ETV Bharat / state

শ্রীরাম শুনে তৃণমূলের ভূতেরা লাফালাফি করছে, কটাক্ষ শোভনের - পিসি ভাইপোকে চ্যালেঞ্জ শোভন-বৈশাখির

আজ অভিষেকের গড়ে জনসভা করলেন বিজেপির শোভন ও বৈশাখি । মমতা-অভিষেককে একযোগে আক্রমণ করেন তাঁরা ।

শ্রীরাম শুনে তৃণমূলের ভূতেরা লাফালাফি করছে : শোভন-বৈশাখি
শ্রীরাম শুনে তৃণমূলের ভূতেরা লাফালাফি করছে : শোভন-বৈশাখি
author img

By

Published : Jan 28, 2021, 10:20 AM IST

ডায়মন্ড হারবার, 27 জানুয়ারি : আজ ডায়মন্ড হারবারে সাংগঠনিক সভা ও জনসভা করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় । পরে দলীয় কর্মীদের সঙ্গে গৃহ সম্পর্ক অভিযান করেন ।

অভিষেকের গড় থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক চ্যালেঞ্জ ছুড়তে দেখা যায় শোভন-বৈশাখিকে । জনসভা থেকে অভিষেককে কটাক্ষ করতে শোনা যায় শোভন চট্টোপাধ্যায়কে । তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় বাচ্চা ছেলে । নাক টিপলে দুধ বের হয় ।" এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে ছাড়েননি তিনি । বলেন, "পঞ্চায়েত নির্বাচনে প্রহসন চালিয়েছে তৃণমূল । কাউকে ভোট দিতে দেয়নি । বর্তমানে দল চালাচ্ছে কে ? "ড্রাইভার" ভাইপো । ডায়মন্ড হারবার থেকে অত্যাচার শুরু হয়েছে । আজ তা সারা বাংলায় ছড়িয়ে পড়েছে ।"

তৃণমূল নেত্রীসহ "ভাইপো"র নাম নিয়ে শোভন চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, "শ্রীরাম শুনে তৃণমূলের ভূতেরা লাফালাফি করছে । মমতা বন্দ্যোপাধ্যায় মুখোশ পরে আছে । ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পিকে-র ডায়লগ মুখস্থ করে ভাষণ দিচ্ছে । আর বেশি দিন নেই, সময় শেষ হয়ে এসেছে । একুশে জনসাধারণ এর জবাব দেবে ।"

আরও পড়ুন : ঢিলের জবাব আসবে ব্যালটে, রোড শো-এ ইট ছোড়া নিয়ে বললেন শোভন

'বাংলার গর্ব মমতা'র পোস্টারকে কটাক্ষ করে বৈশাখি বন্দ্যোপাধ্যায় বলেন, সাদা শাড়ি পরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পিছনে ধূসর মরুভূমি বাংলাকে । সততার সঙ্গে এমন ছবি তৈরি করেছেন মমতা । এবার আমরা পদ্মফুল দিয়ে ওই ছবি সরিয়ে দেব । বাংলার যত শস্য শ্যামলা ও সমৃদ্ধি রয়েছে সব উনি চুরি করেছেন ।" ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সম্পর্কে তিনি মন্তব্য করেন, "42 টা গাড়ির কনভয় নিয়ে ঘুরলে উন্নয়ন হয় না ভাইপো । তোমার জেলায় উন্নয়ন হয়নি । তোমার জেলার উন্নয়কে নিয়ে বড়াই কর, তাহলে জনতার মাঝে হেঁটে দেখাও দেখি । ওই জনতাই তোমায় থাপ্পড় মারবে ।"

ডায়মন্ড হারবার, 27 জানুয়ারি : আজ ডায়মন্ড হারবারে সাংগঠনিক সভা ও জনসভা করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় । পরে দলীয় কর্মীদের সঙ্গে গৃহ সম্পর্ক অভিযান করেন ।

অভিষেকের গড় থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক চ্যালেঞ্জ ছুড়তে দেখা যায় শোভন-বৈশাখিকে । জনসভা থেকে অভিষেককে কটাক্ষ করতে শোনা যায় শোভন চট্টোপাধ্যায়কে । তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় বাচ্চা ছেলে । নাক টিপলে দুধ বের হয় ।" এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে ছাড়েননি তিনি । বলেন, "পঞ্চায়েত নির্বাচনে প্রহসন চালিয়েছে তৃণমূল । কাউকে ভোট দিতে দেয়নি । বর্তমানে দল চালাচ্ছে কে ? "ড্রাইভার" ভাইপো । ডায়মন্ড হারবার থেকে অত্যাচার শুরু হয়েছে । আজ তা সারা বাংলায় ছড়িয়ে পড়েছে ।"

তৃণমূল নেত্রীসহ "ভাইপো"র নাম নিয়ে শোভন চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, "শ্রীরাম শুনে তৃণমূলের ভূতেরা লাফালাফি করছে । মমতা বন্দ্যোপাধ্যায় মুখোশ পরে আছে । ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পিকে-র ডায়লগ মুখস্থ করে ভাষণ দিচ্ছে । আর বেশি দিন নেই, সময় শেষ হয়ে এসেছে । একুশে জনসাধারণ এর জবাব দেবে ।"

আরও পড়ুন : ঢিলের জবাব আসবে ব্যালটে, রোড শো-এ ইট ছোড়া নিয়ে বললেন শোভন

'বাংলার গর্ব মমতা'র পোস্টারকে কটাক্ষ করে বৈশাখি বন্দ্যোপাধ্যায় বলেন, সাদা শাড়ি পরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পিছনে ধূসর মরুভূমি বাংলাকে । সততার সঙ্গে এমন ছবি তৈরি করেছেন মমতা । এবার আমরা পদ্মফুল দিয়ে ওই ছবি সরিয়ে দেব । বাংলার যত শস্য শ্যামলা ও সমৃদ্ধি রয়েছে সব উনি চুরি করেছেন ।" ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সম্পর্কে তিনি মন্তব্য করেন, "42 টা গাড়ির কনভয় নিয়ে ঘুরলে উন্নয়ন হয় না ভাইপো । তোমার জেলায় উন্নয়ন হয়নি । তোমার জেলার উন্নয়কে নিয়ে বড়াই কর, তাহলে জনতার মাঝে হেঁটে দেখাও দেখি । ওই জনতাই তোমায় থাপ্পড় মারবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.