ETV Bharat / state

Road Accident : বিয়ে বাড়ি যাওয়ার সময় ডায়মন্ড হারবারে পথ দুর্ঘটনা, মৃত 5 - পথ দুর্ঘটনা

গতকাল রাতে বঙ্গনগরে একটি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য দোস্তিপুর এলাকা থেকে একটি ডিজেল অটোতে করে রওনা দেন গ্রামের বেশ কয়েকজন । 117 নম্বর জাতীয় সড়কের উপর শিবানীপুরের কাছে কলকাতার দিক থেকে আসা একটি বাস ওই অটোতে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোর চালক সহ 5 জনের ।

ডায়মন্ড হারবারে পথ দুর্ঘটনা
ডায়মন্ড হারবারে পথ দুর্ঘটনা
author img

By

Published : Aug 14, 2021, 6:57 AM IST

Updated : Aug 14, 2021, 8:00 AM IST

ডায়মন্ড হারবার, 14 অগস্ট : বিয়ে বাড়ি যাওয়ার পথে অটো ও বাসের সংঘর্ষে মৃত্যু হল পাঁচ যাত্রীর । গুরুতর জখম হয়েছেন আরও ছয়জন । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ফলতা থানার শিবানীপুর এলাকার 117 নম্বর জাতীয় সড়কের উপর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফলতা ও ডায়মন্ড হারবার থানার পুলিশ । ঘটনাস্থানেই মৃত্যু হয় 5 জনের । স্থানীয়রা তড়িঘড়ি জখমদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । সেখানেই চিকিৎসা চলছে তাদের ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বঙ্গনগরে একটি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য দোস্তিপুর এলাকা থেকে একটি ডিজেল অটোতে করে রওনা দেন গ্রামের বেশ কয়েকজন । 117 নম্বর জাতীয় সড়কের উপর শিবানীপুরের কাছে কলকাতার দিক থেকে আসা একটি বাস ওই অটোতে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোর চালক সহ 5 জনের । গুরুতর জখম হন বাকি যাত্রীরাও। খবর পেয়েই ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । সেখানেই চিকিৎসা চলছে ছয় যাত্রীর ।

আরও পড়ুন, Road Accident : জাতীয় সড়কে দুর্ঘটনা, প্রাণ গেল ফল ব্যবসায়ীর

অন্যদিকে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । মৃতদের নাম সুখেন্দু কয়াল(60), আকাশ মণ্ডল (12), রোহন মণ্ডল (14), প্রিয়ব্রত শিকদার (10), কৃষ্ণ মণ্ডল (50)। প্রত্যেকই ফলতা থানার মনসার হাট এলাকার বাসিন্দা । ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ ।

ডায়মন্ড হারবার, 14 অগস্ট : বিয়ে বাড়ি যাওয়ার পথে অটো ও বাসের সংঘর্ষে মৃত্যু হল পাঁচ যাত্রীর । গুরুতর জখম হয়েছেন আরও ছয়জন । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ফলতা থানার শিবানীপুর এলাকার 117 নম্বর জাতীয় সড়কের উপর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফলতা ও ডায়মন্ড হারবার থানার পুলিশ । ঘটনাস্থানেই মৃত্যু হয় 5 জনের । স্থানীয়রা তড়িঘড়ি জখমদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । সেখানেই চিকিৎসা চলছে তাদের ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বঙ্গনগরে একটি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য দোস্তিপুর এলাকা থেকে একটি ডিজেল অটোতে করে রওনা দেন গ্রামের বেশ কয়েকজন । 117 নম্বর জাতীয় সড়কের উপর শিবানীপুরের কাছে কলকাতার দিক থেকে আসা একটি বাস ওই অটোতে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোর চালক সহ 5 জনের । গুরুতর জখম হন বাকি যাত্রীরাও। খবর পেয়েই ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । সেখানেই চিকিৎসা চলছে ছয় যাত্রীর ।

আরও পড়ুন, Road Accident : জাতীয় সড়কে দুর্ঘটনা, প্রাণ গেল ফল ব্যবসায়ীর

অন্যদিকে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । মৃতদের নাম সুখেন্দু কয়াল(60), আকাশ মণ্ডল (12), রোহন মণ্ডল (14), প্রিয়ব্রত শিকদার (10), কৃষ্ণ মণ্ডল (50)। প্রত্যেকই ফলতা থানার মনসার হাট এলাকার বাসিন্দা । ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ ।

Last Updated : Aug 14, 2021, 8:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.