ETV Bharat / state

Vaccination Camp : আইসিডিএস সেন্টার থেকে সরিয়ে তৃণমূল পার্টি অফিসে ভ্যাকসিনেশন ক্যাম্প - নারায়ণপুর

সরকারি বিধি অনুযায়ী আইসিডিএস সেন্টারে ভ্যাকসিনেশন ক্যাম্প হওয়া উচিত ৷ সেই অনুযায়ী ভাঙড়ের নারায়ণপুরে নির্দিষ্ট আইসিডিএস সেন্টারে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলেও সেই ক্যাম্প সরিয়ে নিয়ে আসা হয় তৃণমূলের পার্টি অফিসে ৷ বিতর্কে স্থানীয় তৃণমূল নেতা ৷

চলছে ভ্যাকসিনেশন
চলছে ভ্যাকসিনেশন
author img

By

Published : Aug 5, 2021, 5:15 PM IST

ভাঙড়, 5 অগস্ট : রাজ্য সরকারের নিয়মানুযায়ী আইসিডিএস সেন্টারে কোভিড ভ্যাকসিনেশনের ক্যাম্প হওয়ার কথা ছিল ৷ কিন্তু স্থান বদলে তা হল শাসকদলের দলীয় কার্যালয়ে । এ নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বিরোধী বিজেপি এই ক্যাম্পে জাল ভ্যাকসিন দেওয়ার অভিযোগ তুলেছে ৷ ঘটনাটি ভাঙড় 1 নং ব্লক, নারায়ণপুর অঞ্চলের ৷

নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে খড়ম্বা আইসিডিএস সেন্টারে কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও গতকাল তা হয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ৷ এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা অহিদ আলি শেখ বলেন, "ভাঙড় 1 নং ব্লক, নারায়ণপুর অঞ্চল 2 নং সংসদের বুথে শেখ রেকা বিবির আহ্বানে এবং ভাঙড়-1 বিডিও অপর্ণা সাহা, আশা ম্যাডামের সহযোগিতায় আজ কোভিশিল্ড দেওয়া হচ্ছে ৷" তিনি জানান, 150 লোককে ওই ক্যাম্পে ভ্যাকসিন দেওয়া হবে ৷ তিনি বিডিও-র নির্দেশের কথা উল্লেখ করে জানান এই ক্যাম্প চলবে ৷

এই প্রসঙ্গে বিএমওএইচ (BMOH) অনিমেষ হোড় বলেন, "আজ নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে খড়ম্বা আইসিডিএস সেন্টারে কোভিশিল্ডের ভ্যাকসিনেশন সেন্টার করা হয়েছিল ৷ কিন্তু কিছু স্থানীয় দলের লোক এসে তা সরিয়ে নিয়ে তা পার্টি অফিসে করার চেষ্টা করে ৷ বিডিও সাহেব ও আমার হস্তক্ষেপে তা আবার আইসিডিএস সেন্টারে করি ৷" তিনি জানিয়েছেন এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন : vaccination centers : কলকাতা 212, আসানসোল 15; টিকাকরণ কেন্দ্র নিয়ে কটাক্ষ জিতেন্দ্র-র

যদিও অহিদ আলি শেখের যুক্তি দীর্ঘদিন ধরে আইসিডিএস সেন্টার বন্ধ থাকায় তা নোংরা হয়ে রয়েছে ৷ তাই ভ্যাকসিন প্রাপকদের স্বার্থে তাঁরা পার্টি অফিসটিকে ক্যাম্প করার জন্য দিয়েছিলেন ।

আইসিডিএস সেন্টারের পরিবর্তে কী ভাবে দলীয় কার্যালয়ে ক্যাম্প হল, তার তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন । এলাকাবাসীর অভিযোগ, অহিদ আলি শেখের স্ত্রী নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য । ওই প্রভাব কাজে লাগিয়ে এলাকার তৃণমূল নেতা অহিদ দলীয় কার্যালয়ে ভ্যাকসিনেশন ক্যাম্প করেছেন ।

এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির দক্ষিণ 24 পরগনা (পূর্ব) জেলা সভাপতি সুনীপ দাস জানান, তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি অহিদুল শেখ নিজের উদ্যোগে ভ্যাকসিন দিচ্ছিলেন ৷ এই ঘটনা প্রসঙ্গে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "তৃণমূল সরকার প্রথম থেকে জাল ভ্যাকসিন দিচ্ছে ৷ নরেন্দ্র মোদির দেওয়া বিনা পয়সার ভ্যাকসিন খোলা জায়গায় বিক্রি করছে ৷" তাঁর দাবি, তদন্ত করলে দেখা যাবে দেবাঞ্জনের মতোই এখানেও ভুয়ো ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷ একে দেশদ্রোহিতার কাজ বলে উল্লেখ করে তিনি পুলিশি তদন্তের দাবি করেছেন ৷

