ETV Bharat / state

"কোনও বুথে যেন বিরোধী এজেন্ট বসতে না পারে" - vote

লুকিয়ে BJP-কে ভোট দেবে আর বলবে রূপশ্রীতে সই করে দাও ওসব চলবে না। কর্মিসভায় বললেন তৃণমূল নেতা মোদ্দাসের হোসেন ।

মোদ্দাসের হোসেন
author img

By

Published : Apr 19, 2019, 1:04 PM IST

Updated : Apr 19, 2019, 1:35 PM IST

ভাঙড়, 19 এপ্রিল : "পোস্টার, দেওয়াল লেখা তো দূরের কথা, বিরোধীরা কোনও বুথে যেন এজেন্ট বসাতে না পারে ।" কর্মিসভায় হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের ভোগালি 2 পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা মোদ্দাসের হোসেন । তিনি বলেন, "কেউ বলতে পারবে না কোনও কাজের জন্য পঞ্চায়েত থেকে ফিরে এসেছে । লুকিয়ে লুকিয়ে BJP-কে ভোট দেবে, আর বলবে রূপশ্রীতে সই করে দাও । কন্যাশ্রীতে সই করে দাও । তোমায় কি আমি আদর করব ? ওই সব আদরের আর সময় নেই ।"

আজ ভাঙড় 2 পঞ্চায়েত এলাকায় মিমি চক্রবর্তীর সমর্থনে কর্মিসভার আয়োজন করা হয়েছিল । উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম, পঞ্চায়েত প্রধান মোদ্দাসের হোসেন । মোদ্দাসের বলেন, "গতকাল উত্তর বানিয়ালায় মিটিং করেছি। CPI(M) থেকে তৃণমূলে আসা কর্মীরা কথা দিয়েছেন যেভাবে বামেদের আমলে জ়িরো ব্যালেন্স করে জিতিয়ে দিত, এবারও তাই করবে । আপনাদেরও তাই করতে হবে ।"

শুনুন মোদ্দাসের হোসেনের বক্তব্য

তিনি আরও বলেন, "এবার লোকসভা ভোট । এই ভোটের গুরুত্ব অনেক বেশি । একটা ভোট যদি এদিক-ওদিক পড়ে, তাহলে কিন্তু, ক্ষতি হবে । আমরা কৃষকদের টাকা দিচ্ছি, পড়াশোনা, রাস্তাঘাটের টাকা দিচ্ছি । বিধবাদের সার্টিফিকেট দিচ্ছি । তাই কর্মীদের নির্দেশ দিচ্ছি যেভাবে বলব করতে হবে । এবার নয় নেভার ।"

প্রসঙ্গত, কয়েকদিন আগেই "চেক দিচ্ছি আমরা, ভোট দেবে মিমিকে" । এই মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন মোদ্দাসের হোসেন ।

ভাঙড়, 19 এপ্রিল : "পোস্টার, দেওয়াল লেখা তো দূরের কথা, বিরোধীরা কোনও বুথে যেন এজেন্ট বসাতে না পারে ।" কর্মিসভায় হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের ভোগালি 2 পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা মোদ্দাসের হোসেন । তিনি বলেন, "কেউ বলতে পারবে না কোনও কাজের জন্য পঞ্চায়েত থেকে ফিরে এসেছে । লুকিয়ে লুকিয়ে BJP-কে ভোট দেবে, আর বলবে রূপশ্রীতে সই করে দাও । কন্যাশ্রীতে সই করে দাও । তোমায় কি আমি আদর করব ? ওই সব আদরের আর সময় নেই ।"

আজ ভাঙড় 2 পঞ্চায়েত এলাকায় মিমি চক্রবর্তীর সমর্থনে কর্মিসভার আয়োজন করা হয়েছিল । উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম, পঞ্চায়েত প্রধান মোদ্দাসের হোসেন । মোদ্দাসের বলেন, "গতকাল উত্তর বানিয়ালায় মিটিং করেছি। CPI(M) থেকে তৃণমূলে আসা কর্মীরা কথা দিয়েছেন যেভাবে বামেদের আমলে জ়িরো ব্যালেন্স করে জিতিয়ে দিত, এবারও তাই করবে । আপনাদেরও তাই করতে হবে ।"

