ETV Bharat / state

আর সাগরে যাব না, বললেন বেঁচে ফেরা ট্রলারের মৎস্যজীবী - Death

খারাপ আবহাওয়া ও ঝড়ের তাণ্ডবে বঙ্গোপসাগরে ডুবে গেছে চারটি ট্রলার । ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন কয়েকজন মৎস্যজীবী । বাড়ি ফিরে নিজের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন এক মৎস্যজীবী ।

অমল দাস
author img

By

Published : Jul 9, 2019, 6:51 AM IST

সাগর, 9 জুলাই : ভাগ্যক্রমে ফিরে এসেছেন মৃত্যুমুখ থেকে । যে বঙ্গোপসাগর ছিল ভরসা-আয়ের উৎস, এক লহমায় সেই সাগরই হয়ে উঠেছে মৃত্যুর প্রতিচ্ছবি । বেঁচে ফিরে প্রতিজ্ঞা করেছেন, আর কখনও সমুদ্রে মাছ ধরতে যাবেন না ।

দীর্ঘদিন ধরে ট্রলারে চেপে সমুদ্রে মাছ ধরছেন অমল দাস । মাছ ধরে নির্বিঘ্নেই ফিরে এসেছেন । এবারও অন্যদের সঙ্গে শুক্রবার বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিলেন অমল । ছিলেন এফ বি দশভূজা ট্রলারে । কিন্তু ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা কল্পনাও করতে পারেননি । খারাপ আবহাওয়া ও ঝড়ের তাণ্ডবে তাঁদের চারটি ট্রলার বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে । উপকূলে ফেরার সময় বাংলাদেশের হাঁড়ভাঙা চরে ধাক্কা লেগে ডুবে যায় ট্রলারগুলি । মোট 61 জন মৎস্যজীবী ছিলেন । এখনও পর্যন্ত 34 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । এফ বি দশভূজা ট্রলারের 6 জন গতকাল বাড়ি ফিরে আসেন । পরিবারকে সামনে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তাঁরা ।

কী হয়েছিল ঠিক সেদিন ? অমল বলেন, "শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে পরদিন সাগরে জাল ফেলেছিলাম । জাল টানতে টানতে রাত হয়ে গেছিল । রাতের দিক প্রবল বেগে হাওয়া বইতে থাকে । উপকূলের দিকে আসার চেষ্টা করছিলাম । কিন্তু পারিনি । এরপর বাংলাদেশের দিকে ঢুকে পড়েছিলাম । আমাদের ট্রলার চরায় উলটে যায় । আমরা 6 জন সাঁতার কেটে অন্য একটি ট্রলারে উঠেছিলাম । "

এই সংক্রান্ত আরও খবর : ঝড়ের তাণ্ডবে বঙ্গোপসাগরে ডুবল 4টি ট্রলার, নিখোঁজ অনেকে

আর বাকিরা ? অমল জানান, অন্য মৎস্যজীবীদের তাঁরা দেখতে পাননি । তবে এটাও জানান যে, বাকিদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই । অমলের কথায়, "মনে হয় (বাকি মৎস্যজীবীরা) বেরোতে পারবে না । ওখানে চরা পড়ে গেছে । ট্রলার চেপে গেছে । ট্রলার ভেঙে যদি বেরোতে পারে...! "

পেটের দায়ে মন থেকে এই আতঙ্ক সরিয়ে কি ফের সমুদ্রে মাছ ধরতে যাবেন ? অমল বলেন, "না । আর যাব না ।" তাহলে খাবেন কী ? বঙ্গোসাগরের রুদ্রমূর্তি দেখা অমলের জবাব, "কোনওরকম ভাবে চালাতে হবে । কিন্তু সাগরে আর নয় ।"

সাগর, 9 জুলাই : ভাগ্যক্রমে ফিরে এসেছেন মৃত্যুমুখ থেকে । যে বঙ্গোপসাগর ছিল ভরসা-আয়ের উৎস, এক লহমায় সেই সাগরই হয়ে উঠেছে মৃত্যুর প্রতিচ্ছবি । বেঁচে ফিরে প্রতিজ্ঞা করেছেন, আর কখনও সমুদ্রে মাছ ধরতে যাবেন না ।

