ETV Bharat / state

Abhishek Slams Hiran: ছবি বিতর্কে হিরণকে আইনি লড়াইয়ের পরামর্শ অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

দলবদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ৷ তিনি তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন শনিবার ৷ তার পরই হিরণকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Slams Hiran) ৷

Abhishek Slams Hiran
Abhishek Slams Hiran
author img

By

Published : Jan 28, 2023, 7:31 PM IST

Updated : Jan 28, 2023, 8:05 PM IST

ছবি বিতর্কে হিরণকে আইনি লড়াইয়ের পরামর্শ অভিষেকের

ডায়মন্ড হারবার (দক্ষিণ 24 পরগনা), 28 জানুয়ারি: দলবদলের জল্পনা উড়িয়ে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) শনিবার তুলোধনা করেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (BJP MLA Hiran Chatterjee) । দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) নোদাখালিতে পর্যালোচনা বৈঠক শেষে নিজের ভঙ্গিতে হিরণকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । হিরণকে আইনি পথে লড়াইয়ের পরামর্শ দিলেন তিনি ।

তিনি বলেন, “আমি যদি হিরণের জায়গায় হতাম আর কেউ যদি আমার ছবি বিকৃত করত, সেক্ষেত্রে আমি দু’টো কাজ করতাম । প্রথমত, মানহানির মামলা ৷ দ্বিতীয়ত, ক্রিমিনাল কেস করতাম । আমি হিরণকে বলব, কেস করুন । ওনার উচিত মামলা করা । তাহলেই দেখে নেওয়া যাবে, উনি কোথায় ছিলেন ।’’

অভিষেক আরও বলেন, ‘‘আমার কাছে অনেক কিছুর প্রমাণই রয়েছে । প্রকাশ্যে আনলে সবটাই স্পষ্ট হয়ে যাবে । কিন্তু আমি সেটা করব না ।” অর্থাৎ ইঙ্গিতে প্রশ্ন তুলে দিয়েছেন হিরণের দাবির সত্যতা নিয়ে । মিঠুনকে নিয়ে হিরণের দুশ্চিন্তা প্রকাশ নিয়ে অভিষেক জানান, মিঠুন তো ওঁদের নেতা । আগে মিঠুনকে বোঝান হিরণ । তারপর দেবকে বলা যাবে ।

প্রসঙ্গত, সম্প্রতি রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় যে খড়গপুর সদরের বিধায়ক হিরণ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান ৷ তিনি এই নিয়ে কথাও শুরু করেছেন ঘাসফুল শিবিরের সঙ্গে ৷ তার পর শোনা যায় যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন হিরণ ৷ পরে এই নিয়ে একটি ছবিও ভাইরাল হয় ৷ সেই ছবির ব্যাকগ্রাউন্ডে তৃণমূলের লোগো ছিল ৷ আর হিরণের পাশে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা অজিত মাইতিকে দেখা যায় ৷ সঙ্গে দুই দুইয়ে চার করে নেয় রাজনৈতিক মহল ৷

পরে অবশ্য গেরুয়া শিবির থেকে ওই ছবিটি ভুয়ো বলে দাবি করা হয় ৷ বদলে একই ধরনের অন্য একটি ছবি পোস্ট করা হয় গেরুয়া শিবির থেকে ৷ যে ছবির ব্যাকগ্রাউন্ডে একটি চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িত সংস্থার লোগো দেখা যায় ৷ কিন্তু এই নিয়ে এতদিন পর্যন্ত হিরণের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ অবশেষে শনিবার মুখ খোলেন তিনি ৷ ওই ছবিকে ভুয়ো বলে দাবি করেন ৷ তৃণমূলে যোগের জল্পনা উড়িয়ে জানিয়ে দেন যে তিনি বিজেপিতেই (BJP) আছেন ৷ পাশাপাশি দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধেও সরব হন তিনি ৷ এবার হিরণকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ এখন দেখার বিজেপি বিধায়ক হিরণ এর কী জবাব দেয় !

আরও পড়ুন: তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিলেন বিজেপি বিধায়ক হিরণ

ছবি বিতর্কে হিরণকে আইনি লড়াইয়ের পরামর্শ অভিষেকের

ডায়মন্ড হারবার (দক্ষিণ 24 পরগনা), 28 জানুয়ারি: দলবদলের জল্পনা উড়িয়ে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) শনিবার তুলোধনা করেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (BJP MLA Hiran Chatterjee) । দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) নোদাখালিতে পর্যালোচনা বৈঠক শেষে নিজের ভঙ্গিতে হিরণকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । হিরণকে আইনি পথে লড়াইয়ের পরামর্শ দিলেন তিনি ।

তিনি বলেন, “আমি যদি হিরণের জায়গায় হতাম আর কেউ যদি আমার ছবি বিকৃত করত, সেক্ষেত্রে আমি দু’টো কাজ করতাম । প্রথমত, মানহানির মামলা ৷ দ্বিতীয়ত, ক্রিমিনাল কেস করতাম । আমি হিরণকে বলব, কেস করুন । ওনার উচিত মামলা করা । তাহলেই দেখে নেওয়া যাবে, উনি কোথায় ছিলেন ।’’

অভিষেক আরও বলেন, ‘‘আমার কাছে অনেক কিছুর প্রমাণই রয়েছে । প্রকাশ্যে আনলে সবটাই স্পষ্ট হয়ে যাবে । কিন্তু আমি সেটা করব না ।” অর্থাৎ ইঙ্গিতে প্রশ্ন তুলে দিয়েছেন হিরণের দাবির সত্যতা নিয়ে । মিঠুনকে নিয়ে হিরণের দুশ্চিন্তা প্রকাশ নিয়ে অভিষেক জানান, মিঠুন তো ওঁদের নেতা । আগে মিঠুনকে বোঝান হিরণ । তারপর দেবকে বলা যাবে ।

প্রসঙ্গত, সম্প্রতি রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় যে খড়গপুর সদরের বিধায়ক হিরণ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান ৷ তিনি এই নিয়ে কথাও শুরু করেছেন ঘাসফুল শিবিরের সঙ্গে ৷ তার পর শোনা যায় যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন হিরণ ৷ পরে এই নিয়ে একটি ছবিও ভাইরাল হয় ৷ সেই ছবির ব্যাকগ্রাউন্ডে তৃণমূলের লোগো ছিল ৷ আর হিরণের পাশে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা অজিত মাইতিকে দেখা যায় ৷ সঙ্গে দুই দুইয়ে চার করে নেয় রাজনৈতিক মহল ৷

পরে অবশ্য গেরুয়া শিবির থেকে ওই ছবিটি ভুয়ো বলে দাবি করা হয় ৷ বদলে একই ধরনের অন্য একটি ছবি পোস্ট করা হয় গেরুয়া শিবির থেকে ৷ যে ছবির ব্যাকগ্রাউন্ডে একটি চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িত সংস্থার লোগো দেখা যায় ৷ কিন্তু এই নিয়ে এতদিন পর্যন্ত হিরণের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ অবশেষে শনিবার মুখ খোলেন তিনি ৷ ওই ছবিকে ভুয়ো বলে দাবি করেন ৷ তৃণমূলে যোগের জল্পনা উড়িয়ে জানিয়ে দেন যে তিনি বিজেপিতেই (BJP) আছেন ৷ পাশাপাশি দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধেও সরব হন তিনি ৷ এবার হিরণকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ এখন দেখার বিজেপি বিধায়ক হিরণ এর কী জবাব দেয় !

আরও পড়ুন: তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিলেন বিজেপি বিধায়ক হিরণ

Last Updated : Jan 28, 2023, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.