বসিরহাট, 27 এপ্রিল : শিলনোড়া দিয়ে স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন এক যুবতী । ওই যুবতীর নাম আকলিমা খাতুন (22) ৷ ঘটনাটি উত্তর 24 পরগনা বসিরহাটে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাকির শেখ(27)-এর সঙ্গে বচসার সময় আচমকাই শিলনোড়া দিয়ে তার মাথায় অনবরত আঘাত করে আকলিমা । অতিরিক্ত রক্তক্ষরণের জেরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার পথেই মৃত্যু হয় জাকিরের ।
রক্তাক্ত জাকিরকে ঘরে তালাবন্দি করে আকলিমা সন্তানদের নিয়ে পালিয়ে যান । ফলে, শুধু বচসার জেরেই এই খুন নাকি পিছনে বিবাহ বহির্ভূত কোনও সম্পর্ক রয়েছে তা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ ।
জানা গিয়েছে, জাকির এবং তাঁর স্ত্রী আকলিমা দু'জনেই ইটভাটার শ্রমিক । দম্পতির দুটি সন্তানও রয়েছে । স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় ঝামেলা লেগে থাকত । বনিবনা না হওয়ায় বসিরহাটের পাতলা চন্দ্র গ্রামের বাড়ি ছেড়ে সোলাদানার ইটভাটায় একটি ঘরে থাকতে শুরু করেন দম্পতি । অভিযোগ, সেখানেও বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে অশান্তি শুরু হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে । জাকিরের পরিবারের অভিযোগ, কারণে অকারণে আকলিমা জাকিরের সঙ্গে ঝগড়া করত । পরিবারের কারোর সঙ্গে সম্পর্ক রাখতেও বারন করত সে । না শুনলে জাকিরের উপর অত্যাচার করা হত । আকলিমা চাইত না,জাকির তাঁর নিজের বাড়িতে থাকুক । শেষে বাধ্য হয়ে সে ইটভাটার একটি ঘরে থাকতে শুরু করে । কিন্তু সেখানেও অশান্তি করত আকলিমা ।
আরও পড়ুন : সামাজিক দূরত্ব না-মানলে 1 কোভিড রোগীর থেকে সংক্রমিত হবেন 406: কেন্দ্র
স্বামীর মৃত্যুর খবর জানতে পেরে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বসিরহাট থানায় আত্মসমর্পণ করেন আকলিমা খাতুন । শিলনোড়া দিয়ে খুনের কথা কবুল করে সে । পরে তাকে গ্রেফতার করে পুলিশ ।