ETV Bharat / state

এই প্রথম কুলতলি দখলে নিল তৃণমূল - তৃণমূল কংগ্রেস প্রার্থী গনেশ মন্ডল

এসইউসিআইয়ের শক্ত ঘাঁটিকে এই প্রথমবার নিজের দখলে নিল তৃণমূল ৷ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি বিধানসভায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ মন্ডল ৷

tmc
tmc
author img

By

Published : May 9, 2021, 12:15 PM IST

কুলতুলি , 9 মে : একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর নজর ছিল গোটা দেশের ৷ বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে শেষ হয় বিধানসভা নির্বাচন ৷ একইসঙ্গে বেশ কিছু রেকর্ড ভাঙে এই নির্বাচন ৷

দীর্ঘ 34 বছর ধরে এসইউসিআইয়ের দখলে থাকা কুলতলিকে এবার ছিনিয়ে নিল তৃণমূল ৷ যদিও 2016 সালে সেখানে সিপিআইএম জয়লাভ করেছিল ৷ এবার জোট গড়েও ব্যর্থ তারা ৷

2021-এর বিধানসভা নির্বাচনে কুলতলি কেন্দ্রে শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী গণেশ মন্ডল ৷ চতুর্মুখী লড়াইয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 51 হাজার ভোটে হারিয়ে জয়লাভ করেন গণেশ মণ্ডল ৷

এক গুচ্ছ পরিকল্পনা নিয়ে 'ময়দানে' নামতে চলেছেন গণেশ মণ্ডল

আরও পড়ুন : দেশে দৈনিক করোনা সংক্রমণ ফের 4 লাখের উপরে, মৃত আরও 4092

কুলতলিতে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় আশাবাদী ছিলেন প্রত্যেকেই ৷ তবে 2 মে শেষ হাসি হাসলেন তৃণমূল কংগ্রেসের গণেশ মন্ডল ৷

কুলতুলি , 9 মে : একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর নজর ছিল গোটা দেশের ৷ বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে শেষ হয় বিধানসভা নির্বাচন ৷ একইসঙ্গে বেশ কিছু রেকর্ড ভাঙে এই নির্বাচন ৷

দীর্ঘ 34 বছর ধরে এসইউসিআইয়ের দখলে থাকা কুলতলিকে এবার ছিনিয়ে নিল তৃণমূল ৷ যদিও 2016 সালে সেখানে সিপিআইএম জয়লাভ করেছিল ৷ এবার জোট গড়েও ব্যর্থ তারা ৷

2021-এর বিধানসভা নির্বাচনে কুলতলি কেন্দ্রে শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী গণেশ মন্ডল ৷ চতুর্মুখী লড়াইয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 51 হাজার ভোটে হারিয়ে জয়লাভ করেন গণেশ মণ্ডল ৷

এক গুচ্ছ পরিকল্পনা নিয়ে 'ময়দানে' নামতে চলেছেন গণেশ মণ্ডল

আরও পড়ুন : দেশে দৈনিক করোনা সংক্রমণ ফের 4 লাখের উপরে, মৃত আরও 4092

কুলতলিতে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় আশাবাদী ছিলেন প্রত্যেকেই ৷ তবে 2 মে শেষ হাসি হাসলেন তৃণমূল কংগ্রেসের গণেশ মন্ডল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.