ETV Bharat / state

Spurious Drugs Found: রাজ্যপালের বার্তার দিনই জাল ওষুধের সন্ধান জেলায়, হতবাক ব্যবসায়ীরা - রাজভবনে

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ-এর সমাবর্তনে অংশ নেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোস। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে, নিজের স্মৃতিচারণা করার ফাঁকেই রাজভবনের কাছে আসা মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি চক্রের তথ্য জানিয়ে ই-মেলের বিষয়টি প্রকাশ করেন তিনি। তারপরই জেলায় মিলল সেই জাল ওষুধ ৷

Etv Bharat
জাল ওষুধ মিলল জেলায়
author img

By

Published : Jul 29, 2023, 10:24 PM IST

জাল ওষুধ মিলল জেলায়

নামখানা, 29 জুলাই: একদিন আগেই জাল ওষুধ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল আনন্দ বোস ৷ আর শনিবারই জেলায় মিলল জাল ওষুধ ৷ কলকাতা ছাড়িয়ে জাল ওষুধের চক্র এবার জেলাতেও। দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত কাকদ্বীপ থানার নামখানার নারায়ণপুরের একটি ওষুধের দোকান থেকে উদ্ধার হল জাল ওষুধ। দোকানের মালিক অবশ্য দাবি করেছেন, প্রাথমিকভাবে তিনি বুঝতে পারেননি ৷

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের সমাবর্তনে অংশ নেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোস। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে, স্মৃতিচারণা করার ফাঁকেই রাজভবনের কাছে আসা মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি চক্রের তথ্য জানিয়ে ই-মেলের বিষয়টি প্রকাশ করেন তিনি। মঞ্চ থেকে অভিযুক্তদের ফাঁসি দেওয়া উচিত বলেও দাবি করেন রাজ্যপাল ৷ আর তারপরই এবার জাল ওষুধ মিলল দক্ষিণ 24 পরগনায় ৷ শনিবার ওষুধের দোকানের মালিক আশুতোষ সাঁতরা জানান, এক যুবকের কাছ থেকে তিনি কিছু ওষুধ কিনেছিলেন ৷ কিন্তু সেই ওষুধ যে জাল হবে, তা তিনি বুঝতে পারেননি ৷

তিনি বলেন, "দেখে কিছু বোঝার উপায় ছিল না। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছিল যে ওই ওষুধ আসল ৷ তাই আমি ওই যুবকের কাছ থেকে ওষুধ কিনি ৷ কিন্তু পরবর্তীকালে সেই ওষুধ নিয়ে ভালো করে নিরীক্ষণ করার পর দেখলাম এই ওষুধ জাল।" এই ঘটনায় ইতিমধ্যেই চিন্তিত হয়ে পড়েছে নারায়ণপুর এলাকার ওই ওষুধ ব্যবসায়ী থেকে আমজনতা সকলেই। স্থানীয় এক বাসিন্দা জানান, যেভাবে নকল ওষুধের চক্র জেলায় ছড়িয়ে পড়েছে এর জেরে মানুষ নকল ওষুধ খেয়ে আরও অসুস্থ হয়ে পড়বে। তিনি বলেন, "আমরা চাই প্রশাসন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক।" ইতিমধ্যে অবশ্য কাকদ্বীপ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নকল ওষুধ নিয়ে বিলম্বনায় পড়েছে ওষুধ বিক্রেতাও। এই বিষয়ে আবেগ সাঁতরা জানান, এই প্রথম ওই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে তাঁরা ওষুধ নিয়েছিলেন ৷ কিন্তু তাঁরা বুঝে উঠতে পারেননি, যে ওই ওষুধগুলো নকল হবে ৷ তবে তা সম্পূর্ণ আসল ওষুধের মতোই দেখতে বলে দাবি ব্যবসায়ীর। তাঁর দাবি, প্রথম দেখে মনে হবে না, যে ওই ওষুধগুলো নকল। এই নকল ওষুধ বিভিন্ন দোকানগুলিতে আসল ওষুধ বলে দেওয়ার পিছনে বড় কোনও চক্র কাজ করছে। কলকাতা ও শহরতলি ছেড়ে এবার নকল ওষুধের চক্র জেলাতে হানা দিয়েছে। ওই ডিস্ট্রিবিউটরের থেকে নামখানা, পাথরপ্রতিমা ও সাগর-সহ বিভিন্ন প্রান্তিক এলাকার ওষুধ দোকানদাররা ওষুধ নেয়।

আরও পড়ুন: বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে রাজ্যপাল, আরোগ্য কামনা করলেন আনন্দ বোস

