নামখানা, 28 জানুয়ারি: আবারও প্রকাশ্যে চলে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। বৈঠক চলাকালীন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতিকে লক্ষ্য করে জুতো ছুড়লেন দলেরই এক মহিলা কর্মী-সমর্থক (Women Worker Throw Shoes to BJP Leader) । যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের বকখালিতে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দক্ষিণ 24 পরগনা বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয় নামখানা ব্লকের বকখালির একটি বেসরকারি আবাসিক হোটেলে। আলোচনা সভাতে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্য। বৈঠক চলাকালীন হঠাৎ করে বিজেপির বেশ কয়েকজন কর্মী-সমর্থকরা মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্যর উপর চড়াও হয়।
মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতিকে লক্ষ্য করে জুতো ছোড়েন বিজেপির এক মহিলা কর্মী। যাতে ফের একবার প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপির প্রাক্তন সহ-সভাপতি ওরফে যিনি জুতো ছুড়েছেন অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ তিনি বলেন, "শনিবার বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বকখালিতে একটি বেসরকারি হোটেলে দলের কর্মী-সমর্থকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রদ্যুৎ বৈদ্য। সভা চলাকালীন বেশ কিছু কুরুচিকর কথা বলেন মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য। সেই সময় বেশ কয়েকজন বিজেপির মহিলা কর্মী-সমর্থকরা সভা থেকে বেরিয়ে আসেন ৷"
তিনি আরও বলেন, "সেই সময় বিজেপির সংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্য আমার হাত টেনে ধরেন ৷ সেই সময় আমি নিজেকে ধরে রাখতে না-পেরে আমি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্যকে নিজের জুতো দিয়ে মারি।" প্রকাশ্যে এই ক্ষোভের ঘটনায় সাগর-বকখালি ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান সীমান্ত মালি জানান, বিজেপির দল মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে ৷ এখন নিজেদের কর্মী-সমর্থকের কাছ থেকে প্রত্যাখিত হচ্ছে। মানুষ বিজেপির ব্যবহারে অতিষ্ঠ হয়ে গিয়েছে ৷ এবার নিজের দলের কর্মীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।"
আরও পড়ুন: শুভেন্দুর সভা ঘিরে প্রকাশ্যে জেলা সভাপতি ও সাংসদের গোষ্ঠী কোন্দল
অন্যদিকে, বিজেপির মথরাপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে গোষ্ঠী কোন্দলের ঘটনা মানতে নারাজ। গোষ্ঠী কোন্দলের তথ্য উড়িয়ে দিয়ে মথুরাপুর সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি সুমিত আদক বলেন, "সভা চলাকালীন বিক্ষিপ্ত একটি ঘটনা হয়েছে সেটা আমরা মিটিয়ে নিয়েছি আমাদের দলে কোনওরকম গোষ্ঠী কোন্দল হয়নি। বিজেপি শৃঙ্খলা বদ্ধ দল এখানে কোনও গোষ্ঠী কোন্দলের জায়গা নেই। বিক্ষিপ্ত ঘটনা প্রত্যেকটি দলেই হয় অবিলম্বে সেই ঘটনা আমরা হস্তক্ষেপ করে সমাধান করে নিয়েছি।"