বাসন্তী (দক্ষিণ 24 পরগনা), 20 ফেব্রুয়ারি : 14 ফেব্রুয়ারি একটি ছিনতাইয়ের ঘটনায় সাফল্য বারুইপুর জেলা পুলিশের। বাসন্তী থানা এলাকার ভারতগড়ের কাছে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনায় 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা ৷
বাসন্তী থানার পুলিশের সহযোগিতায় ও বারুইপুর পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ দল গঠন করা হয়। ঘটনার 5 দিনের মাথায় বড় সাফল্য পায় পুলিশ। ধরা পড়ে 3 দুষ্কৃতী ৷ তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, নগদ বেশ কিছু টাকা। দুষ্কৃতীদের জিজ্ঞাসা করে পুলিশ জানতে পেরেছে, গত 14 তারিখে বাসন্তীর ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় এরা জড়িত।
আরও পড়ুন : মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা-মোবাইল ছিনতাই, গ্রেপ্তার 3
অন্যদিকে বাইক চুরির ঘটনা তদন্তে নেমে বারুইপুর পুলিশ বিভিন্ন এলাকা থেকে 22টি বাইক উদ্ধার করেছে । বারুইপুরের পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, চলতি মাসে বাসন্তী থানা এলাকায় এক ব্যবসায়ী রাতে বাড়ি থেকে বেশ কিছু নগদ টাকা নিয়ে ব্যবসার কাজে যাচ্ছিলেন ৷ সেই সময় কয়েকজন দুষ্কৃতী ব্যবসায়ীর পথ আটকায়। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তাঁর অভিযোগের ভিত্তিতে বাসন্তী থানার পুলিশ তদন্ত শুরু করে ৷