ETV Bharat / state

Panchayat Election 2023: নৌকা করে মনোনয়নপত্র জমা তৃণমূল প্রার্থীদের - Trinamool candidates submitted nomination papers

বাইক বা গাড়িতে নয়, একেবারে নৌকায় চেপে মনোনয়নপত্র জমা দিতে গেলেন তৃণমূল কংগ্রেসের 3 প্রার্থী ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ৷

nomination papers submit
অভিনব কায়দায় মনোনয়নপত্র জমা
author img

By

Published : Jun 12, 2023, 1:50 PM IST

নৌকা করে মনোনয়নপত্র জমা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের

গঙ্গাসাগর, 12 জুন: সোমবার অভিনব কায়দায় মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের প্রার্থীরা । কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে নৌকায় করে কাকদ্বীপ এসডিও অফিসে এসে মনোনয়নপত্র জমা দিলেন তাঁরা ৷ দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের তৃণমূলের মনোনীত প্রার্থী দিপালী ধারা বেড়া, অনিতা মাইতি ও সন্দীপকুমার পাত্র এ দিন নৌকা করে গিয়ে মনোনয়ন জমা দেন । অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ের উদ্দেশ্যে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজের দলীয় কার্যালয়ে পুজোর আয়োজন করেন ।

ঢাকে কাঁঠি পড়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের ৷ 8 জুলাই দ্বিস্তরীয় ও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্যে ৷ আর এই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক ভোট ময়দানে নেমে পড়েছে শাসক থেকে বিরোধীদলের প্রার্থীরা ৷ বৃহস্পতিবার ভোট ঘোষণা হওয়ার পর শুক্রবার থেকেই সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করেছে । মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনরকম অশান্তির ঘটনা না ঘটে সেই জন্য দক্ষিণ 24 পরগনা জেলার বিডিও অফিসগুলিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে । কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ । অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর রাজ্য পুলিশ । কারণ এবার রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন: মনোনয়ন জমা দেওয়া নিয়ে উত্তেজনা ভাঙড় 2 ব্লকে, মারধর সরকারী কর্মীকে

তবে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা সামনে এসেছে । দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আইএসএফ কর্মীর মনোনয়ন পত্র জমা নেওয়ায় সরকারি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ৷ অভিযোগের আঙুল শাসকদল তৃণমূলের দিকে ৷ এর আগে মুর্শিদাবাদে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল, বাম ও কংগ্রেসের মধ্যে গোল বাধে ৷ ডোমকলে মনোনয়ন কেন্দ্রের বাইরে এক তৃণমূল নেতার কোমর থেকে পিস্তল উদ্ধার করে পুলিশ ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ নির্বাচন ঘোষণার পর থেকেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠছে বিভিন্ন এলাকা ৷ আর অধিকাংশ ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ এনেছে সিপিআইএম ও কংগ্রেস থেকে আইএসএফ ৷

নৌকা করে মনোনয়নপত্র জমা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের

গঙ্গাসাগর, 12 জুন: সোমবার অভিনব কায়দায় মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের প্রার্থীরা । কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে নৌকায় করে কাকদ্বীপ এসডিও অফিসে এসে মনোনয়নপত্র জমা দিলেন তাঁরা ৷ দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের তৃণমূলের মনোনীত প্রার্থী দিপালী ধারা বেড়া, অনিতা মাইতি ও সন্দীপকুমার পাত্র এ দিন নৌকা করে গিয়ে মনোনয়ন জমা দেন । অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ের উদ্দেশ্যে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজের দলীয় কার্যালয়ে পুজোর আয়োজন করেন ।

ঢাকে কাঁঠি পড়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের ৷ 8 জুলাই দ্বিস্তরীয় ও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্যে ৷ আর এই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক ভোট ময়দানে নেমে পড়েছে শাসক থেকে বিরোধীদলের প্রার্থীরা ৷ বৃহস্পতিবার ভোট ঘোষণা হওয়ার পর শুক্রবার থেকেই সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করেছে । মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনরকম অশান্তির ঘটনা না ঘটে সেই জন্য দক্ষিণ 24 পরগনা জেলার বিডিও অফিসগুলিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে । কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ । অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর রাজ্য পুলিশ । কারণ এবার রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন: মনোনয়ন জমা দেওয়া নিয়ে উত্তেজনা ভাঙড় 2 ব্লকে, মারধর সরকারী কর্মীকে

তবে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা সামনে এসেছে । দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আইএসএফ কর্মীর মনোনয়ন পত্র জমা নেওয়ায় সরকারি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ৷ অভিযোগের আঙুল শাসকদল তৃণমূলের দিকে ৷ এর আগে মুর্শিদাবাদে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল, বাম ও কংগ্রেসের মধ্যে গোল বাধে ৷ ডোমকলে মনোনয়ন কেন্দ্রের বাইরে এক তৃণমূল নেতার কোমর থেকে পিস্তল উদ্ধার করে পুলিশ ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ নির্বাচন ঘোষণার পর থেকেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠছে বিভিন্ন এলাকা ৷ আর অধিকাংশ ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ এনেছে সিপিআইএম ও কংগ্রেস থেকে আইএসএফ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.