রায়দিঘি, 21 মে : আমফানে ভেঙেছিল একাধিক নদীবাঁধ, কোনও জায়গায় বাঁধ নিচু হওয়ায় উপচে এসেছিল জল । সেসব থেকে শিক্ষা নিয়ে এবার ঘূর্ণিঝড় যশ আসার আগেই রায়দিঘির একাধিক জায়গায় নদীবাঁধ সারাই ও উচু করার কাজ শুরু হয়েছে ।
শুক্রবার সেই কাজ সরেজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন রায়দিঘির বিধায়ক ডাঃ অলোক জলদাতা । মথুরাপুর ২ নং ব্লক প্রশাসনের নির্দেশে ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় মণি ও ঠাকুরাণ নদীর বাঁধ ঠিক করার কাজ চলছে । ঘূর্ণিঝড় আমফানে যে সমস্ত জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল, মূলত তারক মণ্ডলের ঘেরি, ও শংকরের ঘেরি পরিদর্শন করেন বিধায়ক ৷ দু'দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি ।
জানা গিয়েছে, প্রত্যেক জায়গায় বাঁধ নির্মাণ করতে এবার ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে এসেছেন । গতবারের সাইক্লোনের তাণ্ডব থেকে শিক্ষা নিয়ে এবারে ঘূর্ণিঝড় মোকাবিলায় আগে থেকে প্রস্তুতি নিতে কোনওরকম খামতি রাখতে চাইছে না প্রশাসন ৷