ETV Bharat / state

ডায়মন্ড হারবারে পাঁচ বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021

বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন ডায়মন্ড হারবারের প্রার্থী দীপক হালদার, মন্দিরবাজারের দিলীপ জাতুয়া, মগরাহাট পশ্চিমের মানস সাহা, রায়দিঘির প্রার্থী শান্তনু বাপুলি এবং কুলপির বিজেপি প্রার্থী প্রণব মল্লিক ।

মনোনয়ন জমা দিয়ে কী বললেন প্রার্থীরা
মনোনয়ন জমা দিয়ে কী বললেন প্রার্থীরা
author img

By

Published : Mar 19, 2021, 1:33 PM IST

ডায়মন্ড হারবার, 19 মার্চ : হারবার মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন ডায়মন্ড হারবার মহকুমার পাঁচটি বিধানসভার বিজেপি প্রার্থী। মনোনয়ন জমা দিতে উপস্থিত হয়েছিলেন রায়দিঘি, মন্দিরবাজার, ডায়মন্ডহারবার, মগরাহাট পশ্চিম ও কুলপি বিধানসভার বিজেপি প্রার্থীরা।

বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার, মহকুমা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দেন । সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি । তাঁকে প্রার্থী করায়, বিজেপি কর্মী সমর্থকদের একাংশ ক্ষোভ প্রকাশ করে । মনমালিন্য মিটিয়ে কার্যকর্তা ও দলের পুরোনো কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন দীপক । তিনি বলেন, 'আমাদের দলে কোনও মত বিরোধ নেই । সবাই সংঘবদ্ধভাবে লড়াই করব । এবং লড়াইয়ে আমরাই জিতব । উন্নয়ন করবে মোদি সরকার ।' হাজার হাজার কর্মী-‌সমর্থকদের ভিড়ে ডায়মন্ড হারবার শহরের 117 নম্বর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে যায় । মনোনয়ন জমা দেন ডায়মন্ড হারবারের প্রার্থী দীপক হালদার, মন্দিরবাজারের দিলীপ জাতুয়া, মগরাহাট পশ্চিমের মানস সাহা, রায়দিঘির প্রার্থী শান্তনু বাপুলি এবং কুলপির বিজেপি প্রার্থী প্রণব মল্লিক ।

মনোনয়ন জমা দিয়ে কী বললেন প্রার্থীরা

আরও পড়ুন : ভোটের আকাশে প্রচারে বিমান, 25 মার্চ জলপাইগুড়িতে

স্টেশন বাজার থেকে মিছিল আসে ডায়মন্ড হারবার থানার কাছে । উল্টোদিকে রাজুরতালুক থেকে মিছিল আসে জেটিঘাটে । এই মিছিলে ছিলেন দিলীপ জাতুয়া ও শান্তনু বাপুলি । আলাদা মিছিল করে আসেন মগরাহাট পশ্চিমের মানস সাহা । প্রত্যেক প্রার্থীই জয়ের বিষয়ে আশাবাদী ।

ডায়মন্ড হারবার, 19 মার্চ : হারবার মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন ডায়মন্ড হারবার মহকুমার পাঁচটি বিধানসভার বিজেপি প্রার্থী। মনোনয়ন জমা দিতে উপস্থিত হয়েছিলেন রায়দিঘি, মন্দিরবাজার, ডায়মন্ডহারবার, মগরাহাট পশ্চিম ও কুলপি বিধানসভার বিজেপি প্রার্থীরা।

বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার, মহকুমা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দেন । সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি । তাঁকে প্রার্থী করায়, বিজেপি কর্মী সমর্থকদের একাংশ ক্ষোভ প্রকাশ করে । মনমালিন্য মিটিয়ে কার্যকর্তা ও দলের পুরোনো কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন দীপক । তিনি বলেন, 'আমাদের দলে কোনও মত বিরোধ নেই । সবাই সংঘবদ্ধভাবে লড়াই করব । এবং লড়াইয়ে আমরাই জিতব । উন্নয়ন করবে মোদি সরকার ।' হাজার হাজার কর্মী-‌সমর্থকদের ভিড়ে ডায়মন্ড হারবার শহরের 117 নম্বর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে যায় । মনোনয়ন জমা দেন ডায়মন্ড হারবারের প্রার্থী দীপক হালদার, মন্দিরবাজারের দিলীপ জাতুয়া, মগরাহাট পশ্চিমের মানস সাহা, রায়দিঘির প্রার্থী শান্তনু বাপুলি এবং কুলপির বিজেপি প্রার্থী প্রণব মল্লিক ।

মনোনয়ন জমা দিয়ে কী বললেন প্রার্থীরা

আরও পড়ুন : ভোটের আকাশে প্রচারে বিমান, 25 মার্চ জলপাইগুড়িতে

স্টেশন বাজার থেকে মিছিল আসে ডায়মন্ড হারবার থানার কাছে । উল্টোদিকে রাজুরতালুক থেকে মিছিল আসে জেটিঘাটে । এই মিছিলে ছিলেন দিলীপ জাতুয়া ও শান্তনু বাপুলি । আলাদা মিছিল করে আসেন মগরাহাট পশ্চিমের মানস সাহা । প্রত্যেক প্রার্থীই জয়ের বিষয়ে আশাবাদী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.