ক্যানিং, 1 সেপ্টেম্বর : মায়ের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত হল ছেলে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার রায়বাঘিনীতে ৷ প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে এক গৃহবধূকে বেধড়ক মারধরের পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দা হাসান শেখ ও তার শ্যালকের বিরুদ্ধে । মায়ের সম্মানহানি করছে দেখে বাধা দিতে গেলে মহিলার ছেলেকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে স্থানীয় বাসিন্দা হাসান শেখের মেয়ে ওই গৃহবধূর দূর সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে পালিয়ে যায় । এরপর দুই পরিবারের সঙ্গে সম্পর্কও ঠিক হয়ে যায় । কিন্তু গতকাল রাতে অভিযুক্ত হাসান শেখ মদ্যপ অবস্থায় ওই মহিলার বাড়িতে এসে গালিগালাজ করতে থাকে ৷ তখন স্থানীয়রা হাসানকে বাড়ি পাঠিয়ে দিয়ে পরে এ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানায় ।
বাড়ি না গিয়ে কিছুক্ষণ পর অভিযুক্ত নিজের শ্যালক ও আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে ওই গৃহবধূর বাড়িতে চড়াও হয় ৷ গৃহবধূকে মারধরের পাশাপাশি জামা কাপড় ছিঁড়ে সম্মানহানি করার চেষ্টা করে । এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয় । পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ।
আরও পড়ুন : Sonarpur : সোনারপুরের হোমে নাবালকদের যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার 2