সোনারপুর, 25 মে : চারিদিকে যখন দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি চলছে, তখন রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনার সোনারপুরে ৷ সেখানকার প্রতাপনগরে তৃণমূল কর্মীদের বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটল রাতের অন্ধকারে ৷ মোট তিনটি বাড়িতে কেরোসিন ঢেলে আগুন লাগানো হয় বলে অভিযোগ ৷
মধ্যরাতে ঘটে এই ঘটনা ৷ স্থানীয় বাসিন্দারাই দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান ৷ তাঁদের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রনে আসে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ৷
আরও পড়ুন : তৃতীয় দফায় করোনার টিকাকরণে প্রস্তুত তেলেঙ্গানা
এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে ৷ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ বিজেপির জেলা সভাপতি সুনীপ দাসের বক্তব্য এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে ৷ এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলে দাবি তাঁর ৷