অন্যদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, রাজভবনে একটি মেইল এসেছে ৷ যেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি চক্রের কথা উল্লেখ রয়েছে। রাজ্যপাল জানান, সেই মেইলে বলা হয়েছে, "মেয়াদোত্তীর্ণ ওষুধ সংগ্রহ, নতুন লেবেল আটকানো, পুনরায় বিক্রির জন্য বাজারে ফেরত পাঠানোর একটি চক্র সক্রিয় হয়েছে।" রাজ্যপাল দাবি করেন ঘটনার তদন্ত হবে ৷ এরই সঙ্গে, যারা দোষী তাদের ফাঁসি হওয়া উচিত বলেও জানান তিনি।

জাল ওষুধ মিলল জেলায়

নামখানা, 29 জুলাই: একদিন আগেই জাল ওষুধ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল আনন্দ বোস ৷ আর শনিবারই জেলায় মিলল জাল ওষুধ ৷ কলকাতা ছাড়িয়ে জাল ওষুধের চক্র এবার জেলাতেও। দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত কাকদ্বীপ থানার নামখানার নারায়ণপুরের একটি ওষুধের দোকান থেকে উদ্ধার হল জাল ওষুধ। দোকানের মালিক অবশ্য দাবি করেছেন, প্রাথমিকভাবে তিনি বুঝতে পারেননি ৷

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের সমাবর্তনে অংশ নেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোস। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে, স্মৃতিচারণা করার ফাঁকেই রাজভবনের কাছে আসা মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি চক্রের তথ্য জানিয়ে ই-মেলের বিষয়টি প্রকাশ করেন তিনি। মঞ্চ থেকে অভিযুক্তদের ফাঁসি দেওয়া উচিত বলেও দাবি করেন রাজ্যপাল ৷ আর তারপরই এবার জাল ওষুধ মিলল দক্ষিণ 24 পরগনায় ৷ শনিবার ওষুধের দোকানের মালিক আশুতোষ সাঁতরা জানান, এক যুবকের কাছ থেকে তিনি কিছু ওষুধ কিনেছিলেন ৷ কিন্তু সেই ওষুধ যে জাল হবে, তা তিনি বুঝতে পারেননি ৷

তিনি বলেন, "দেখে কিছু বোঝার উপায় ছিল না। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছিল যে ওই ওষুধ আসল ৷ তাই আমি ওই যুবকের কাছ থেকে ওষুধ কিনি ৷ কিন্তু পরবর্তীকালে সেই ওষুধ নিয়ে ভালো করে নিরীক্ষণ করার পর দেখলাম এই ওষুধ জাল।" এই ঘটনায় ইতিমধ্যেই চিন্তিত হয়ে পড়েছে নারায়ণপুর এলাকার ওই ওষুধ ব্যবসায়ী থেকে আমজনতা সকলেই। স্থানীয় এক বাসিন্দা জানান, যেভাবে নকল ওষুধের চক্র জেলায় ছড়িয়ে পড়েছে এর জেরে মানুষ নকল ওষুধ খেয়ে আরও অসুস্থ হয়ে পড়বে। তিনি বলেন, "আমরা চাই প্রশাসন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক।" ইতিমধ্যে অবশ্য কাকদ্বীপ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নকল ওষুধ নিয়ে বিলম্বনায় পড়েছে ওষুধ বিক্রেতাও। এই বিষয়ে আবেগ সাঁতরা জানান, এই প্রথম ওই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে তাঁরা ওষুধ নিয়েছিলেন ৷ কিন্তু তাঁরা বুঝে উঠতে পারেননি, যে ওই ওষুধগুলো নকল হবে ৷ তবে তা সম্পূর্ণ আসল ওষুধের মতোই দেখতে বলে দাবি ব্যবসায়ীর। তাঁর দাবি, প্রথম দেখে মনে হবে না, যে ওই ওষুধগুলো নকল। এই নকল ওষুধ বিভিন্ন দোকানগুলিতে আসল ওষুধ বলে দেওয়ার পিছনে বড় কোনও চক্র কাজ করছে। কলকাতা ও শহরতলি ছেড়ে এবার নকল ওষুধের চক্র জেলাতে হানা দিয়েছে। ওই ডিস্ট্রিবিউটরের থেকে নামখানা, পাথরপ্রতিমা ও সাগর-সহ বিভিন্ন প্রান্তিক এলাকার ওষুধ দোকানদাররা ওষুধ নেয়।

আরও পড়ুন: বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে রাজ্যপাল, আরোগ্য কামনা করলেন আনন্দ বোস

অন্যদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, রাজভবনে একটি মেইল এসেছে ৷ যেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি চক্রের কথা উল্লেখ রয়েছে। রাজ্যপাল জানান, সেই মেইলে বলা হয়েছে, "মেয়াদোত্তীর্ণ ওষুধ সংগ্রহ, নতুন লেবেল আটকানো, পুনরায় বিক্রির জন্য বাজারে ফেরত পাঠানোর একটি চক্র সক্রিয় হয়েছে।" রাজ্যপাল দাবি করেন ঘটনার তদন্ত হবে ৷ এরই সঙ্গে, যারা দোষী তাদের ফাঁসি হওয়া উচিত বলেও জানান তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.