ETV Bharat / state

Decomposed Body Recovered : মহিলার পচাগলা দেহ উদ্ধার, খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে - Young Woman Decomposed body recovered in Baruipur

Husband Allegedly Kills Wife in Baruipur: বারুইপুরে একটি ছাগল ঘর থেকে উদ্ধার হল যুবতীর পচাগলা দেহ ৷ ঘটনায় খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ৷ পলাতক অভিযুক্তকে ধরতে তদন্তে নেমেছে পুলিশ ৷

Body Recovered
যুবতীর পচাগলা দেহ উদ্ধার বারুইপুরে
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 4:26 PM IST

গোয়ালঘর থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার

বারুইপুর, 28 অক্টোবর: স্ত্রীকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে । গোয়ালঘর থেকে উদ্ধার হল মহিলার পচাগলা দেহ ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত শিখর বালি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপালা মনসাতলা গ্রামে । মৃতের নাম অঞ্জলি মণ্ডল । বয়স 37 বছর । পলাতক অভিযুক্ত রবিন মণ্ডল ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ ৷

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত বেশ কয়েকদিন ধরে ওই বধূকে বাড়িতে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা । তারপরেই গ্রামবাসীরা এলাকায় ওই গৃহবধূর খোঁজ শুরু করেন । পরবর্তীতে গোয়ালঘর থেকে পচাগন্ধ আসায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের । এরপরে বিষয়টি জানাজানি হতেই কৌতুহলী মানুষজন ঘটনাস্থলে ভিড় জমায় । খবর দেওয়া হয় বারুইপুর থানায় । এই খবর পেয়ে পুলিশ গোয়ালঘর থেকে মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করেন ৷ এই ঘটনার পর থেকেই মৃত ওই বধূর স্বামী পলাতক । ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

মৃত অঞ্জলির মা কালি নস্করের কথায়, কুড়ি বছর আগে তাঁর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল রবিন মণ্ডলের । স্থানীয়দের অভিযোগ, রবিন এলাকায় বেআইনিভাবে মদ বিক্রি করত । প্রায় সময় রবিন ও অঞ্জলির মধ্যে ঝগড়া লেগেই থাকত । গত বৃহস্পতিবার দাম্পত্য কলহের জেরে রবিন অঞ্জলিকে মারধর কর । এরপর আর অঞ্জলিকে খুঁজে পাওয়া যায়নি ৷ রবিন ও অঞ্জলির মেয়ে কাঁদতে কাঁদতে দিদিমার কাছে গিয়ে বলে মা’কে খুঁজে পাওয়া যাচ্ছে না ।

তিনি বলেন, "এই খবর শেনার পর তড়িঘড়ি আমরা এখানে ছুটে আসি এবং রবিনকে জিজ্ঞাসা করি যে অঞ্জলি কোথায় । উত্তরে রবিন বলে যে আমি জানি না সে কোথায় ৷ তারপর রবিনের কাছে গোয়ালঘরের চাবি চাওয়া হয় ৷ তবে সে গোয়ালঘরের চাবি দিতে অস্বীকার করে । এরপর আমরা গ্রামের পঞ্চায়েত সদস্যকে সম্পূর্ণ বিষয়টি জানাই ৷ তারপর গোয়ালঘরের চাবি নিয়ে ঘর খুলে দেখি আমার মেয়ের দেহ মাটিতে পোঁতা রয়েছে ৷ ততক্ষণে রবিন পালিয়ে গিয়েছে । আমি চাই আমার মেয়ের খুনির দৃষ্টান্তমূলক শাস্তি হোক ।" এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷

আরও পড়ুন: পণের দাবিতে অত্যাচার ! স্ত্রীকে তিন তলা থেকে 'ধাক্কা' স্বামীর

এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, "ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে । অভিযুক্তের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাপ করার কাজ শুরু হয়েছে । খুব শিগগিরই অভিযুক্ত গ্রেফতার হবে ।"

গোয়ালঘর থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার

বারুইপুর, 28 অক্টোবর: স্ত্রীকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে । গোয়ালঘর থেকে উদ্ধার হল মহিলার পচাগলা দেহ ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত শিখর বালি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপালা মনসাতলা গ্রামে । মৃতের নাম অঞ্জলি মণ্ডল । বয়স 37 বছর । পলাতক অভিযুক্ত রবিন মণ্ডল ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ ৷

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত বেশ কয়েকদিন ধরে ওই বধূকে বাড়িতে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা । তারপরেই গ্রামবাসীরা এলাকায় ওই গৃহবধূর খোঁজ শুরু করেন । পরবর্তীতে গোয়ালঘর থেকে পচাগন্ধ আসায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের । এরপরে বিষয়টি জানাজানি হতেই কৌতুহলী মানুষজন ঘটনাস্থলে ভিড় জমায় । খবর দেওয়া হয় বারুইপুর থানায় । এই খবর পেয়ে পুলিশ গোয়ালঘর থেকে মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করেন ৷ এই ঘটনার পর থেকেই মৃত ওই বধূর স্বামী পলাতক । ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

মৃত অঞ্জলির মা কালি নস্করের কথায়, কুড়ি বছর আগে তাঁর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল রবিন মণ্ডলের । স্থানীয়দের অভিযোগ, রবিন এলাকায় বেআইনিভাবে মদ বিক্রি করত । প্রায় সময় রবিন ও অঞ্জলির মধ্যে ঝগড়া লেগেই থাকত । গত বৃহস্পতিবার দাম্পত্য কলহের জেরে রবিন অঞ্জলিকে মারধর কর । এরপর আর অঞ্জলিকে খুঁজে পাওয়া যায়নি ৷ রবিন ও অঞ্জলির মেয়ে কাঁদতে কাঁদতে দিদিমার কাছে গিয়ে বলে মা’কে খুঁজে পাওয়া যাচ্ছে না ।

তিনি বলেন, "এই খবর শেনার পর তড়িঘড়ি আমরা এখানে ছুটে আসি এবং রবিনকে জিজ্ঞাসা করি যে অঞ্জলি কোথায় । উত্তরে রবিন বলে যে আমি জানি না সে কোথায় ৷ তারপর রবিনের কাছে গোয়ালঘরের চাবি চাওয়া হয় ৷ তবে সে গোয়ালঘরের চাবি দিতে অস্বীকার করে । এরপর আমরা গ্রামের পঞ্চায়েত সদস্যকে সম্পূর্ণ বিষয়টি জানাই ৷ তারপর গোয়ালঘরের চাবি নিয়ে ঘর খুলে দেখি আমার মেয়ের দেহ মাটিতে পোঁতা রয়েছে ৷ ততক্ষণে রবিন পালিয়ে গিয়েছে । আমি চাই আমার মেয়ের খুনির দৃষ্টান্তমূলক শাস্তি হোক ।" এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷

আরও পড়ুন: পণের দাবিতে অত্যাচার ! স্ত্রীকে তিন তলা থেকে 'ধাক্কা' স্বামীর

এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, "ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে । অভিযুক্তের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাপ করার কাজ শুরু হয়েছে । খুব শিগগিরই অভিযুক্ত গ্রেফতার হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.