কাকদ্বীপ, 27 জুলাই : দাদার বেধড়ক মারধরে মৃত্যু ভাইয়ের ৷ তবে এই খবরেও চড়েছে রাজনৈতিক রং ৷ কারণ এলাকায় দাদা তৃণমূল কর্মী বলেই পরিচিত ৷ আর ভাই বিজেপি কর্মী ৷ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ঘরছাড়া ছিলেন ভাই সমরেশ পাল ৷ ঘরে ফিরতেই বিপত্তি ৷ অভিযোগ, কয়েকজন সঙ্গী সাগরেদকে নিয়ে ভাইয়ের উপর চড়াও হন দাদা অনিমেষ পাল ৷
বিজেপির অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই ঘরছাড়া ছিলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের কোস্টাল থানা এলাকার মাঝেরগ্রামের সমরেশ ৷ গত ২০ জুলাই তিনি কাকদ্বীপের বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে আসেন । অভিযোগ, দাদা অনিমেশ পাল, প্রতিবেশী উত্তম সাউ, অনাদি গায়েনদের নিয়ে সমরেশের উপর চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করেন ৷ তাঁর মাথা ফাটিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখা হয় ৷ দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়েছিলেন তিনি।
আরও পড়ুন : Mamata in Delhi : মোদির সঙ্গে বৈঠকের আগে নয়াদিল্লিতে মমতা-কমল নাথ সাক্ষাৎ
সমরেশের এক দিদি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন । তিনিই তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে কলকাতার এক নার্সিংহোমে সমরেশকে ভর্তি করা হয় ।
রবিবার বিজেপি কর্মী সমরেশের মৃত্যু হয় । আজ ভোরে তাঁর দেহ গ্রামে নিয়ে আসা হয় । ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত দাদা অনিমেশ পালকে গ্রেফতার করেছে । ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জেরে ওই ঘটনা। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ।