ETV Bharat / state

Woman Rescued from River: ডায়মন্ড হারবারে নদীতে ঝাঁপ মহিলার, উদ্ধার করল পুলিশ

author img

By

Published : Jun 19, 2022, 8:30 PM IST

রবিবার নদীতে ভাসতে দেখা যায় এক মহিলাকে । পুলিশের তৎপরতায় হুগলি নদী থেকে উদ্ধার হয় ওই মহিলা (Woman Rescued from Hooghly River)।

Woman rescued from river in Diamond Harbor
Woman Rescued from River

ডায়মন্ড হারবার, 19 জুন: নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার জেটিঘাটে । রবিবার নদীতে ভাসতে দেখা যায় ওই মহিলাকে । এরপর মহিলাকে উদ্ধারের জন্য তৎপর হয় স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা । হুগলি নদীতে বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে উদ্ধার করা হয় ওই মহিলাকে (Woman rescued from river in Diamond Harbor)।

ওই মহিলার বাড়ি ডায়মন্ড হারবার থানার অন্তর্গত পাতালকুঞ্জে । পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ওই মহিলা ।

নদী থেকে উদ্ধারের পর মহিলাকে ডায়মন্ড হারবার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । প্রত্যক্ষদর্শী সুজিত দাস বলেন, "আমি ডায়মন্ড হারবার জেটিঘাটের জলসাথীতে কর্মরত ৷ প্রতিদিনের মতোই আজ আমি কাজে যোগ দিয়েছিলাম । ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে হঠাৎই এক মহিলাকে হুগলি নদীতে ভাসতে দেখি । তারপর মহিলাকে উদ্ধারের জন্য আমি ডায়মন্ড হারবার থানার খবর পাঠাই ।"

আরও পড়ুন : Fishing Vessel Capsized: বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিরাপদে উদ্ধার 18 মৎস্যজীবী

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ । পুলিশের তৎপরতায় হুগলি নদী থেকে উদ্ধার হয় ওই মহিলা ।

ডায়মন্ড হারবার, 19 জুন: নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার জেটিঘাটে । রবিবার নদীতে ভাসতে দেখা যায় ওই মহিলাকে । এরপর মহিলাকে উদ্ধারের জন্য তৎপর হয় স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা । হুগলি নদীতে বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে উদ্ধার করা হয় ওই মহিলাকে (Woman rescued from river in Diamond Harbor)।

ওই মহিলার বাড়ি ডায়মন্ড হারবার থানার অন্তর্গত পাতালকুঞ্জে । পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ওই মহিলা ।

নদী থেকে উদ্ধারের পর মহিলাকে ডায়মন্ড হারবার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । প্রত্যক্ষদর্শী সুজিত দাস বলেন, "আমি ডায়মন্ড হারবার জেটিঘাটের জলসাথীতে কর্মরত ৷ প্রতিদিনের মতোই আজ আমি কাজে যোগ দিয়েছিলাম । ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে হঠাৎই এক মহিলাকে হুগলি নদীতে ভাসতে দেখি । তারপর মহিলাকে উদ্ধারের জন্য আমি ডায়মন্ড হারবার থানার খবর পাঠাই ।"

আরও পড়ুন : Fishing Vessel Capsized: বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিরাপদে উদ্ধার 18 মৎস্যজীবী

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ । পুলিশের তৎপরতায় হুগলি নদী থেকে উদ্ধার হয় ওই মহিলা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.