ETV Bharat / state

Son Kills Mother: দোকান খোলাকে কেন্দ্র করে বচসা, মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন মা !

দোকান খোলাকে কেন্দ্র করে বচসার জেরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হতে হল মাকে ৷ মন্দিরবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার বছর 22-এর অভিযুক্ত ৷

Murder Case
মাকে খুন ছেলের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 1:50 PM IST

দোকান খোলাকে কেন্দ্র করে বচসা, মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন মা !

মন্দিরবাজার, 12 সেপ্টেম্বর: দোকান খোলাকে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে বচসা । তার জেরে লোহার রড দিয়ে মায়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে । ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বছর 45-এর মল্লিকা মণ্ডলের ৷ অভিযুক্ত সুমন মণ্ডলকে(22) গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনা দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজারের লক্ষীকান্তপুর এলাকায় ।

জানা গিয়েছে, এই এলাকাতেই ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে মল্লিকার । দোকানটি মা ছেলে দু'জনে মিলেই চালাতেন ৷ প্রতিদিনের মতোই মঙ্গলবারও ছেলেকে চায়ের দোকান খুলতে বলেন মা ৷ সেটাকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে শুরু হয় ঝামেলা ৷ প্রথমে কথা কাটাকাটি,পরে সেই ঝগড়া বৃহৎ আকার নেয় । এরপরেই সুমন রেগে গিয়ে একটি লোহার রড নিয়ে তাঁর মার মাথায় এলোপাথাড়ি আঘাত করে বলে অভিযোগ । এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মল্লিকার । খবর পেয়ে সেখানে পৌঁছয় মন্দিরবাজার থানার পুলিশ ৷ ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে ।

মৃতের বাবা কানাইলাল মণ্ডল বলেন, "প্রায় সময় মা আর ছেলের মধ্যে ঝামেলা হত । আজ দোকান খোলাকে কেন্দ্র করেও মা আর ছেলের মধ্যে বচসা হয় । সেই সময় ছেলে দরজা বন্ধ করে দিয়ে মাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে । এলোপাথাড়ি আঘাতের জেরে রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে মল্লিকা । সকালে অনেক ডাকাডাকির পর যখন ঘর খুলছিল না তখন একজন প্রতিবেশী জানলা থেকে উঁকি মেরে দেখে যে রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে গিয়েছে মেয়ে । কিন্তু এই ঘটনার পর সুমন কিন্তু পালিয়ে যায়নি ৷ সে দরজা বন্ধ করে উপরের ঘরেই ছিল । আমরা পুলিশকে খবর দিই ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ পাশাপাশি সুমনকে গ্রেফতারও করেছে ।"

আরও পড়ুন: পারিবারিক অশান্তি জের, জলপাইগুড়িতে বড় ছেলের লাঠির আঘাতে মৃত্যু মদ্যপ বাবার !

মৃতের ভাইঝি দীপা মণ্ডলের কথায়, খুব ছোটবেলায় সুমনের বাবা মারা গিয়েছেন ৷ বাবা মারা যাওয়ার পর থেকে ক্রমশ মানসিক ভারসাম্য হারাতে থাকেন সুমন । কিন্তু কাউকে বুঝতে দেননি বিষয়টি । প্রায় সময়ই মার সঙ্গে ঝামেলা হত সুমনের । কিন্তু সেই ঝামেলা এত বৃহৎ আকার নেবে কেউ বুঝতে পারেনি ।

দোকান খোলাকে কেন্দ্র করে বচসা, মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন মা !

মন্দিরবাজার, 12 সেপ্টেম্বর: দোকান খোলাকে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে বচসা । তার জেরে লোহার রড দিয়ে মায়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে । ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বছর 45-এর মল্লিকা মণ্ডলের ৷ অভিযুক্ত সুমন মণ্ডলকে(22) গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনা দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজারের লক্ষীকান্তপুর এলাকায় ।

জানা গিয়েছে, এই এলাকাতেই ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে মল্লিকার । দোকানটি মা ছেলে দু'জনে মিলেই চালাতেন ৷ প্রতিদিনের মতোই মঙ্গলবারও ছেলেকে চায়ের দোকান খুলতে বলেন মা ৷ সেটাকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে শুরু হয় ঝামেলা ৷ প্রথমে কথা কাটাকাটি,পরে সেই ঝগড়া বৃহৎ আকার নেয় । এরপরেই সুমন রেগে গিয়ে একটি লোহার রড নিয়ে তাঁর মার মাথায় এলোপাথাড়ি আঘাত করে বলে অভিযোগ । এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মল্লিকার । খবর পেয়ে সেখানে পৌঁছয় মন্দিরবাজার থানার পুলিশ ৷ ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে ।

মৃতের বাবা কানাইলাল মণ্ডল বলেন, "প্রায় সময় মা আর ছেলের মধ্যে ঝামেলা হত । আজ দোকান খোলাকে কেন্দ্র করেও মা আর ছেলের মধ্যে বচসা হয় । সেই সময় ছেলে দরজা বন্ধ করে দিয়ে মাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে । এলোপাথাড়ি আঘাতের জেরে রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে মল্লিকা । সকালে অনেক ডাকাডাকির পর যখন ঘর খুলছিল না তখন একজন প্রতিবেশী জানলা থেকে উঁকি মেরে দেখে যে রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে গিয়েছে মেয়ে । কিন্তু এই ঘটনার পর সুমন কিন্তু পালিয়ে যায়নি ৷ সে দরজা বন্ধ করে উপরের ঘরেই ছিল । আমরা পুলিশকে খবর দিই ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ পাশাপাশি সুমনকে গ্রেফতারও করেছে ।"

আরও পড়ুন: পারিবারিক অশান্তি জের, জলপাইগুড়িতে বড় ছেলের লাঠির আঘাতে মৃত্যু মদ্যপ বাবার !

মৃতের ভাইঝি দীপা মণ্ডলের কথায়, খুব ছোটবেলায় সুমনের বাবা মারা গিয়েছেন ৷ বাবা মারা যাওয়ার পর থেকে ক্রমশ মানসিক ভারসাম্য হারাতে থাকেন সুমন । কিন্তু কাউকে বুঝতে দেননি বিষয়টি । প্রায় সময়ই মার সঙ্গে ঝামেলা হত সুমনের । কিন্তু সেই ঝামেলা এত বৃহৎ আকার নেবে কেউ বুঝতে পারেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.