বেহালা, 15 মার্চ : শুরু হল বেহালা পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নির্বাচনী প্রচার । পরপর চারবার জয়ের পর, পাঁচে পাঁচ করার লক্ষ্যে নামলেন তিনি ।
ভোটের দামামা বেজে গেছে বঙ্গে । ঘোষণা করা হয়ে গেছে একাধিক দলের প্রার্থী তালিকা । তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে আগেই । আর সেই মতো একে একে সব কেন্দ্রে শুরু হয়ে গেছে প্রচার । আর এবার প্রচার শুরু করলেন বেহালা পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় । প্রথম দিনে ঠাকুরপুকুরের একটি অংশে প্রচারে যান তৃণমূলের মহাসচিব । সকালে ঠাকুরপুকুর শ্রী শ্রী পঞ্চানন্দ তলা মন্দিরে মহাকালির অর্চনা করেন তিনি । তারপরই শুরু করেন প্রচার । এরপর তিনি ঠাকুরপুকুর পাঁচ মসজিদ মাজারে উপস্থিত হন । সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি । এরপর সখের বাজারে সাবর্ন পরিবারে চন্ডি মন্দিরে গিয়ে প্রচার পর্ব শেষ হয় তাঁর । মোটের উপর প্রথম দিন জমজমাট ভোট প্রচার সারলেন পার্থদা ।
আরও পড়ুন : বলরামপুরে মমতার সভায় ফের হাওয়া বদলের গন্ধ ?
এদিনের প্রচার সম্পর্কে তৃণমূল মহাসচিব বলেন, "আমরা 365 দিন মানুষের পাশে থাকি । যে কোনও সময়ে মানুষ ডাকলেই আমাদের পায় । তাই নতুন করে পরিচিত হবার কিছু নেই । তবে প্রত্যেক বছর অন্তর নিয়ম করে ভোট আসে । আমরা গণদেবতার কাছে ভোট চাইতে যাই, এটাই নিয়ম । আশা করছি বিগত দিনে বিপুল পরিমাণ উন্নয়ন বেহালার বুকে হয়েছে তার উপর ভিত্তি করেই মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে ।"