ETV Bharat / state

সোনারপুরে জলমগ্ন রাস্তায় নেমে মানুষের পাশে বিধায়ক লাভলী - বৃষ্টিতে লাভলী মৈত্র

সোনারপুরে রাস্তার জল ঠেলে (Bengal Rain) বিভিন্ন জলমগ্ন ওয়ার্ডগুলি ঘুরে দেখলেন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র (Lovely Maitra) ৷ স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শুনলেন তিনি ৷

tmc-mla-lovely-maitra-visits-various-submerged-wards-of-sonarpur
সোনারপুরে জলমগ্ন রাস্তায় নেমে মানুষের পাশে বিধায়ক লাভলী
author img

By

Published : Jun 18, 2021, 5:11 PM IST

সোনারপুর, 18 জুন : নাগাড়ে বৃষ্টিতে (Bengal Rain) জলের তলায় দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল ৷ জল ঢুকে পড়েছে বেশ কয়েকটি বাড়িতেও ৷ প্রবল সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ এই দুর্দিনে তাঁদের পাশে গিয়ে দাঁড়ালেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র (Lovely Maitra) ৷

নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণ 24 পরগনাজুড়ে এখন চারিদিকে জলছবি । সেখানকার বিস্তীর্ণ অঞ্চল এখন জলমগ্ন হয়ে রয়েছে । তিন দিনের বৃষ্টির জেরে জল জমেছে সোনারপুরের বিভিন্ন এলাকায় । সোনারপুর রাজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এখনও জলমগ্ন । জল যন্ত্রণায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ । জলবন্দি হয়ে চরম হয়রানির শিকার তাঁরা । নিজে জলে নেমে সেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক লাভলী মৈত্র । প্রায় হাঁটু জলে নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন তিনি ।

আরও পড়ুন: জল থইথই কলকাতা, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

এলাকার বাসিন্দারা বিধায়ককে হাতের কাছে পেয়ে জল নিকাশি ব্যবস্থা উন্নত করার দাবি জানান । অনেক জায়গাতেই নিকাশি ব্যবস্থা নেই বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ । এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন বিধায়ক লাভলি মৈত্র ।

আরও পড়ুন: সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার

আপাতত বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে । রাজপুর সোনারপুর পুরসভার 15 ও 17 নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন বিধায়ক । এই এলাকার নিকাশি ব্যবস্থার পরিকাঠামো উন্নত করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন তিনি ।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে উপচে পড়ল গাঁড়ুই নদীর জল, ভাসছে আসানসোল

বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের নানা কাজে এগিয়ে আসতে দেখা গিয়েছে লাভলি মৈত্রকে ৷ করোনার সংকটের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আম জনতার দিকে ৷ এ বার বৃষ্টিতে নাকাল মানুষও পাশে পেলেন নির্বাচিত সেলিব্রিটি বিধায়ককে ৷ লাভলি জলে নেমে মানুষের দুঃখ দুর্দশার কথা শোনায় খুশি এলাকার মানুষজন ৷

জল পেরিয়ে মানুষের পাশে বিধায়ক

আলিপুর আবহাওয়া দফতর থেকে আজ ও আগামিকালও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় । গতরাতেও শহরের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় । সকালের দিকে বৃষ্টির রেশ কিছুটা কমলেও, একাধিক এলাকা এখনও জল জমে রয়েছে । বেহালা, খিদিরপুর, মোমিনপুর রোড, বাবুবাজার, ঢাকুরিয়া সহ বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে বুধবার রাত থেকে ।

সোনারপুর, 18 জুন : নাগাড়ে বৃষ্টিতে (Bengal Rain) জলের তলায় দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল ৷ জল ঢুকে পড়েছে বেশ কয়েকটি বাড়িতেও ৷ প্রবল সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ এই দুর্দিনে তাঁদের পাশে গিয়ে দাঁড়ালেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র (Lovely Maitra) ৷

নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণ 24 পরগনাজুড়ে এখন চারিদিকে জলছবি । সেখানকার বিস্তীর্ণ অঞ্চল এখন জলমগ্ন হয়ে রয়েছে । তিন দিনের বৃষ্টির জেরে জল জমেছে সোনারপুরের বিভিন্ন এলাকায় । সোনারপুর রাজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এখনও জলমগ্ন । জল যন্ত্রণায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ । জলবন্দি হয়ে চরম হয়রানির শিকার তাঁরা । নিজে জলে নেমে সেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক লাভলী মৈত্র । প্রায় হাঁটু জলে নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন তিনি ।

আরও পড়ুন: জল থইথই কলকাতা, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

এলাকার বাসিন্দারা বিধায়ককে হাতের কাছে পেয়ে জল নিকাশি ব্যবস্থা উন্নত করার দাবি জানান । অনেক জায়গাতেই নিকাশি ব্যবস্থা নেই বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ । এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন বিধায়ক লাভলি মৈত্র ।

আরও পড়ুন: সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার

আপাতত বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে । রাজপুর সোনারপুর পুরসভার 15 ও 17 নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন বিধায়ক । এই এলাকার নিকাশি ব্যবস্থার পরিকাঠামো উন্নত করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন তিনি ।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে উপচে পড়ল গাঁড়ুই নদীর জল, ভাসছে আসানসোল

বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের নানা কাজে এগিয়ে আসতে দেখা গিয়েছে লাভলি মৈত্রকে ৷ করোনার সংকটের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আম জনতার দিকে ৷ এ বার বৃষ্টিতে নাকাল মানুষও পাশে পেলেন নির্বাচিত সেলিব্রিটি বিধায়ককে ৷ লাভলি জলে নেমে মানুষের দুঃখ দুর্দশার কথা শোনায় খুশি এলাকার মানুষজন ৷

জল পেরিয়ে মানুষের পাশে বিধায়ক

আলিপুর আবহাওয়া দফতর থেকে আজ ও আগামিকালও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় । গতরাতেও শহরের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় । সকালের দিকে বৃষ্টির রেশ কিছুটা কমলেও, একাধিক এলাকা এখনও জল জমে রয়েছে । বেহালা, খিদিরপুর, মোমিনপুর রোড, বাবুবাজার, ঢাকুরিয়া সহ বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে বুধবার রাত থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.