নরেন্দ্রপুর, 20 মে: দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন ৷ অভিযুক্ত তৃণমূল ৷ বুধবার রাতে বাড়ি ফেরার সময় আক্রান্ত হন ওই বিজেপি কর্মী । তাঁর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ৷
মৃত বিজেপি কর্মীর নাম নির্মল মণ্ডল । ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ বুধবার রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন ওই বিজেপি কর্মী ৷ অভিযোগ, নির্মল মণ্ডলকে লোহার রড দিয়ে মাথায়, ঘাড়ে ও বুকে বাড়ি মারা হয় ৷ রাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গড়িয়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় । সেখানেই বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর । বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারধরের হাত থেকে রেহাই পাননি নির্মল মণ্ডলের স্ত্রীও । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷
আরও পড়ুন: চাকরির দেওয়ার নাম করে টাকা হাতিয়ে দম্পতিকে খুন, গ্রেফতার বিজেপি নেতা
এই বিষয়ে বিজেপি নেতা সুনীপ দাস বলেন, "খেয়াদহ এলাকায় সন্ত্রাস চলছে অনেক দিন ধরে । বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে । যে কারণে এখানে এসেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । গতকাল আমাদের কর্মী নির্মল মণ্ডলকে পিটিয়ে খুন করা হয়েছে ৷ তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ প্রশাসনের কাছে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি ৷"
এই বিষয়ে তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগম বলেন, "আইন আইনের পথে চলবে । কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী শাস্তি পাবে ।"