মন্দিরবাজার, 18 ডিসেম্বর: পারিবারিক বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার থানার খেলারামপুর এলাকা । একে অপরের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ ৷ অগ্নিসংযোগ করা হল একের পর এক বাড়িতে । সোমবার এমনই চাঞ্চল্যকর ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে মাছ ধরাকে কেন্দ্র করে। মাছ ধরার সময় একটি বাচ্চাকে গালিগালাজ করে অভিযুক্তরা । সেই বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা শুরু হয় ৷ এরপর বাড়ি থেকে বোমা এনে একে অন্যের দিকে এলোপাথাড়ি ছুড়তে থাকে দুই পরিবারের লোকজন। মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা । ঘটনায় আহত হয় দুই পরিবারের বেশ কয়েকজন ৷
এমনকী এই গণ্ডগোলের জেরে একাধিক বাড়িতে অগ্নিসংযোগের মত ঘটনা ঘটেছে । খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় মন্দিরবাজার থানার পুলিশ। তবে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ অভিযোগ আর পালটা অভিযোগে রীতিমতো সরগরম মন্দিরবাজার । অভিযোগকারীদের দাবি, বিজেপি করার কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালিয়েছে । যদিও এই বিষয়ে শাসকদলের কোনও মন্তব্য পাওয়া যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ ৷
তবে প্রশ্ন একটাই, পুলিশ প্রশাসনের নাকের ডগায় এত বিপুল সংখ্যক বোমা কী করে এলাকায় মজুত করা হয় ? বিরোধীরা বারবার যে অভিযোগ করছে যে দক্ষিণ 24 পরগনা জেলা কার্যত বারুদের স্তুপের উপর রয়েছে সে কথাই কি সত্যি হচ্ছে ! সামান্য দুই পরিবারের বিবাদে যেভাবে বোমাবাজি হয়েছে তাতে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা ৷ এই ঘটনার পর থেকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
আরও পড়ুন :
1 আবারও বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! বোমার আঘাতে হাতের আঙুল উড়ল নাবালকের
2 বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম দুই নাবালক, এলাকায় উত্তেজনা
3 জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক