ETV Bharat / state

Toy Gun Shots in Child Nose : খেলতে খেলতে আচমকা শিশুর নাকে বন্দুকের গুলি - child case

3 বছরের শিশুর নাকে ঢুকল খেলনা বন্দুকের গুলি (Toy shots in child nose) ৷ ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার আমড়াবেড়িয়া গ্রামে ৷ নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল শিশুটির ৷ ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসা হয় তার ৷ বর্তমানে শিশুটি সুস্থ ৷

Canning child case
Canning
author img

By

Published : Mar 21, 2022, 5:40 PM IST

বারুইপুর, 21 মার্চ : বাড়ির সামনের উঠোনে খেলতে খেলতে হঠাতই নাকের ভিতর ঢুকে গেল বন্দুকের গুলি ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার আমড়াবেড়িয়া গ্রামে ৷

শিশুটির বয়স 3 বছর ৷ খেলনা বন্দুক নিয়ে খেলছিল সে । পাশের ঘরে গৃহস্থের কাজ করছিলেন তার মা ৷ আচমকাই শিশুটির গোঙানির শব্দ শুনতে পান মা । বুঝতে পারছিলেন গলার স্বর তার বাচ্চারই । কিন্তু সে শব্দ কান্নার মত নয় ৷ কাছে যেতেও মা ঘুণাক্ষরেও বোঝেননি শিশুটির নাকে কিছু ঢুকেছে । কিছুক্ষণ পরে বাচ্চাটি নাকে হাত দিতেই চক্ষু চড়কগাছ মায়ের । দেখতে পান বাচ্চার নাকের ভিতর আটকে রয়েছে একটি গুলি (Toy Gun Shots in Child Nose) ।

বারুইপুরের বেতবেড়িয়ার বাসিন্দা হোসেন লস্কর পেশায় দিনমজুর । তিনি ক্যানিংয়ের মাতলার আমড়াবেড়িয়া দাসপাড়ার মঞ্জিলাকে বিয়ে করেছিলেন । দম্পতির 3 বছরের এক পুত্র সন্তান রয়েছে । চারদিন আগে ক্যানিংয়ের মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল সে ।

আরও পড়ুন : Son Killed Mother: ইটাহারে মাকে পিটিয়ে মারার অভিযোগ মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলছিল শিশুটি । একে-তাকে টার্গেট করে প্লাস্টিকের গুলিও ছুড়ছিল । এপাশ-ওপাশ ট্রিগার চেপে ছুড়তে ছুড়তে খেলনা পিস্তলের গুলি কোনওভাবে শিশুটির নাকের ভিতর ঢুকে যায় । তারপরই নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল শিশুটির । ধীরে ধীরে নেতিয়ে পড়ে শিশুটি ।

শিশুটিকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে ৷ শেষমেশ চিকিৎসকরা গুলিটি বের করে প্রাণে বাচাঁন শিশুটিকে । চিকিৎসক বলেন, "ঠিক সময়ে নিয়ে এসেছিল বলে শিশুটি এখন ঠিক আছে । এই ধরনের বিপদ গ্রামের দিকের বাচ্চাদের সঙ্গে হয়ে থাকে । অভিভাবকদের খেলনা নির্বাচনের ক্ষেত্রেও সচেতন হতে হবে ।"

আরও পড়ুন : Mitali Express: দুরত্ব কমছে দুই বাংলার, এনজেপি-ঢাকা রুটে চালু হচ্ছে মিতালি এক্সপ্রেস

শিশুটির মা বলেন, "এমনটাও সম্ভব হবে ভাবতে পারিনি । কোলেই ছেলেটা আমার নেতিয়ে পড়েছিল । বড় বিপদ ঘটে যেতে পারত । আর কোনওদিনও এই ধরনের খেলনা দেব না ছেলের হাতে ।"

বারুইপুর, 21 মার্চ : বাড়ির সামনের উঠোনে খেলতে খেলতে হঠাতই নাকের ভিতর ঢুকে গেল বন্দুকের গুলি ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার আমড়াবেড়িয়া গ্রামে ৷

শিশুটির বয়স 3 বছর ৷ খেলনা বন্দুক নিয়ে খেলছিল সে । পাশের ঘরে গৃহস্থের কাজ করছিলেন তার মা ৷ আচমকাই শিশুটির গোঙানির শব্দ শুনতে পান মা । বুঝতে পারছিলেন গলার স্বর তার বাচ্চারই । কিন্তু সে শব্দ কান্নার মত নয় ৷ কাছে যেতেও মা ঘুণাক্ষরেও বোঝেননি শিশুটির নাকে কিছু ঢুকেছে । কিছুক্ষণ পরে বাচ্চাটি নাকে হাত দিতেই চক্ষু চড়কগাছ মায়ের । দেখতে পান বাচ্চার নাকের ভিতর আটকে রয়েছে একটি গুলি (Toy Gun Shots in Child Nose) ।

বারুইপুরের বেতবেড়িয়ার বাসিন্দা হোসেন লস্কর পেশায় দিনমজুর । তিনি ক্যানিংয়ের মাতলার আমড়াবেড়িয়া দাসপাড়ার মঞ্জিলাকে বিয়ে করেছিলেন । দম্পতির 3 বছরের এক পুত্র সন্তান রয়েছে । চারদিন আগে ক্যানিংয়ের মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল সে ।

আরও পড়ুন : Son Killed Mother: ইটাহারে মাকে পিটিয়ে মারার অভিযোগ মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলছিল শিশুটি । একে-তাকে টার্গেট করে প্লাস্টিকের গুলিও ছুড়ছিল । এপাশ-ওপাশ ট্রিগার চেপে ছুড়তে ছুড়তে খেলনা পিস্তলের গুলি কোনওভাবে শিশুটির নাকের ভিতর ঢুকে যায় । তারপরই নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল শিশুটির । ধীরে ধীরে নেতিয়ে পড়ে শিশুটি ।

শিশুটিকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে ৷ শেষমেশ চিকিৎসকরা গুলিটি বের করে প্রাণে বাচাঁন শিশুটিকে । চিকিৎসক বলেন, "ঠিক সময়ে নিয়ে এসেছিল বলে শিশুটি এখন ঠিক আছে । এই ধরনের বিপদ গ্রামের দিকের বাচ্চাদের সঙ্গে হয়ে থাকে । অভিভাবকদের খেলনা নির্বাচনের ক্ষেত্রেও সচেতন হতে হবে ।"

আরও পড়ুন : Mitali Express: দুরত্ব কমছে দুই বাংলার, এনজেপি-ঢাকা রুটে চালু হচ্ছে মিতালি এক্সপ্রেস

শিশুটির মা বলেন, "এমনটাও সম্ভব হবে ভাবতে পারিনি । কোলেই ছেলেটা আমার নেতিয়ে পড়েছিল । বড় বিপদ ঘটে যেতে পারত । আর কোনওদিনও এই ধরনের খেলনা দেব না ছেলের হাতে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.