সুন্দরবন, 31 অগস্ট: আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা ৷ তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মাতবে আপামর বাঙালী। বাতাসে শিউলির গন্ধ আর কাশফুলের দোলা জানান দিচ্ছে দেবীর আগমন বার্তা (Artist are Traboule in Sundarban) । পুজো যত এগিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে এই ডাকের সাজ তৈরির শিল্পীদের ৷ এবার নাওয়া-খাওয়া ভুলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বকুলতলার রায় নগর গ্রামে 15 থেকে 16 টি পরিবার ব্যস্ত শোলার চাঁদ মালা, মুকুট, ডাকের সাজ তৈরিতে ব্যস্ত ।
ঘরের মহিলারা বাড়ির কাজ সামলে চিন্ময়ীর সাজ তৈরি করতে ব্যস্ত (Preparations of Durga Puja has began)। গত দু'বছর করোনার কারণে তেমনভাবে লাভের মুখ দেখতে পারেনি শিল্পীরা। তবে, গত দুবছরের ক্ষতি কাটিয়ে এবার লাভের মুখ দেখতে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন মহিলারা। তার জন্য মিলছে দৈনিক 300 থেকে 400 টাকা। সারা বছর তাঁদের কাজ পরিবারের প্রতিপালন করা। কিন্তু পুজোর আগের কয়েকটা মাসে কিছুটা বদল আসে রুটিনে । সন্তানদের নতুন জামা কাপড় উপহার দিতে এবং পরিবারের হাল ধরতে কোমর বেঁধে নেমে পড়েন সাংসারের দশভূজারা।
আরও পড়ুন: কাঁচামালের দাম বৃদ্ধি, সমস্যায় রামেশ্বরপুর মালাকার পাড়ার চাঁদমালা তৈরির শিল্পীরা
করোনা আবহে বিগত দু‘বছরে লাভের মুখ তেমন দেখতে পাননি, দু’বছরের খরা কাটিয়ে আবারও লাভের মুখ দেখায় আশা বুক বেঁধছেন এই শিল্পীরা । বছরের অন্য সময় তাঁরা কাজ করলেও দুর্গাপুজোর এই কয়েক মাস পরিবারের মুখে হাসি ফোটাতে এবং সন্তানকে ‘দুধে-ভাতে’ রাখতেই তাঁদের এই প্রয়াস ৷