের 18 জন, গঙ্গারামপুরের 1 জন, কুমারগঞ্জে 16 জন এবং হিলি ব্লকের 35 জন কোরোনায় আক্রান্ত। বাকি 24 জনের ট্রুনাট ও অ্যান্টিজেনে পজ়িটিভ রিপোর্ট এসেছে ৷

জেলায় এখনও পর্যন্ত 1024 জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একদিকে জেলায় যেমন কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনি বাড়ছে সুস্থতার হারও। ফলে, কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।


বালুরঘাট, 6 অগাস্ট : দক্ষিণ দিনাজপুরে নতুন করে 108 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস । ফলে, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1463 জন । এদিকে, গতকাল ফের বালুরঘাট কোভিড হাসপাতালে চিকিৎসাধীন দু'জনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে একজনের বাড়ি তপনে এবং অপরজনের বালুরঘাটে । ফলে, জেলায় কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 12 জন। যদিও রাজ্য সরকারের কোরোনা বুলেটিনে মৃতের সংখ্যা 10 জন দেখানো হয়েছে। নতুন আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে জেলার বিভিন্ন সেফ হোম ও কোভিড হাসপাতালে।

গতরাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী, 84 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। যার মধ্যে বালুরঘাট শহরের 6 জন ও বালুরঘাট ব্লকের 8 জন, হরিরামপুরের 18 জন, গঙ্গারামপুরের 1 জন, কুমারগঞ্জে 16 জন এবং হিলি ব্লকের 35 জন কোরোনায় আক্রান্ত। বাকি 24 জনের ট্রুনাট ও অ্যান্টিজেনে পজ়িটিভ রিপোর্ট এসেছে ৷

জেলায় এখনও পর্যন্ত 1024 জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একদিকে জেলায় যেমন কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনি বাড়ছে সুস্থতার হারও। ফলে, কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.