ETV Bharat / state

Sagar Trawler Accident : ফের ডুবে গেল পণ্য বোঝাই ট্রলার, পুলিশি তৎপরতায় উদ্ধার 4 জন - trawler loaded with goods sank in Sagar four people were rescued by police

গঙ্গাসাগর উপকূল থানার বেনুবনের কাছে উত্তাল ঢেউয়ে ডুবে গেল পণ্যবাহী ট্রলার (Sagar Trawler Accident) ৷ পুলিশের তৎপরতায় উদ্ধার মাঝি-সহ চারজন ৷

Sagar News
ডুবে গেল পণ্য বোঝাই ট্রলার
author img

By

Published : Apr 27, 2022, 11:03 AM IST

সাগর, 27 এপ্রিল : আবারও উত্তাল নদীর ঢেউয়ের ডুবে গেল পণ্যবাহী ট্রলার (Sagar Trawler Accident) । ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর উপকূল থানার বেনুবনের কাছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে একটি বালিবোঝাই ট্রলার সাগরে আসছিল । সেই সময় হঠাৎ মুড়িগঙ্গা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটির নিচে ফুটো হয়ে জল ঢুকতে থাকে । সেই সময় ট্রলারে থাকা মাঝি-সহ চারজন সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেন ৷

আরও পড়ুন : মৎস্যজীবী ও আদিবাসীদের জীবিকা নির্বাহে সুন্দরবনে ‘মডেল কর্মক্ষেত্র’

চিৎকার শুনে স্থানীয় মৎস্যজীবীরা খবর দেন গঙ্গাসাগর উপকূল থানায় । এরপর গঙ্গাসাগর উপকূল থানার উদ্যোগে শুরু হয় উদ্ধারকাজ । নিরাপদে উদ্ধার করা হয় মাঝি-সহ চারজনকে । কিন্তু ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি । ট্রলারটিতে প্রচুর পরিমাণ পণ্য বোঝাই থাকার কারণে মুড়িগঙ্গা নদীতে কয়েক মুহূর্তের মধ্যে ডুবে যায় ।

সাগরে ডুবল পণ্যবোঝাই ট্রলার

উদ্ধার হওয়া ট্রলারের শ্রমিকরা বলেন, "মেদিনীপুর থেকে বালি ও ইট নিয়ে সাগরে আসছিলাম । হঠাৎ উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটির নিচে ভেঙে গিয়ে জল ঢুকতে থাকে । আমরা প্রাণ বাঁচানোর তাগিদে চিৎকার শুরু করে দিয়েছিলাম । আমাদের চিৎকার শুনে আশপাশের কয়েকটি মৎস্যজীবী ট্রলার এগিয়ে আসে । তারাই পুলিশকে খবর দেয় । ঘটনাস্থলে পুলিশ এসে আমাদের চারজনকে নিরাপদে উদ্ধার করে । আমরা ভাবতে পারিনি যে আমরা উদ্ধার হব । সুন্দরবন পুলিশ জেলা পুলিশকে আমাদের প্রাণ বাঁচানোর জন্য অশেষ ধন্যবাদ ।"

সাগর, 27 এপ্রিল : আবারও উত্তাল নদীর ঢেউয়ের ডুবে গেল পণ্যবাহী ট্রলার (Sagar Trawler Accident) । ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর উপকূল থানার বেনুবনের কাছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে একটি বালিবোঝাই ট্রলার সাগরে আসছিল । সেই সময় হঠাৎ মুড়িগঙ্গা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটির নিচে ফুটো হয়ে জল ঢুকতে থাকে । সেই সময় ট্রলারে থাকা মাঝি-সহ চারজন সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেন ৷

আরও পড়ুন : মৎস্যজীবী ও আদিবাসীদের জীবিকা নির্বাহে সুন্দরবনে ‘মডেল কর্মক্ষেত্র’

চিৎকার শুনে স্থানীয় মৎস্যজীবীরা খবর দেন গঙ্গাসাগর উপকূল থানায় । এরপর গঙ্গাসাগর উপকূল থানার উদ্যোগে শুরু হয় উদ্ধারকাজ । নিরাপদে উদ্ধার করা হয় মাঝি-সহ চারজনকে । কিন্তু ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি । ট্রলারটিতে প্রচুর পরিমাণ পণ্য বোঝাই থাকার কারণে মুড়িগঙ্গা নদীতে কয়েক মুহূর্তের মধ্যে ডুবে যায় ।

সাগরে ডুবল পণ্যবোঝাই ট্রলার

উদ্ধার হওয়া ট্রলারের শ্রমিকরা বলেন, "মেদিনীপুর থেকে বালি ও ইট নিয়ে সাগরে আসছিলাম । হঠাৎ উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটির নিচে ভেঙে গিয়ে জল ঢুকতে থাকে । আমরা প্রাণ বাঁচানোর তাগিদে চিৎকার শুরু করে দিয়েছিলাম । আমাদের চিৎকার শুনে আশপাশের কয়েকটি মৎস্যজীবী ট্রলার এগিয়ে আসে । তারাই পুলিশকে খবর দেয় । ঘটনাস্থলে পুলিশ এসে আমাদের চারজনকে নিরাপদে উদ্ধার করে । আমরা ভাবতে পারিনি যে আমরা উদ্ধার হব । সুন্দরবন পুলিশ জেলা পুলিশকে আমাদের প্রাণ বাঁচানোর জন্য অশেষ ধন্যবাদ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.