ভাঙড়, ৫ জুলাই : ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিস ভাঙচুর করা হল ৷ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানকে মারধর করা হয় । এমনকি তাঁদের গাড়িও ভাঙচুর করা হয় । ঘটনায় অভিযোগ উঠছে জমি কমিটির সদস্যদের বিরুদ্ধে ।
এদিন গ্রাম পঞ্চায়েতের অফিসে একশো দিনের কাজ-সহ অন্যান্য কাজের দাবি নিয়ে এলাকার মানুষদের নিয়ে পঞ্চায়েত অফিসে আসেন জমি কমিটির সদস্যরা । সেখানে পঞ্চায়েতের সেক্রেটারি-সহ উপপ্রধান আরাবুল পুত্র হাকিমুল ইসলামের সঙ্গে এলাকার উন্নয়নের কাজ সহ একশো দিনের নদীবাঁধের কাজ নিয়ে ঝামেলা বাধে ।
আরও পড়ুন...ক্যানিংয়ে শাসকের গোষ্ঠী কোন্দল, যুবর মার খেয়ে হাসপাতালে দুই নেতা
অভিযোগ, জমি কমিটির লোকজন পঞ্চায়েতর টেবিল, চেয়ার ভাঙচুর করেন । এর পাশাপাশি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ পঞ্চায়েতের কর্মীদের উপরে চড়াও হন । জমি কমিটির সদস্যদের হাতে আক্রান্ত হন খোদ আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম । এর পাশাপাশি হাকিমুল ইসলামের গাড়ি-সহ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।