ETV Bharat / state

সন্ধ্যেয় বাড়িতে ঢুকে চুরি, টের পেল না কেউ - theft in Garia

গতকাল সন্ধ্যায় বাড়ির দরজা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা ৷ তখন বাড়িতে ছিলেন শমীকের বাবা ও মা ৷ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

গড়িয়ায় চুরি
গড়িয়ায় চুরি
author img

By

Published : Dec 4, 2019, 11:23 AM IST

গড়িয়া, 4 ডিসেম্বর : গড়িয়াতে রাজপুর সোনারপুর পৌরসভার আধিকারিক শমীক গোস্বামীর বাড়িতে চুরি হল ৷ গতকাল সন্ধ্যায় বাড়ির দরজা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা ৷ তখন বাড়িতে ছিলেন শমীকের বাবা ও মা ৷ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

শমীকের বাড়ি থেকে নগদ 15 হাজার টাকা, 2টি মোবাইল ফোন, 2টি ঘড়ি, 1টি ক্যামেরা, 5টি ক্রেডিট ও ডেবিট কার্ড চুরি হয়েছে বলে জানান শমীকের বাবা পুলক গোস্বামী ৷ তিনি বলেন, "1984 সাল থেকে এই এলাকায় রয়েছি ৷ কোনওদিন এমন ঘটনা ঘটেনি ৷"

ভর সন্ধ্যাবেলায় বাড়িতে চুরির ঘটনায় হতবাক গৃহকর্তা পুলক গোস্বামী

পুলকবাবু বলেন, "বিকেলে দোতলার ঘরে বিশ্রাম করছিলাম ৷ সন্ধ্যায় নিচে নেমে দেখি আলমারি খোলা ৷ সব লন্ডভন্ড হয়ে রয়েছে ৷ আমরা বাড়িতেই ছিলাম ৷ তার মধ্যে কীভাবে চুরি হল ভেবে হতবাক হয়ে যাচ্ছি ৷ "

গড়িয়া, 4 ডিসেম্বর : গড়িয়াতে রাজপুর সোনারপুর পৌরসভার আধিকারিক শমীক গোস্বামীর বাড়িতে চুরি হল ৷ গতকাল সন্ধ্যায় বাড়ির দরজা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা ৷ তখন বাড়িতে ছিলেন শমীকের বাবা ও মা ৷ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

শমীকের বাড়ি থেকে নগদ 15 হাজার টাকা, 2টি মোবাইল ফোন, 2টি ঘড়ি, 1টি ক্যামেরা, 5টি ক্রেডিট ও ডেবিট কার্ড চুরি হয়েছে বলে জানান শমীকের বাবা পুলক গোস্বামী ৷ তিনি বলেন, "1984 সাল থেকে এই এলাকায় রয়েছি ৷ কোনওদিন এমন ঘটনা ঘটেনি ৷"

ভর সন্ধ্যাবেলায় বাড়িতে চুরির ঘটনায় হতবাক গৃহকর্তা পুলক গোস্বামী

পুলকবাবু বলেন, "বিকেলে দোতলার ঘরে বিশ্রাম করছিলাম ৷ সন্ধ্যায় নিচে নেমে দেখি আলমারি খোলা ৷ সব লন্ডভন্ড হয়ে রয়েছে ৷ আমরা বাড়িতেই ছিলাম ৷ তার মধ্যে কীভাবে চুরি হল ভেবে হতবাক হয়ে যাচ্ছি ৷ "

Intro:গড়িযায় রাজপুর সোনারপুর পুরসভার আধিকারিক শমীক গোস্বামীর বাড়িতে ভর সন্ধেবেলায় চুরি ৷ বৄদ্ধ বাবা ও মা বাড়িতে থাকা অবস্থাতেই বাড়ির দরজা ভেঙে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ৷ বাড়িতে সেইসময় ছিলেন তার বাবা পুলক কুমার গোস্বামী, যিনি যাদবপুর বিদ্যাপীঠের অসরপ্রাপ্ত শিক্ষক ও মা মীরা গোস্বামী ৷ বাড়ি থেকে খোয়া গিয়েছে নগদ ১৫ হাজার টাকা, ২টি মোবাইল, ২টি ঘড়ি, ১টি ক্যামেরা, ৫টি ক্রেডিট ও ডেবিট কার্ড ৷ এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক গোটা এলাকায় ৷ পুলকবাবুর বক্তব্য তারা রাজপুর-সোনারপুর পুরসভার ২৯নম্বর ওয়ার্ডের এই এলাকায় ১৯৮৪ সাল থেকে বসবাস করছেন কিন্তু এই ধরনের ঘটনা কোনদিন ঘটেনি ৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
বাইট১ - পুলক কুমার গোস্বামী, গৄহকর্তা
বাইট২ - মীরা গোস্বামী, গৄহকত্রী ৷Body:গড়িযায় রাজপুর সোনারপুর পুরসভার আধিকারিক শমীক গোস্বামীর বাড়িতে ভর সন্ধেবেলায় চুরি ৷ বৄদ্ধ বাবা ও মা বাড়িতে থাকা অবস্থাতেই বাড়ির দরজা ভেঙে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ৷ বাড়িতে সেইসময় ছিলেন তার বাবা পুলক কুমার গোস্বামী, যিনি যাদবপুর বিদ্যাপীঠের অসরপ্রাপ্ত শিক্ষক ও মা মীরা গোস্বামী ৷ বাড়ি থেকে খোয়া গিয়েছে নগদ ১৫ হাজার টাকা, ২টি মোবাইল, ২টি ঘড়ি, ১টি ক্যামেরা, ৫টি ক্রেডিট ও ডেবিট কার্ড ৷ এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক গোটা এলাকায় ৷ পুলকবাবুর বক্তব্য তারা রাজপুর-সোনারপুর পুরসভার ২৯নম্বর ওয়ার্ডের এই এলাকায় ১৯৮৪ সাল থেকে বসবাস করছেন কিন্তু এই ধরনের ঘটনা কোনদিন ঘটেনি ৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
বাইট১ - পুলক কুমার গোস্বামী, গৄহকর্তা
বাইট২ - মীরা গোস্বামী, গৄহকত্রী ৷Conclusion:গড়িযায় রাজপুর সোনারপুর পুরসভার আধিকারিক শমীক গোস্বামীর বাড়িতে ভর সন্ধেবেলায় চুরি ৷ বৄদ্ধ বাবা ও মা বাড়িতে থাকা অবস্থাতেই বাড়ির দরজা ভেঙে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ৷ বাড়িতে সেইসময় ছিলেন তার বাবা পুলক কুমার গোস্বামী, যিনি যাদবপুর বিদ্যাপীঠের অসরপ্রাপ্ত শিক্ষক ও মা মীরা গোস্বামী ৷ বাড়ি থেকে খোয়া গিয়েছে নগদ ১৫ হাজার টাকা, ২টি মোবাইল, ২টি ঘড়ি, ১টি ক্যামেরা, ৫টি ক্রেডিট ও ডেবিট কার্ড ৷ এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক গোটা এলাকায় ৷ পুলকবাবুর বক্তব্য তারা রাজপুর-সোনারপুর পুরসভার ২৯নম্বর ওয়ার্ডের এই এলাকায় ১৯৮৪ সাল থেকে বসবাস করছেন কিন্তু এই ধরনের ঘটনা কোনদিন ঘটেনি ৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
বাইট১ - পুলক কুমার গোস্বামী, গৄহকর্তা
বাইট২ - মীরা গোস্বামী, গৄহকত্রী ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.