নামখানা, 9 অগস্ট : নামখানা বিডিও অফিসের সামনে দুর্ঘটনায় মৃত্যু হয় নামখানার বাসিন্দা শক্তিপদ মাইতির । শুক্রবার গভীর রাতে নামখানা বিডিও অফিসের সামনে মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ওই ব্যক্তির ৷
মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ৷ রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক অনুদান প্রদান করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।
এদিন তিনি নামখানা বিডিও অফিসে মৃতের পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন ৷ ওই চেক বিতরণের সময় নামখানা বিডিও অফিসে উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জি, কাকদ্বীপ মহাকুমার শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ সীমন্ত কুমার মালি সহ অন্যরা।
আরও পড়ুন : দেগঙ্গায় নাবালিকার বিয়ে রুখল পুলিশ, আসর থেকে পালাল বরযাত্রীরা
তিনি জানান, গত শুক্রবার, 6 অগস্ট নামখানা বিডিও অফিসের সামনে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল সেই দুর্ঘটনায় মৃত্যু হয় শক্তিপদ মাইতির । দিনমজুর এই পরিবারে একমাত্র রোজগেরে ছিল শক্তিপদ ৷