গড়িয়া, 4 ডিসেম্বর : গড়িয়াতে রাজপুর সোনারপুর পৌরসভার আধিকারিক শমীক গোস্বামীর বাড়িতে চুরি হল ৷ গতকাল সন্ধ্যায় বাড়ির দরজা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা ৷ তখন বাড়িতে ছিলেন শমীকের বাবা ও মা ৷ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷
শমীকের বাড়ি থেকে নগদ 15 হাজার টাকা, 2টি মোবাইল ফোন, 2টি ঘড়ি, 1টি ক্যামেরা, 5টি ক্রেডিট ও ডেবিট কার্ড চুরি হয়েছে বলে জানান শমীকের বাবা পুলক গোস্বামী ৷ তিনি বলেন, "1984 সাল থেকে এই এলাকায় রয়েছি ৷ কোনওদিন এমন ঘটনা ঘটেনি ৷"
পুলকবাবু বলেন, "বিকেলে দোতলার ঘরে বিশ্রাম করছিলাম ৷ সন্ধ্যায় নিচে নেমে দেখি আলমারি খোলা ৷ সব লন্ডভন্ড হয়ে রয়েছে ৷ আমরা বাড়িতেই ছিলাম ৷ তার মধ্যে কীভাবে চুরি হল ভেবে হতবাক হয়ে যাচ্ছি ৷ "