ETV Bharat / state

ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবক গ্রেপ্তার - ক্যানিং থানা

ভোটের আগে তল্লাশি অভিযান চালাতে গিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ । ধৃতের নাম সাহাদাত শেখ ।

Canning police
ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার
author img

By

Published : Feb 18, 2021, 10:34 AM IST

ক্যানিং, 18 ফেব্রুয়ারি : ভোটের মরশুমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বারুইপুর জেলা পুলিশের তরফে বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি অভিযান । বুধবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক জনকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ । ধৃতের নাম সাহাদাত শেখ । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার সাতমূখী বাজার এলাকার ।

ক্যানিং থানার পুলিশের কাছে খবর আসে ভোটের আগে এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে । এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ক্যানিং থানার আইসি আতিবুর রহমান ও এসআই লিটন হালদারের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম গঠন করা হয় । স্পেশাল টিম বুধবার রাতে সাতমুখী বাজার এলাকায় তল্লাশি অভিযান চালায় । সেই সময় সাহাদাত সেখ নামে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ । সাহাদাতকে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে একটি ওয়ান সাটার বন্দুক উদ্ধার করে পুলিশ । পাশাপাশি সাহাদাত শেখকে গ্রেপ্তার করা হয় । ধৃতের বাড়ি জীবনতলা মাকালতলা এলাকায় ।

আরও পড়ুন : ভোটের মুখে ফের মালদায় উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

কীভাবে তার কাছে আগ্নেয়াস্ত্র এল ? কী কারনে সে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিল ? তা জানতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ । বিগত দেড়মাসে ক্যানিং থানার পুলিশ বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও 11 রাউন্ড কার্তুজ উদ্ধার করে ।

ক্যানিং, 18 ফেব্রুয়ারি : ভোটের মরশুমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বারুইপুর জেলা পুলিশের তরফে বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি অভিযান । বুধবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক জনকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ । ধৃতের নাম সাহাদাত শেখ । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার সাতমূখী বাজার এলাকার ।

ক্যানিং থানার পুলিশের কাছে খবর আসে ভোটের আগে এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে । এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ক্যানিং থানার আইসি আতিবুর রহমান ও এসআই লিটন হালদারের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম গঠন করা হয় । স্পেশাল টিম বুধবার রাতে সাতমুখী বাজার এলাকায় তল্লাশি অভিযান চালায় । সেই সময় সাহাদাত সেখ নামে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ । সাহাদাতকে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে একটি ওয়ান সাটার বন্দুক উদ্ধার করে পুলিশ । পাশাপাশি সাহাদাত শেখকে গ্রেপ্তার করা হয় । ধৃতের বাড়ি জীবনতলা মাকালতলা এলাকায় ।

আরও পড়ুন : ভোটের মুখে ফের মালদায় উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

কীভাবে তার কাছে আগ্নেয়াস্ত্র এল ? কী কারনে সে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিল ? তা জানতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ । বিগত দেড়মাসে ক্যানিং থানার পুলিশ বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও 11 রাউন্ড কার্তুজ উদ্ধার করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.