ETV Bharat / state

ডায়মন্ড হারবারে পাঁচ বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা

বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন ডায়মন্ড হারবারের প্রার্থী দীপক হালদার, মন্দিরবাজারের দিলীপ জাতুয়া, মগরাহাট পশ্চিমের মানস সাহা, রায়দিঘির প্রার্থী শান্তনু বাপুলি এবং কুলপির বিজেপি প্রার্থী প্রণব মল্লিক ।

মনোনয়ন জমা দিয়ে কী বললেন প্রার্থীরা
মনোনয়ন জমা দিয়ে কী বললেন প্রার্থীরা
author img

By

Published : Mar 19, 2021, 1:33 PM IST

ডায়মন্ড হারবার, 19 মার্চ : হারবার মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন ডায়মন্ড হারবার মহকুমার পাঁচটি বিধানসভার বিজেপি প্রার্থী। মনোনয়ন জমা দিতে উপস্থিত হয়েছিলেন রায়দিঘি, মন্দিরবাজার, ডায়মন্ডহারবার, মগরাহাট পশ্চিম ও কুলপি বিধানসভার বিজেপি প্রার্থীরা।

বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার, মহকুমা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দেন । সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি । তাঁকে প্রার্থী করায়, বিজেপি কর্মী সমর্থকদের একাংশ ক্ষোভ প্রকাশ করে । মনমালিন্য মিটিয়ে কার্যকর্তা ও দলের পুরোনো কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন দীপক । তিনি বলেন, 'আমাদের দলে কোনও মত বিরোধ নেই । সবাই সংঘবদ্ধভাবে লড়াই করব । এবং লড়াইয়ে আমরাই জিতব । উন্নয়ন করবে মোদি সরকার ।' হাজার হাজার কর্মী-‌সমর্থকদের ভিড়ে ডায়মন্ড হারবার শহরের 117 নম্বর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে যায় । মনোনয়ন জমা দেন ডায়মন্ড হারবারের প্রার্থী দীপক হালদার, মন্দিরবাজারের দিলীপ জাতুয়া, মগরাহাট পশ্চিমের মানস সাহা, রায়দিঘির প্রার্থী শান্তনু বাপুলি এবং কুলপির বিজেপি প্রার্থী প্রণব মল্লিক ।

মনোনয়ন জমা দিয়ে কী বললেন প্রার্থীরা

আরও পড়ুন : ভোটের আকাশে প্রচারে বিমান, 25 মার্চ জলপাইগুড়িতে

স্টেশন বাজার থেকে মিছিল আসে ডায়মন্ড হারবার থানার কাছে । উল্টোদিকে রাজুরতালুক থেকে মিছিল আসে জেটিঘাটে । এই মিছিলে ছিলেন দিলীপ জাতুয়া ও শান্তনু বাপুলি । আলাদা মিছিল করে আসেন মগরাহাট পশ্চিমের মানস সাহা । প্রত্যেক প্রার্থীই জয়ের বিষয়ে আশাবাদী ।

ডায়মন্ড হারবার, 19 মার্চ : হারবার মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন ডায়মন্ড হারবার মহকুমার পাঁচটি বিধানসভার বিজেপি প্রার্থী। মনোনয়ন জমা দিতে উপস্থিত হয়েছিলেন রায়দিঘি, মন্দিরবাজার, ডায়মন্ডহারবার, মগরাহাট পশ্চিম ও কুলপি বিধানসভার বিজেপি প্রার্থীরা।

বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার, মহকুমা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দেন । সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি । তাঁকে প্রার্থী করায়, বিজেপি কর্মী সমর্থকদের একাংশ ক্ষোভ প্রকাশ করে । মনমালিন্য মিটিয়ে কার্যকর্তা ও দলের পুরোনো কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন দীপক । তিনি বলেন, 'আমাদের দলে কোনও মত বিরোধ নেই । সবাই সংঘবদ্ধভাবে লড়াই করব । এবং লড়াইয়ে আমরাই জিতব । উন্নয়ন করবে মোদি সরকার ।' হাজার হাজার কর্মী-‌সমর্থকদের ভিড়ে ডায়মন্ড হারবার শহরের 117 নম্বর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে যায় । মনোনয়ন জমা দেন ডায়মন্ড হারবারের প্রার্থী দীপক হালদার, মন্দিরবাজারের দিলীপ জাতুয়া, মগরাহাট পশ্চিমের মানস সাহা, রায়দিঘির প্রার্থী শান্তনু বাপুলি এবং কুলপির বিজেপি প্রার্থী প্রণব মল্লিক ।

মনোনয়ন জমা দিয়ে কী বললেন প্রার্থীরা

আরও পড়ুন : ভোটের আকাশে প্রচারে বিমান, 25 মার্চ জলপাইগুড়িতে

স্টেশন বাজার থেকে মিছিল আসে ডায়মন্ড হারবার থানার কাছে । উল্টোদিকে রাজুরতালুক থেকে মিছিল আসে জেটিঘাটে । এই মিছিলে ছিলেন দিলীপ জাতুয়া ও শান্তনু বাপুলি । আলাদা মিছিল করে আসেন মগরাহাট পশ্চিমের মানস সাহা । প্রত্যেক প্রার্থীই জয়ের বিষয়ে আশাবাদী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.