কুলতলি, 3 জুন : করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে কার্যত লকডাউন ৷ আর সেই কারণেই বাড়ি ফিরতে পারেননি স্বামী । বারবার বলা সত্ত্বেও স্বামী বাড়ি না ফেরায় অভিমানে আত্মঘাতী হলেন স্ত্রী । ঘটনাটি ঘটেছে কুলতলি থানার চুপড়িঝাড়া গ্রামে । মৃতের নাম পূজা হালদার (18) ।
বছর দুয়েক আগে প্রেম করে বিয়ে হয় পূজা ও সুদামের । বিয়ের পর উপার্জনের জন্য তামিলনাড়ুতে কাজে যায় সুদাম । মাঝে মধ্যেই বাড়ি আসত সে । কিন্তু হঠাৎ বাধ সাধে দেশের করোনা পরিস্থিতি ৷ গোটা দেশ জুড়ে লকডাউনের ফলে টানা নয় মাস বাড়ি ফিরতে পারেনি সুদাম ৷
টিকিট কাটার পরেও হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কার্যত অনিশ্চিত হয়ে পড়ে সুদামের বাড়ি ফেরা ৷ এই অবস্থাতে ফোনে কথা বলেই দিন কাটছিল সুদাম ও পূজার ৷ বুধবার দুপুরেও দু'জনের মধ্যে ফোনে কথা হয় ।
আরও পড়ুন : মুকুল-জায়ার খোঁজ নিতে মোদির ফোন, কথা হল প্রায় মিনিট দুয়েক
পূজা বাড়ি ফেরার কথা জানতে চাইলে, সুদাম জানায় ট্রেন না চলা পর্যন্ত সে বাড়ি ফিরতে পারবে না ৷ সদ্য় আঠারোয় পা দেওয়া পূজার মন বুঝতে চায়নি করোনা পরিস্থিতি ৷ বুঝতে চায়নি লকডাউন ৷ সুদামের এই বাড়ি ফিরতে না পারার কথাতেই অভিমান হয় পূজার ৷
যার জেরে শ্বশুরবাড়িতেই আত্মঘাতী হয় পূজা । স্বামী বাইরে থাকলেও শ্বশুর-শ্বাশুড়ির সঙ্গেই থাকত সে । শ্বশুরবাড়ির সকলেই পূজাকে ভালোবাসত বলে জানান পূজার বাবা । এই ঘটনার জেরে কার্যত শোকে পাথর হয়ে গেছে দুই পরিবার ৷