ETV Bharat / state

বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে মারধর, আত্মহত্য়া যুবতির - suspect

অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্ক আছে সন্দেহে স্ত্রীকে মাঝেমধ্যে মারধর করত স্বামী সমর সরদার।  আজ সকালেও সমর রিক্তাকে মারধর করে। তারপরই রিক্তা আত্মহত্যা করে।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 22, 2019, 9:15 PM IST

বিষ্ণুপুর, ২২ ফেব্রুয়ারি : বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বড় গগনগোহালিয়ার। মৃতের নাম রিক্তা সরদার। বয়স ১৯। ৩ বছর আগে মহেশতলার রিক্তার সঙ্গে বিয়ে হয়েছিল সমরের। তাঁদের দেড় বছরের এক কন্যা সন্তানও রয়েছে।

অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্ক আছে সন্দেহে স্ত্রীকে মাঝেমধ্যে মারধর করত স্বামী সমর সরদার। আজ সকালেও সমর রিক্তাকে মারধর করে। তারপরই রিক্তা আত্মহত্যা করে। সমর সরদারের কথায়, "অপরিচিত পুরুষের সঙ্গে ফোনে কথা বলত রিক্তা। তাই ফোন কেড়ে নিয়েছিলাম। মারধরও করেছি। আজ আমি খাওয়ার পর শুয়ে পড়েছিলাম। মা দু'বার ডাকতে গিয়েছিল। দরজা খোলেনি। পরে দরজা খুলে দেখি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ও।"

ভিডিয়োয় শুনুন মৃতার স্বামীর বক্তব্য

রিক্তার বাবার বাড়ির লোকজন অবশ্য মেয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করেছে। অভিযুক্ত সমরকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।

বিষ্ণুপুর, ২২ ফেব্রুয়ারি : বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বড় গগনগোহালিয়ার। মৃতের নাম রিক্তা সরদার। বয়স ১৯। ৩ বছর আগে মহেশতলার রিক্তার সঙ্গে বিয়ে হয়েছিল সমরের। তাঁদের দেড় বছরের এক কন্যা সন্তানও রয়েছে।

অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্ক আছে সন্দেহে স্ত্রীকে মাঝেমধ্যে মারধর করত স্বামী সমর সরদার। আজ সকালেও সমর রিক্তাকে মারধর করে। তারপরই রিক্তা আত্মহত্যা করে। সমর সরদারের কথায়, "অপরিচিত পুরুষের সঙ্গে ফোনে কথা বলত রিক্তা। তাই ফোন কেড়ে নিয়েছিলাম। মারধরও করেছি। আজ আমি খাওয়ার পর শুয়ে পড়েছিলাম। মা দু'বার ডাকতে গিয়েছিল। দরজা খোলেনি। পরে দরজা খুলে দেখি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ও।"

ভিডিয়োয় শুনুন মৃতার স্বামীর বক্তব্য

রিক্তার বাবার বাড়ির লোকজন অবশ্য মেয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করেছে। অভিযুক্ত সমরকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.