ডায়মন্ড হারবার, 4 জুলাই: খেলতে খেলতে সহপাঠীর ঘুসি ৷ আর তাতেই প্রাণ গেল একাদশ শ্রেণির ছাত্রের (student was killed by a classmates punch)৷ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের ধনবেড়িয়া হাইস্কুলের । মৃত ছাত্রের নাম মলয় হালদার ৷ বাড়ি ডায়মন্ড হারবার পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডের কেল্লার মোড় এলাকায় ৷
সোমবার স্কুলে দ্বিতীয় পিরিয়ডের পর মলয় হালদারের সঙ্গে সহপাঠী সায়ন চক্রবর্তী খেলার ছলে মারপিট শুরু করে । হঠাৎ মলয়ের কানের নিচে একটি ঘুসি মারে সায়ন ৷ আর তারপরই অজ্ঞান হয়ে পড়ে যায় মলয় । এরপরই ছাত্র-ছাত্রীদের কাছে খবর পেতেই শিক্ষকরা আসেন ক্লাসরুমের মধ্যে ৷ তড়িঘড়ি মলয়কে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
আরও পড়ুন : ভ্যাকসিন নেওয়ার পর থেকেই অসুস্থ, কালনায় ছাত্রের মৃত্যু নিয়ে ধোঁয়াশা
স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে জানা যায় মলয় হালদার ও সায়ন চক্রবর্তী দুজনেই একাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্র ছিল । দুজনেরই দর্শনের ক্লাস ছিল সেকেন্ড পিরিয়ডের পর । কিন্তু হঠাৎই খেলার ছলে মারপিট করতে গিয়েই এমন দুর্ঘটনা ঘটে যায় ৷
তবে প্রশ্ন উঠছে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ৷ কীভাবে শিক্ষকদের নজর এড়িয়ে ঘটল এমন দুর্ঘটনা । তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ । অভিযুক্ত সহপাঠী সায়ন চক্রবর্তীকে আটক করা হয়েছে । একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মলয়ের বাবা-মা ৷
আরও পড়ুন : পুলিশ আবাসন থেকে ঝাঁপ প্রেসিডেন্সির ছাত্রের ! শোরগোল সল্টলেকে