ETV Bharat / state

Student Died by Suicide : আড়াই বছরের প্রেম পায়নি পূর্ণতা, সুইসাইড নোট লিখে আত্মঘাতী তৃতীয় বর্ষের ছাত্র - গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের ইতিহাস অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র

আড়াই বছরের প্রেম পূর্ণতা না পাওয়ায় সুইসাইড নোট লিখে আত্মঘাতী হল তৃতীয় বর্ষের ছাত্র (Student Died by Suicide)। যুবকের নাম আকাশ চৌধুরী ৷ গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের ইতিহাস অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র সে ।

Third Year College Student Died by Suicide in Sonarpur
Student Died by Suicide
author img

By

Published : May 31, 2022, 9:12 PM IST

সোনারপুর, 31 মে : আড়াই বছরের প্রেম শেষে মেলে প্রেমিকার থেকে প্রত্যাখ্যান । আর তার জেরেই সুইসাইড নোট লিখে সোনারপুরের বৈকন্ঠপুরে আত্মঘাতী হল এক যুবক (Third Year College Student Died by Suicide in Sonarpur)। এমনটাই অভিযোগ করেছে যুবকের পরিবার ৷

যুবকের নাম আকাশ চৌধুরী ৷ গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের ইতিহাস অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র সে । কলেজেরই এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় আকাশের । সহপাঠীর নিত্য প্রয়োজনীয় ও পছন্দের নানান জিনিস তাকে হাতে তুলে দিত আকাশ । সম্প্রতি অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় মেয়েটির । আকাশের সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে সে । সোমবার সন্ধ্যায় ফাঁকা বাড়িতে সুইসাইড নোটে প্রেমিকাকে দায়ী করে আত্মঘাতী হয় আকাশ ।

এই ঘটনায় প্রেমিকার শাস্তির দাবি জানিয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আকাশের পরিবার । আকাশের পরিবারের দাবি ওর প্রেমিকাকে গ্রেফতার করে শাস্তি দিক পুলিশ । কারণ প্রেমিকার কারণেই আত্মঘাতী হয়েছে আকাশ । যদিও পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ।

সুইসাইড নোট লিখে আত্মঘাতী হল সোনারপুরের তৃতীয় বর্ষের ছাত্র

আরও পড়ুন : Student Died By Suicide : গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী স্কুলছাত্রী

আকাশের মা রিঙ্কু চৌধুরী বলেন, "আমি চাই ওই মেয়ের শাস্তি হোক ৷ ও যেন কিছু না করতে পারে ৷ না-হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে না ৷ ওই একটা মেয়ে আমার সব শেষ করে দিল ৷ ছেলে বলছিল এটিএম কার্ড করব ৷ এখন বুঝতে পারছি কার জন্য এটিএম কার্ড করতে চেয়েছিল ও ৷" ইতিমধ্যে আকাশের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

সোনারপুর, 31 মে : আড়াই বছরের প্রেম শেষে মেলে প্রেমিকার থেকে প্রত্যাখ্যান । আর তার জেরেই সুইসাইড নোট লিখে সোনারপুরের বৈকন্ঠপুরে আত্মঘাতী হল এক যুবক (Third Year College Student Died by Suicide in Sonarpur)। এমনটাই অভিযোগ করেছে যুবকের পরিবার ৷

যুবকের নাম আকাশ চৌধুরী ৷ গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের ইতিহাস অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র সে । কলেজেরই এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় আকাশের । সহপাঠীর নিত্য প্রয়োজনীয় ও পছন্দের নানান জিনিস তাকে হাতে তুলে দিত আকাশ । সম্প্রতি অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় মেয়েটির । আকাশের সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে সে । সোমবার সন্ধ্যায় ফাঁকা বাড়িতে সুইসাইড নোটে প্রেমিকাকে দায়ী করে আত্মঘাতী হয় আকাশ ।

এই ঘটনায় প্রেমিকার শাস্তির দাবি জানিয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আকাশের পরিবার । আকাশের পরিবারের দাবি ওর প্রেমিকাকে গ্রেফতার করে শাস্তি দিক পুলিশ । কারণ প্রেমিকার কারণেই আত্মঘাতী হয়েছে আকাশ । যদিও পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ।

সুইসাইড নোট লিখে আত্মঘাতী হল সোনারপুরের তৃতীয় বর্ষের ছাত্র

আরও পড়ুন : Student Died By Suicide : গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী স্কুলছাত্রী

আকাশের মা রিঙ্কু চৌধুরী বলেন, "আমি চাই ওই মেয়ের শাস্তি হোক ৷ ও যেন কিছু না করতে পারে ৷ না-হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে না ৷ ওই একটা মেয়ে আমার সব শেষ করে দিল ৷ ছেলে বলছিল এটিএম কার্ড করব ৷ এখন বুঝতে পারছি কার জন্য এটিএম কার্ড করতে চেয়েছিল ও ৷" ইতিমধ্যে আকাশের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.