শুনুন মোদ্দাসের হোসেনের বক্তব্য

তিনি আরও বলেন, "এবার লোকসভা ভোট । এই ভোটের গুরুত্ব অনেক বেশি । একটা ভোট যদি এদিক-ওদিক পড়ে, তাহলে কিন্তু, ক্ষতি হবে । আমরা কৃষকদের টাকা দিচ্ছি, পড়াশোনা, রাস্তাঘাটের টাকা দিচ্ছি । বিধবাদের সার্টিফিকেট দিচ্ছি । তাই কর্মীদের নির্দেশ দিচ্ছি যেভাবে বলব করতে হবে । এবার নয় নেভার ।"

প্রসঙ্গত, কয়েকদিন আগেই "চেক দিচ্ছি আমরা, ভোট দেবে মিমিকে" । এই মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন মোদ্দাসের হোসেন ।

Intro:আবারো বিতর্কিত মন্তব্য করলেন ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে পাশে নিয়েই এই মন্তব্য করেন ভাঙ্গড় তৃণমূল নেতা মোদ্দাসের হোসেন।Body:আবারও বেফাঁস মন্তব্য করলেন ভাঙড়ের ভোগালি ২এর পঞ্চায়েত প্রধান মোদ্দাসের হোসেন। এদিন নিজের এলাকার কর্মী সভায় বিরোধী দের বুথে কোন এজেন্ট বসতে না দেওয়ার হুমকি দিলেন বিতর্কিত এই প্রধান।
উল্লেখ্য কদিন আগেই ”চেক দিচ্ছি আমরা ভোট দেবে মিমি” কে বলে বিতর্কে জড়িয়ে ছিলো এই তৃণমূল নেতা। এবার নিজের পঞ্চায়েত এলাকার এক কর্মী সভায় পঞ্চায়েত সদস্যদের নির্দেশ দিলেন বুথে কোন দলের এজেন্ট বসতে না পারে সেদিকে দেখার। আরাবুল ইসলাম সহ ভাঙড় তৃণমূল নেতৃত্ব কে পাশে বসিয়ে এই মন্তব্য করেন মোদ্দাসের হোসেন। গতকাল বিকালে কাশিপুর থানার চিলেতলাতে একটি কর্মীসভার আয়োজন করেছিল। সেখানেই তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দেন সিপিএম বিজেপি সহ কোন দলের এজেন্ট যেন বুথে না বসতে পারে। এরই পাশাপাশি তিনি আরো বলেন ভাঙ্গড় 2 নম্বর ব্লকের মোট দশটা পঞ্চায়েতের মধ্যে ভোগালী দুই পঞ্চায়েত মিমি চক্রবর্তী কে লিড দিয়ে সবার আগে থাকতে হবে। এই নিয়ে সমস্ত সদস্যদের উদ্দেশ্যে বলেন যার বুথ থেকে সব থেকে বেশি ভোটে মিমি চক্রবর্তীর পাবে পঞ্চায়েতে পক্ষ থেকে তাদের পুরস্কার দেয়া হবে। কয়েকদিন আগেই এই তৃণমূল নেতা মিমি চক্রবর্তী কে ভোট দেওয়া প্রসঙ্গে বিতর্কে জড়িয়ে ছিলেন। কৃষকদের সরকারি চেক দেওয়ার সময় তিনি তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন চেক নিয়ে মিমি কে ভোট দেয়ার জন্য। এরই পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের জানিয়েছিলেন পঞ্চায়েত ভোটে আমরা লুট করে নিয়েছি এটা লোকসভা ভোট লুট করে নেওয়া যাচ্ছে না। সেই ঘটনার পর নির্বাচন কমিশন পদক্ষেপ নিলেও আবারো এই নির্দেশ দেন মোদ্দাসের বাবু।Conclusion:এই ঘটনার পর নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয় কিনা সেদিকে লক্ষ্য রাখছে বিরোধীরা।
Last Updated : Apr 19, 2019, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.