ETV Bharat / state

Panchayat Elections 2023: গ্রামবাংলা কার দখলে জানা যাবে কাল, কড়া নিরাপত্তা ভোটগণনা কেন্দ্রগুলিতে

রাত পোহালেই পঞ্চায়েত ভোটের ফল ৷ জানা যাবে গ্রাম বাংলা রইল কার দখলে ৷ তার আগে আজ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলিকে ৷ ব্যালট বাক্স পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা । জায়গায় জায়গায় চলছে রুটমার্চ ৷

author img

By

Published : Jul 10, 2023, 9:56 PM IST

Panchayat polls 2023
ভোটগণনা কেন্দ্র
কড়া নিরাপত্তা ভোটগণনা কেন্দ্রগুলিতে

নামখানা, 10 জুলাই: দক্ষিণ 24 পরগনা জেলার মোট 32টি কেন্দ্রে হবে ভোট গণনা ৷ মঙ্গলবার সকাল 8 থেকে এই ভোট গণনার কাজ শুরু হবে । তার আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলিকে । ব্যালট বাক্স পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । গণনাকেন্দ্রের 100 মিটারের মধ্যে কাউকে ঘেষতে দেওয়া হচ্ছে না । কয়েক ঘণ্টার ব্যবধানে গোটা এলাকায় অভিযান চালানো হচ্ছে ৷ রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী । গণনাকেন্দ্রের কাছে কোনও প্রকার জমায়েত করতে দেওয়া হচ্ছে না । ভোটে বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখা তেমন না মিললেও প্রত্যেক গণনাকেন্দ্রে মোতায়েন রয়েছে যথেষ্ট পরিমাণ জওয়ানরা ।

বিএসএফ ডিআইজি (সাউন্ড বেঙ্গল ফ্রন্টেনিয়ার) এসএস গুলেরিয়া জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর সিংহভাগ কোম্পানিই রাজ্যের 339টি ভোটগণনা কেন্দ্র ও স্ট্রং রুমের সুরক্ষার দায়িত্বে থাকবে । গণনার সময় প্রতি কেন্দ্রে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের পরামর্শ দিয়েছেন বিএসএফ-এর ডিআইজি । মঙ্গলবার সকালে স্ট্রংরুম থেকে গণনার জন্য আনা হবে ব্যালট বাক্সগুলি । প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনের ব্যালটের গণনা হবে । এই গণনার ক্ষেত্রেও প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ব্যালট গণনা করা হবে । গণনার পর ভোট পরবর্তী হিংসার একটা আশংকা থাকে । সেই কারণে ভোট পরবর্তী হিংসা রুখতে এলাকায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী ।

আরও পড়ুন: কড়া প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় পুনর্নির্বাচন চলছে

প্রসঙ্গত, পাঁচ বছরের অপেক্ষা শেষে জনমত বন্দি ব্যালট বাক্সে । দশম পঞ্চায়েত নির্বাচনে 'রক্তস্নাত' রাজ্য । 2018-কে টক্কর দিয়ে ভোটে হিংসায় নয়া নজির স্থাপন করেছে 2023 । শনিবার ভোটগ্রহণে লাগামছাড়া সন্ত্রাস ও নজিরবিহীন হিংসার ঘটনা ঘটেছে ৷ তারপর ফের সোমবার দক্ষিণ 24 পরগনার 36টি বুথে পুনর্নির্বাচন হয় । অশান্তি, ছাপ্পা ও বুথ লুঠের অভিযোগ পেরিয়ে মঙ্গলবার ব্যালট বাক্স খোলার পালা ৷ রাজ্যে তিনশোর বেশি স্ট্রংরুমে রয়েছে সেগুলি । গ্রাম বাংলায় শাসকের পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? জবাব মিলবে মঙ্গলবার 11 জুলাই ।

কড়া নিরাপত্তা ভোটগণনা কেন্দ্রগুলিতে

নামখানা, 10 জুলাই: দক্ষিণ 24 পরগনা জেলার মোট 32টি কেন্দ্রে হবে ভোট গণনা ৷ মঙ্গলবার সকাল 8 থেকে এই ভোট গণনার কাজ শুরু হবে । তার আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলিকে । ব্যালট বাক্স পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । গণনাকেন্দ্রের 100 মিটারের মধ্যে কাউকে ঘেষতে দেওয়া হচ্ছে না । কয়েক ঘণ্টার ব্যবধানে গোটা এলাকায় অভিযান চালানো হচ্ছে ৷ রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী । গণনাকেন্দ্রের কাছে কোনও প্রকার জমায়েত করতে দেওয়া হচ্ছে না । ভোটে বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখা তেমন না মিললেও প্রত্যেক গণনাকেন্দ্রে মোতায়েন রয়েছে যথেষ্ট পরিমাণ জওয়ানরা ।

বিএসএফ ডিআইজি (সাউন্ড বেঙ্গল ফ্রন্টেনিয়ার) এসএস গুলেরিয়া জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর সিংহভাগ কোম্পানিই রাজ্যের 339টি ভোটগণনা কেন্দ্র ও স্ট্রং রুমের সুরক্ষার দায়িত্বে থাকবে । গণনার সময় প্রতি কেন্দ্রে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের পরামর্শ দিয়েছেন বিএসএফ-এর ডিআইজি । মঙ্গলবার সকালে স্ট্রংরুম থেকে গণনার জন্য আনা হবে ব্যালট বাক্সগুলি । প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনের ব্যালটের গণনা হবে । এই গণনার ক্ষেত্রেও প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ব্যালট গণনা করা হবে । গণনার পর ভোট পরবর্তী হিংসার একটা আশংকা থাকে । সেই কারণে ভোট পরবর্তী হিংসা রুখতে এলাকায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী ।

আরও পড়ুন: কড়া প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় পুনর্নির্বাচন চলছে

প্রসঙ্গত, পাঁচ বছরের অপেক্ষা শেষে জনমত বন্দি ব্যালট বাক্সে । দশম পঞ্চায়েত নির্বাচনে 'রক্তস্নাত' রাজ্য । 2018-কে টক্কর দিয়ে ভোটে হিংসায় নয়া নজির স্থাপন করেছে 2023 । শনিবার ভোটগ্রহণে লাগামছাড়া সন্ত্রাস ও নজিরবিহীন হিংসার ঘটনা ঘটেছে ৷ তারপর ফের সোমবার দক্ষিণ 24 পরগনার 36টি বুথে পুনর্নির্বাচন হয় । অশান্তি, ছাপ্পা ও বুথ লুঠের অভিযোগ পেরিয়ে মঙ্গলবার ব্যালট বাক্স খোলার পালা ৷ রাজ্যে তিনশোর বেশি স্ট্রংরুমে রয়েছে সেগুলি । গ্রাম বাংলায় শাসকের পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? জবাব মিলবে মঙ্গলবার 11 জুলাই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.