দীর্ঘদিন ধরে ট্রলারে চেপে সমুদ্রে মাছ ধরছেন অমল দাস । মাছ ধরে নির্বিঘ্নেই ফিরে এসেছেন । এবারও অন্যদের সঙ্গে শুক্রবার বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিলেন অমল । ছিলেন এফ বি দশভূজা ট্রলারে । কিন্তু ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা কল্পনাও করতে পারেননি । খারাপ আবহাওয়া ও ঝড়ের তাণ্ডবে তাঁদের চারটি ট্রলার বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে । উপকূলে ফেরার সময় বাংলাদেশের হাঁড়ভাঙা চরে ধাক্কা লেগে ডুবে যায় ট্রলারগুলি । মোট 61 জন মৎস্যজীবী ছিলেন । এখনও পর্যন্ত 34 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । এফ বি দশভূজা ট্রলারের 6 জন গতকাল বাড়ি ফিরে আসেন । পরিবারকে সামনে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তাঁরা ।

কী হয়েছিল ঠিক সেদিন ? অমল বলেন, "শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে পরদিন সাগরে জাল ফেলেছিলাম । জাল টানতে টানতে রাত হয়ে গেছিল । রাতের দিক প্রবল বেগে হাওয়া বইতে থাকে । উপকূলের দিকে আসার চেষ্টা করছিলাম । কিন্তু পারিনি । এরপর বাংলাদেশের দিকে ঢুকে পড়েছিলাম । আমাদের ট্রলার চরায় উলটে যায় । আমরা 6 জন সাঁতার কেটে অন্য একটি ট্রলারে উঠেছিলাম । "

এই সংক্রান্ত আরও খবর : ঝড়ের তাণ্ডবে বঙ্গোপসাগরে ডুবল 4টি ট্রলার, নিখোঁজ অনেকে

আর বাকিরা ? অমল জানান, অন্য মৎস্যজীবীদের তাঁরা দেখতে পাননি । তবে এটাও জানান যে, বাকিদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই । অমলের কথায়, "মনে হয় (বাকি মৎস্যজীবীরা) বেরোতে পারবে না । ওখানে চরা পড়ে গেছে । ট্রলার চেপে গেছে । ট্রলার ভেঙে যদি বেরোতে পারে...! "

পেটের দায়ে মন থেকে এই আতঙ্ক সরিয়ে কি ফের সমুদ্রে মাছ ধরতে যাবেন ? অমল বলেন, "না । আর যাব না ।" তাহলে খাবেন কী ? বঙ্গোসাগরের রুদ্রমূর্তি দেখা অমলের জবাব, "কোনওরকম ভাবে চালাতে হবে । কিন্তু সাগরে আর নয় ।"

Intro:ভাইরাল হওয়া ডুবন্ত ট্রলার থেকে জীবিত ফিরে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন এক মৎস্যজীবী। আর সমুদ্র নয় এবার অন্য পেশার সঙ্গে যুক্ত হতে চাই এই মৎস্যজীবী।

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রের ঝড়ো হাওয়ার কবলে পড়ে একের পর এক ট্রলার। এই ট্রলার ডুবির ঘটনায় আতঙ্ক ছড়ায় মৎস্যজীবীদের মধ্যে। রবিবার সেই ছবি ভাইরাল হয়েছিল সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায়। সোমবার সেই ডুবন্ত ট্রলার থেকে বেঁচে ফেরা মৎস্যজীবী শোনালেন তার আতঙ্কের কথা। মৃত্যুকে কিভাবে সামনে থেকে দেখেছেন কার্যত বাড়িতে ফিরে সেই কথাই শোনালেন অমল বায়েন নামে ওই মৎস্যজীবী। এবার থেকে পরিবারের মুখের দিকে তাকিয়ে অন্য কোন পেশার সাথে যুক্ত হতে চাইছেন তারা। এখনো পর্যন্ত নিখোঁজ 25 মৎস্যজীবী। ডুবন্ত ট্রলার থেকে উদ্ধার 6 মৎস্যজীবী আজ নিজের এলাকায় ফিরে পরিবার কে কাছে পেয়ে সবাই কান্নায় ভেঙ্গে পড়ে। অমল নিজে ফিরে তার তিক্ত অভিজ্ঞতার কথা শোনাতে শোনাতেই বলেন যারা এখনও পর্যন্ত নিখোঁজ তাদের বাঁচার সম্ভাবনা খুব কম।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.