ETV Bharat / state

দীর্ঘদিনের দাবি মেনে গ্রামে বসল নলকূপ, মিলল জলের বদলে গ্যাস - sount 24 paraganas

গ্রামাবাসীরা ভাবলেন, অবশেষে তাঁদের ভাগ্যে শিকে ছিঁড়েছে । কিন্তু বিধি বাম । নলকূপ বসানো হলেও তা দিয়ে জলের বদলে উঠে এল গ্যাস । আর আগুনের সংস্পর্শে এলে জ্বলে উঠছে সেই গ্যাস । ঘটনাটি বাসন্তী থানার অন্তর্গত রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েতের ইটাভাটি গ্রামের

জ্বলছে গ্যাস
author img

By

Published : Oct 14, 2019, 4:43 AM IST

Updated : Oct 14, 2019, 8:09 AM IST

বাসন্তী, 14 অক্টোবর : এলাকায় পানীয় জলের সমস্যা ছিল । কোনও নলকূপ ছিল না । অনেক দূর থেকে জল আনতে হত । গ্রীষ্মে সমস্যা চরমে উঠত । তাই দীর্ঘদিন ধরে এলাকায় নলকূপ বসানোর দাবি করছিলেন বাসিন্দারা । অবশেষে সেই দাবি পূরণ হয়েছিল । পঞ্চায়েতের তরফে এলাকায় নলকূপ বসানোর সিদ্ধান্ত হয় । শেষ পর্যন্ত নলকূপ বসানো হল । গ্রামাবাসীরা ভাবলেন, অবশেষে তাঁদের ভাগ্যে শিকে ছিঁড়েছে । কিন্তু বিধি বাম । নলকূপ বসানো হলেও তা দিয়ে জলের বদলে উঠে এল গ্যাস । আর আগুনের সংস্পর্শে এলে জ্বলে উঠছে সেই গ্যাস । ঘটনাটি বাসন্তী থানার অন্তর্গত রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েতের ইটাভাটি গ্রামের ।

নতুন এই নলকূপ নিয়ে এখন মহা ফাঁপরে পড়েছেন গ্রামবাসীরা । তাঁরা বলছেন, "নলকূপ যখন ছিল না, তখন ছিল একরকম সমস্যা । আর এখন নলকূপ বসানোর পর দেখা দিয়েছে অন্যরকম সমস্যা । গ্যাসটি যথেষ্ট দাহ্য । আগুনের সংস্পর্শে এলেই দাউদাউ করে নীল শিখায় জ্বলে উঠছে ।" সকাল-বিকাল এখন তাই নলকূপের চারপাশে গ্রামবাসীদের ভিড় । পাশের গ্রাম থেকেও উৎসাহীরা এসে জড়ো হচ্ছে গ্যাসের নলকূপ দেখতে ।

দেখুন ভিডিয়ো

গ্রামবাসীরা বিষয়টি পঞ্চায়েতকে জানিয়েছেন । স্থানীয় বাসিন্দাদের একাংশ বলেন, "পঞ্চায়েতকে জানিয়েছি । কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কেউ এসে বিষয়টি দেখে যায়নি । আমরা আতঙ্কে রয়েছি । বড় কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে ?"

বাসন্তী, 14 অক্টোবর : এলাকায় পানীয় জলের সমস্যা ছিল । কোনও নলকূপ ছিল না । অনেক দূর থেকে জল আনতে হত । গ্রীষ্মে সমস্যা চরমে উঠত । তাই দীর্ঘদিন ধরে এলাকায় নলকূপ বসানোর দাবি করছিলেন বাসিন্দারা । অবশেষে সেই দাবি পূরণ হয়েছিল । পঞ্চায়েতের তরফে এলাকায় নলকূপ বসানোর সিদ্ধান্ত হয় । শেষ পর্যন্ত নলকূপ বসানো হল । গ্রামাবাসীরা ভাবলেন, অবশেষে তাঁদের ভাগ্যে শিকে ছিঁড়েছে । কিন্তু বিধি বাম । নলকূপ বসানো হলেও তা দিয়ে জলের বদলে উঠে এল গ্যাস । আর আগুনের সংস্পর্শে এলে জ্বলে উঠছে সেই গ্যাস । ঘটনাটি বাসন্তী থানার অন্তর্গত রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েতের ইটাভাটি গ্রামের ।

নতুন এই নলকূপ নিয়ে এখন মহা ফাঁপরে পড়েছেন গ্রামবাসীরা । তাঁরা বলছেন, "নলকূপ যখন ছিল না, তখন ছিল একরকম সমস্যা । আর এখন নলকূপ বসানোর পর দেখা দিয়েছে অন্যরকম সমস্যা । গ্যাসটি যথেষ্ট দাহ্য । আগুনের সংস্পর্শে এলেই দাউদাউ করে নীল শিখায় জ্বলে উঠছে ।" সকাল-বিকাল এখন তাই নলকূপের চারপাশে গ্রামবাসীদের ভিড় । পাশের গ্রাম থেকেও উৎসাহীরা এসে জড়ো হচ্ছে গ্যাসের নলকূপ দেখতে ।

দেখুন ভিডিয়ো

গ্রামবাসীরা বিষয়টি পঞ্চায়েতকে জানিয়েছেন । স্থানীয় বাসিন্দাদের একাংশ বলেন, "পঞ্চায়েতকে জানিয়েছি । কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কেউ এসে বিষয়টি দেখে যায়নি । আমরা আতঙ্কে রয়েছি । বড় কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে ?"

Intro:এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের জন্য টিউবওয়েলের দাবী ছিল গ্রামবাসীদের। গ্রামবাসীদের সেই দাবী মেনে সরকারী উদ্যোগে পঞ্চায়েতের তরফ থেকে সম্প্রতি একটি পানীয় জলের টিউবওয়েল বসানো হয়েছে বাসন্তী থানার অন্তর্গত রামচন্দ্রখালী গ্রাম পঞ্চায়েতের ইটাভাটি গ্রামে। কিন্তু সেই টিউবওয়েল থেকে পানীয় জলের বদলে একরকম গ্যাস নির্গত হচ্ছে। যা আগুনের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলছে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু কোনভাবেই এই সমস্যার সমাধান এখনো হয়নি বলেই তাদের দাবী। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন।Body:এর আগে এমন ঘটনা এলাকায় না ঘটে হতবাক সবাই। এই ঘটনা দেখার জন্য ও বহু মানুষ ভিড় জমিয়েছে এলাকায়। নলকূপের গোড়া দিয়ে ও গ্যাস বার হচ্ছে। সেখানে জল দিয়ে ও স্থানীয়রা গ্যাস বার হওয়া নিয়ে নিশ্চিত হয়। এর পাশাপাশি ওই নলকূপের গোড়ায় আগুন দিলে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। এই দেখেই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। Conclusion:প্রশাসনকে জানিও ও কোনো কাজ হয়নি। এখনো পর্যন্ত প্রশাসনের কেউ এলাকায় এসে দেখিনি বলে ও অভিযোগ।
Last Updated : Oct 14, 2019, 8:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.