ETV Bharat / state

"আমি বাঁচব কী নিয়ে ?" স্ত্রী ডিভোর্স চাওয়ায় আত্মঘাতী যুবক - commit suicide

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ঢোলাহাট থানার তেলেগ্রামর এলাকার।

দীপঙ্কর
author img

By

Published : Feb 12, 2019, 7:19 AM IST

ঢোলাহাট (দক্ষিণ ২৪ পরগনা), ১২ ফেব্রুয়ারি : স্ত্রী-র বিবাহবহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেনি। প্রতিবাদ করেছিল। কিন্তু, সমস্যা না মিটিয়ে পালটা ডিভোর্স চায় স্ত্রী। শ্বশুরবাড়ির লোকজন হুমকিও দেয়। মেনে নিতে পারেনি। পরদিন সকালে বাড়ি থেকে অনতিদূরে একটি নির্জন বাগানবাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঢোলাহাট থানার তেলেগ্রাম এলাকার।

কুলপি পলিটেকনিক কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র দীপঙ্কর। হিমাশ্রী (নাম পরিবর্তিত) নামে এক যুবতির সঙ্গে প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। মাস দুয়েক আগে দু'জনে রেজিস্ট্রি করে। দীপঙ্করের পরিবারের আর্থিক অবস্থা দুর্বল। তাই, হিমাশ্রীর পরিবার বিয়ে মানতে চায়নি। এর মাঝেই দীপঙ্কর জানতে পারে প্রসেনজিৎ নামে একজনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে হিমাশ্রীর। শুনেই রবিবার শ্বশুরবাড়ি যায়। কথা বলে হিমাশ্রীর সঙ্গে। সুরাহা হয়নি। উলটে স্বামীর কাছ থেকে ডিভোর্স চায়। হুমকিও দেওয়া হয়।

দুপুরের দিকে বাড়ি ফিরে আসে দীপঙ্কর। পরে বেরিয়ে যায়। তারপর থেকে তার আর খোঁজ মিলছিল না। গতকাল সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাগানবাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থান থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা ছিল, "আমি বাঁচব কী নিয়ে? তাই চলে গেলাম।" এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ হিমাশ্রী। তদন্ত শুরু করেছে পুলিশ।

undefined

ঢোলাহাট (দক্ষিণ ২৪ পরগনা), ১২ ফেব্রুয়ারি : স্ত্রী-র বিবাহবহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেনি। প্রতিবাদ করেছিল। কিন্তু, সমস্যা না মিটিয়ে পালটা ডিভোর্স চায় স্ত্রী। শ্বশুরবাড়ির লোকজন হুমকিও দেয়। মেনে নিতে পারেনি। পরদিন সকালে বাড়ি থেকে অনতিদূরে একটি নির্জন বাগানবাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঢোলাহাট থানার তেলেগ্রাম এলাকার।

কুলপি পলিটেকনিক কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র দীপঙ্কর। হিমাশ্রী (নাম পরিবর্তিত) নামে এক যুবতির সঙ্গে প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। মাস দুয়েক আগে দু'জনে রেজিস্ট্রি করে। দীপঙ্করের পরিবারের আর্থিক অবস্থা দুর্বল। তাই, হিমাশ্রীর পরিবার বিয়ে মানতে চায়নি। এর মাঝেই দীপঙ্কর জানতে পারে প্রসেনজিৎ নামে একজনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে হিমাশ্রীর। শুনেই রবিবার শ্বশুরবাড়ি যায়। কথা বলে হিমাশ্রীর সঙ্গে। সুরাহা হয়নি। উলটে স্বামীর কাছ থেকে ডিভোর্স চায়। হুমকিও দেওয়া হয়।

দুপুরের দিকে বাড়ি ফিরে আসে দীপঙ্কর। পরে বেরিয়ে যায়। তারপর থেকে তার আর খোঁজ মিলছিল না। গতকাল সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাগানবাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থান থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা ছিল, "আমি বাঁচব কী নিয়ে? তাই চলে গেলাম।" এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ হিমাশ্রী। তদন্ত শুরু করেছে পুলিশ।

undefined
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Budapest - 11 February 2019
1. Mike Pompeo, US Secretary of State, and Hungary's Foreign Minister Peter Szijjarto arriving for news conference
2. Cutaway of journalists
3. SOUNDBITE (English) Mike Pompeo, US Secretary of State:
"This isn't about selling American gas, this is a national security matter from the American perspective. This is about assisting countries throughout Europe at having alternative sources and not being dependent on Russia for their natural gas, so that if there's a day and when there is 'crunch time' and when there is political influence to be had - these countries have alternatives, they are not solely dependent and, therefore, at political risk to be suffering from Russian engagement that they do not welcome."
4. Cutaway
5. SOUNDBITE (Hungarian) Peter Szijjarto, Hungarian Foreign Minister:
"In Central Europe, we are presently in a one-sided energy dependence on Russia and this is especially true for natural gas procurement. In Hungary's case, 85 percent of our gas is obtained from Russia. We have done everything possible, we have carried out every investment to be able to purchase gas from other sources. We are now in a situation where it is exclusively up to our allies whether we can diversify our gas sources."
6. Cutaway
7. SOUNDBITE (Hungarian) Peter Szijjarto, Hungarian Foreign Minister:
"I told the minister that when we speak about Chinese economic expansion, Hungary is responsible for 1.2 percent of the trade between the EU and China. I also said that there is tremendous hypocrisy in Western Europe regarding cooperation with Russia. While on the surface there is criticism, below the surface deals are made between Western European and Russian companies for billions of euros."
8. Cutaway of journalists
9. Pompeo and Szijjarto shaking hands and leaving
STORYLINE:
US Secretary of State Mike Pompeo expressed concern on Monday over Central European countries' energy ties to Russia.
Speaking at a joint news conference with Hungarian Foreign Minister Peter Szijjarto in Budapest, Pompeo said: "This is a national security matter from the American perspective. This is about assisting countries throughout Europe at having alternative sources and not being dependant on Russia for their natural gas."
Szijjarto said Hungary obtained 85 per cent of its natural gas from Russia.
Pompeo is on the first leg of a five-nation European tour on which he'll raise concerns about China and Russia's growing influence in Central Europe.
Ahead of his visits to Budapest and Bratislava, US officials said Pompeo hoped to reverse what they called a decade of US disengagement in Central Europe that created a vacuum Russia and China have exploited.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.