ভাঙড় 1 নং ব্লকের বিডিও দীপ্যমান মজুমদার বলেন, "খড়ম্বা আইসিডিএস সেন্টারে ওই ক্যাম্প হওয়ার কথা ছিল । কীভাবে এটা অন্য জায়গায় স্থানান্তরিত করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে । প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

ভাঙড়, 5 অগস্ট : রাজ্য সরকারের নিয়মানুযায়ী আইসিডিএস সেন্টারে কোভিড ভ্যাকসিনেশনের ক্যাম্প হওয়ার কথা ছিল ৷ কিন্তু স্থান বদলে তা হল শাসকদলের দলীয় কার্যালয়ে । এ নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বিরোধী বিজেপি এই ক্যাম্পে জাল ভ্যাকসিন দেওয়ার অভিযোগ তুলেছে ৷ ঘটনাটি ভাঙড় 1 নং ব্লক, নারায়ণপুর অঞ্চলের ৷

নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে খড়ম্বা আইসিডিএস সেন্টারে কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও গতকাল তা হয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ৷ এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা অহিদ আলি শেখ বলেন, "ভাঙড় 1 নং ব্লক, নারায়ণপুর অঞ্চল 2 নং সংসদের বুথে শেখ রেকা বিবির আহ্বানে এবং ভাঙড়-1 বিডিও অপর্ণা সাহা, আশা ম্যাডামের সহযোগিতায় আজ কোভিশিল্ড দেওয়া হচ্ছে ৷" তিনি জানান, 150 লোককে ওই ক্যাম্পে ভ্যাকসিন দেওয়া হবে ৷ তিনি বিডিও-র নির্দেশের কথা উল্লেখ করে জানান এই ক্যাম্প চলবে ৷

এই প্রসঙ্গে বিএমওএইচ (BMOH) অনিমেষ হোড় বলেন, "আজ নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে খড়ম্বা আইসিডিএস সেন্টারে কোভিশিল্ডের ভ্যাকসিনেশন সেন্টার করা হয়েছিল ৷ কিন্তু কিছু স্থানীয় দলের লোক এসে তা সরিয়ে নিয়ে তা পার্টি অফিসে করার চেষ্টা করে ৷ বিডিও সাহেব ও আমার হস্তক্ষেপে তা আবার আইসিডিএস সেন্টারে করি ৷" তিনি জানিয়েছেন এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন : vaccination centers : কলকাতা 212, আসানসোল 15; টিকাকরণ কেন্দ্র নিয়ে কটাক্ষ জিতেন্দ্র-র

যদিও অহিদ আলি শেখের যুক্তি দীর্ঘদিন ধরে আইসিডিএস সেন্টার বন্ধ থাকায় তা নোংরা হয়ে রয়েছে ৷ তাই ভ্যাকসিন প্রাপকদের স্বার্থে তাঁরা পার্টি অফিসটিকে ক্যাম্প করার জন্য দিয়েছিলেন ।

আইসিডিএস সেন্টারের পরিবর্তে কী ভাবে দলীয় কার্যালয়ে ক্যাম্প হল, তার তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন । এলাকাবাসীর অভিযোগ, অহিদ আলি শেখের স্ত্রী নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য । ওই প্রভাব কাজে লাগিয়ে এলাকার তৃণমূল নেতা অহিদ দলীয় কার্যালয়ে ভ্যাকসিনেশন ক্যাম্প করেছেন ।

এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির দক্ষিণ 24 পরগনা (পূর্ব) জেলা সভাপতি সুনীপ দাস জানান, তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি অহিদুল শেখ নিজের উদ্যোগে ভ্যাকসিন দিচ্ছিলেন ৷ এই ঘটনা প্রসঙ্গে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "তৃণমূল সরকার প্রথম থেকে জাল ভ্যাকসিন দিচ্ছে ৷ নরেন্দ্র মোদির দেওয়া বিনা পয়সার ভ্যাকসিন খোলা জায়গায় বিক্রি করছে ৷" তাঁর দাবি, তদন্ত করলে দেখা যাবে দেবাঞ্জনের মতোই এখানেও ভুয়ো ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷ একে দেশদ্রোহিতার কাজ বলে উল্লেখ করে তিনি পুলিশি তদন্তের দাবি করেছেন ৷

ভাঙড় 1 নং ব্লকের বিডিও দীপ্যমান মজুমদার বলেন, "খড়ম্বা আইসিডিএস সেন্টারে ওই ক্যাম্প হওয়ার কথা ছিল । কীভাবে এটা অন্য জায়গায় স্থানান্তরিত করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে । প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.