ক্যানিং, 12 অগাস্ট : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ক্যানিং। ব্যাপক বোমাবাজি ও গুলি চলে । ঘটনায় উভয়পক্ষের 10 জন জখম হয় । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । দলের যুব সংগঠনের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ হয় বলে প্রশাসন সূত্রে খবর ।
মঙ্গলবার সকাল থেকে ক্যানিংয়ের গোলাবাড়িতে দুই গোষ্ঠীর অনুগামীরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে । মূলত এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে । একে অপরের দিকে বোমা ছোড়ার পাশাপাশি গুলিও চালায় বলে অভিযোগ । এই ঘটনায় দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর । খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । স্থানীয় গোলাবাড়ি অঞ্চলের যুব সভাপতি ইন্দ্রজিৎ সর্দারের দাবি খতিবদের অনুগামীরা যুব তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় । মূলত এলাকা দখলের জন্যই হামলা চালায় বলে অভিযোগ করেন ইন্দ্রজিৎ বাবু ।
অভিযোগ অস্বীকার করে পাল্টা ইন্দ্রজিতের উপর দোষ চাপায় খতিব সরদার । খতিব বাবুর দাবি ইন্দ্রজিৎ যুব সংগঠনের নাম করে এলাকায় BJP-র হাত শক্ত করছে । মূলত সেই কারণেই ওরা এলাকা দখলের চেষ্টা করে । তখন মূল তৃণমূল কর্মীরা প্রতিরোধ করে ৷ ব্যাপক বোমাবাজি ও গুলি চলে বলে দাবি করেন তিনি । এর পাশাপাশি তাঁদের কয়েকজন অনুগামী জখম হয়েছে বলেও জানান । তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।