দক্ষিণ 24 পরগনা, 16 জানুয়ারি : রাজ্যে শুরু হয়েছে করোনার ভ্য়াকসিনের টিকাকরণ । শনিবার সকালে দক্ষিণ 24 পরগনার সাগর গ্রামীণ হাসপাতাল থেকে ভ্যাকসিনেশনের সূচনা করলেন জেলা শাসক পি. উলগানাথন ৷ সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়, অতিরিক্ত জেলা শাসক এবং ব্লকের আধিকারিকরা।
সাগরের ব্লক স্বাস্থ্য আধিকারিক অংশুমান বসুর দেহে ভ্যাকসিন প্রয়োগ করে টিকাকরণ কর্মসূচি শুরু হয় এদিন। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট 15টি জায়গায় ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় মধ্যে 7টি হাসপাতালে আজ থেকে দেওয়া হবে কোরোনার ভ্য়াকসিন । পাশপাশি দক্ষিণ 24 পরগনার আরও 8টি হাসপাতালে দেওয়া হবে কোরোনা টিকা । প্রথম পর্যায়ে এই ভ্যাকসিন দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। দক্ষিন 24 পরগনায় মোট 46,537 জন স্বাস্থ্যকর্মী আছেন ।
আরও পড়ুন : সল্টলেকে শুরু কোরোনা টিকাকরণ
মোট 15টি সেন্টারের প্রতিটিতে প্রথম দিন 100 জনকে ভ্যাকসিন দেওয়া হবে। জেলায় মোট 1500 জন স্বাস্থ্য কর্মীকে আজ ভ্যাকসিন দেওয়া হয়েছে । প্রথম পর্যায়ের ভ্যাকসিন নেওয়ার পর 28 দিন পরে আবার দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিন দেয়া হবে। ভ্যাকসিন দেয়ার পর স্বাস্থ্যকর্মীকে 30 মিনিট পর্যবেক্ষণে রাখা হয় । এর মধ্যে কোন রকম শারীরিক অসুবিধা হলে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য রাখা হয়েছে অভিজ্ঞ চিকিৎসক।