ETV Bharat / state

india book of records :লক্ষাধিক ডট দিয়ে ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে প্রথম বাংলার শুভ্রা

ডটের ব্যবহার করে ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললেন সোনারপুরের বাসিন্দা শুভ্রা পাল ৷ মাত্র 15 দিনে এক ফুট বাই দেড় ফুটের ছবি এঁকেছেন তিনি বিশ্বভারতীর কলা ভবনের ছাত্রী শুভ্রা ৷

shuvra-pal-from-sonarpur-get-1st-position-in-india-book-of-records-for-her-painting
লক্ষাধিক ডটের ব্যবহারে ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে প্রথম বাংলার শুভ্রা পাল
author img

By

Published : Jul 26, 2021, 3:17 PM IST

Updated : Jul 26, 2021, 3:50 PM IST

সোনারপুর, 26 জুলাই : সাধারণত ডট দিয়ে কোনও ইংরেজি বাক্যকে শেষ করা হয় ৷ যাকে আমরা ফুল স্টপ বলে থাকি ৷ কিন্তু, সেই ডটকে ব্যবহার করে যে একটা আস্ত ছবি এঁকে ফেলা যায়, সেটাই করে দেখিয়েছেন সোনারপুরের গোরখারা মালির বাগান এলাকার বাসিন্দা শুভ্রা পাল ৷ 0.1 মিলিমিটার আয়তনের লক্ষাধিক ডট ব্যবহার করে এক ফুট বাই দেড় ফুটের একটি ছবি এঁকে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে প্রথম পুরস্কার অর্জন করেছেন তিনি ৷

প্রসঙ্গত, শুভ্রা পালের মা ভারতী পাল আঁকায় দক্ষ ৷ মার হাত ধরেই ছোটবেলা থেকে আঁকার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়েছিল ৷ ছোটবেলায় সোনারপুর খাসিয়ারা অতুলকৃষ্ণ রায় বিদ্যায়তনে আঁকা শিখতে যেতেন শুভ্রা পাল ৷ আঁকা নিয়ে কিছু করার ইচ্ছা তাঁর বরাবরই ছিল ৷ আর সেই ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবেই, 2015 সালে ডটকে ব্যবহার করে ছবি আঁকার ভাবনা শুরু করেন শুভ্রা ৷ সেখান থেকেই শুরু হয় তাঁর চেষ্টা ৷ ছোট ছোট অসংখ্য ডট দিয়ে আঁকতে শুরু করেন ছবি ৷

লক্ষাধিক ডটের ব্যবহারে ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে প্রথম বাংলার শুভ্রা পাল

তবে, এই শিল্পকলায় নিজেকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ নিতে হয়েছে শুভ্রা পালকে ৷ 2019 সালে পার্কস্ট্রিটের গভর্নমেন্ট কলেজ অফ ক্রাফ্ট থেকে পড়াশোনা করেছেন ৷ পাশাপাশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে সেরামিক নিয়ে মাস্টার্স করেছেন ৷ ডটকে ব্যবহার করে এমন কিছু আঁকতে চেয়েছিলেন, যা তাঁকে ভবিষ্যতে পথে এগিয়ে যেতে সাহায্য করবে ৷ সেই মতো লক্ষাধিক ডট দিয়ে একটি মেয়ের মুখের চিত্র ফুটিয়ে তোলেন শুভ্রা পাল ৷ যে ছবির মাধ্যমে জাতীয় স্তরে সুনাম অর্জুন করলেন তিনি ৷ 0.1 মিলিমিটার আয়তনের ডট ব্যবহার করে মাত্র 15 দিনে এক ফুট বাই দেড় ফুটের সেই ছবিটি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে প্রথম পুরস্কার জিতেছেন শুভ্রা ৷

শুভ্রার এই সাফল্যে খুশি তাঁর বাবা, মা সবাই ৷ পাশে পেয়েছেন দাদা এবং বৌদিকেও ৷ শুভ্রা জানিয়েছেন, এবার তাঁর লক্ষ, এই শিল্পকলার মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করা ৷ আর তার প্রস্তুতিও তিনি শুরু করে দিয়েছেন ৷

সোনারপুর, 26 জুলাই : সাধারণত ডট দিয়ে কোনও ইংরেজি বাক্যকে শেষ করা হয় ৷ যাকে আমরা ফুল স্টপ বলে থাকি ৷ কিন্তু, সেই ডটকে ব্যবহার করে যে একটা আস্ত ছবি এঁকে ফেলা যায়, সেটাই করে দেখিয়েছেন সোনারপুরের গোরখারা মালির বাগান এলাকার বাসিন্দা শুভ্রা পাল ৷ 0.1 মিলিমিটার আয়তনের লক্ষাধিক ডট ব্যবহার করে এক ফুট বাই দেড় ফুটের একটি ছবি এঁকে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে প্রথম পুরস্কার অর্জন করেছেন তিনি ৷

প্রসঙ্গত, শুভ্রা পালের মা ভারতী পাল আঁকায় দক্ষ ৷ মার হাত ধরেই ছোটবেলা থেকে আঁকার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়েছিল ৷ ছোটবেলায় সোনারপুর খাসিয়ারা অতুলকৃষ্ণ রায় বিদ্যায়তনে আঁকা শিখতে যেতেন শুভ্রা পাল ৷ আঁকা নিয়ে কিছু করার ইচ্ছা তাঁর বরাবরই ছিল ৷ আর সেই ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবেই, 2015 সালে ডটকে ব্যবহার করে ছবি আঁকার ভাবনা শুরু করেন শুভ্রা ৷ সেখান থেকেই শুরু হয় তাঁর চেষ্টা ৷ ছোট ছোট অসংখ্য ডট দিয়ে আঁকতে শুরু করেন ছবি ৷

লক্ষাধিক ডটের ব্যবহারে ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে প্রথম বাংলার শুভ্রা পাল

তবে, এই শিল্পকলায় নিজেকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ নিতে হয়েছে শুভ্রা পালকে ৷ 2019 সালে পার্কস্ট্রিটের গভর্নমেন্ট কলেজ অফ ক্রাফ্ট থেকে পড়াশোনা করেছেন ৷ পাশাপাশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে সেরামিক নিয়ে মাস্টার্স করেছেন ৷ ডটকে ব্যবহার করে এমন কিছু আঁকতে চেয়েছিলেন, যা তাঁকে ভবিষ্যতে পথে এগিয়ে যেতে সাহায্য করবে ৷ সেই মতো লক্ষাধিক ডট দিয়ে একটি মেয়ের মুখের চিত্র ফুটিয়ে তোলেন শুভ্রা পাল ৷ যে ছবির মাধ্যমে জাতীয় স্তরে সুনাম অর্জুন করলেন তিনি ৷ 0.1 মিলিমিটার আয়তনের ডট ব্যবহার করে মাত্র 15 দিনে এক ফুট বাই দেড় ফুটের সেই ছবিটি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে প্রথম পুরস্কার জিতেছেন শুভ্রা ৷

শুভ্রার এই সাফল্যে খুশি তাঁর বাবা, মা সবাই ৷ পাশে পেয়েছেন দাদা এবং বৌদিকেও ৷ শুভ্রা জানিয়েছেন, এবার তাঁর লক্ষ, এই শিল্পকলার মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করা ৷ আর তার প্রস্তুতিও তিনি শুরু করে দিয়েছেন ৷

Last Updated : Jul 26, 2021, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.