ETV Bharat / state

Joynagar TMC Leader Murder Case: আইন থাকা সত্ত্বেও কেন পিটিয়ে হত্যা ? বিচারের দাবি সাহাবুদ্দিনের পরিবারের - TMC Leader Murder Case

Sahabuddin Lashkar's Daughter Demands Justice in Lynching Case: সুবিচারের দাবি জানালেন জয়নগরে গণপিটুনিতে মৃত সাহাবুদ্দিন লস্করের মেয়ে ৷ তৃণমূল নেতা সইফুদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে সাহাবুদ্দিনকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 3:23 PM IST

Updated : Nov 14, 2023, 3:45 PM IST

বিচারের দাবি তুলল জয়নগর-কাণ্ডে গণপিটুনিতে মৃত সাহাবুদ্দিনের পরিবার

জয়নগর, 14 নভেম্বর: জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় অভিযুক্ত সাহাবুদ্দিন লস্করের গণপিটুনিতে মৃত্যু হয় ৷ মৃতের পরিবারের তরফে দাবি, সাহাবুদ্দিন প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত ৷ আর তাই তিনি তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে খুনের সঙ্গে কোনওভাবেই জড়িত নন ৷ সাহাবুদ্দিনের মেয়ে প্রশ্ন তুলেছেন, আইন-আদালত থাকতে কেন তাঁর বাবাকে এভাবে পিটিয়ে মারা হল ? এদিকে, তৃণমূল নেতা ঘটনায় এখনও পর্যন্ত শাহরুল শেখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

মঙ্গলবার সাহাবুদ্দিনের মেয়ে বলেন, "সকালে ঝামেলার কথা শুনে বাবাকে ফোন করেছিলাম ৷ কিন্তু, ফোন ধরেননি ৷ পরে জানতে পারি বাবাকে ওরা পিটিয়ে মেরে ফেলেছে ৷ আমার বাবা প্রথম থেকে তৃণমূল করতেন ৷ বাবা খুনের সঙ্গে যুক্ত ছিলেন না ৷ আইন-আদালত থাকা সত্ত্বেও আমার বাবাকে কেন এভাবে পিটিয়ে মেরে ফেলা হল ?" উল্লেখ্য, সোমবার ভোরে পাঁচ দুষ্কৃতী বাইকে করে এসে সুইফুদ্দিন লস্করকে গুলি করে ৷ পালানোর সময় স্থানীয়রা দু’জনকে ধরে ফেলেন ৷ তাঁদের মধ্যে সাহাবুদ্দিনকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে ৷ আরেক অভিযুক্ত শাহরুল শেখকে পুলিশ উদ্ধার করে এবং তাঁকে গ্রেফতার করা হয় ৷

আজ শাহরুল শেখকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করার কথা ৷ এই ঘটনায় পুলিশ তিনটি মামলা রুজু করেছে ৷ একটি মামলা সইফুদ্দিন লস্করকে খুনের ঘটনা সংক্রান্ত । দ্বিতীয়টি সাহাবুদ্দিনকে পিটিয়ে হত্যা সংক্রান্ত ৷ তৃতীয় মামলাটি হল, ঘটনার পর পাঁচ কিলোমিটার দূরের গ্রামে সিপিআইএম কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর সংক্রান্ত ৷ পুলিশ এই মুহূর্তে তৃণমূল নেতা খুনে পলাতক বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরের এই ঘটনার আগে চারদিন ধরে সইফুদ্দিনের গতিবিধির উপর নজরদারি চালানো হয়েছিল ৷ চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত শাহরুল শেখকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ৷ এর জন্য সইফুদ্দিনের বাড়ির কাছেই আস্তানা তৈরি করেছিল শাহরুল ৷ সেখান থেকেই নিয়মিত তৃণমূল নেতার উপর নজরদারি করত ৷ ভোরে নিয়মিত মসজিদে নমাজ পড়তে যেতেন সইফুদ্দিন ৷ সেই সময় রাস্তাঘাটও ফাঁকা থাকত এবং তিনি একাই থাকতেন সেই সময় ৷ ফলে ভোরের সময়টাকেই বেছে নেয় দুষ্কৃতীরা ৷ তৃণমূল নেতাকে খুনের জন্য 1 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷

আরও পড়ুন:

নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের অঞ্চল সভাপতির

তৃণমূল নেতা খুনে জয়নগরে ধুন্ধুমার; অভিযুক্তকে পিটিয়ে হত্যা, জ্বলছে গ্রাম

জোড়া খুনে অগ্নিগর্ভ জয়নগর, সিপিএম সমর্থকদের বাড়ি জ্বালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিচারের দাবি তুলল জয়নগর-কাণ্ডে গণপিটুনিতে মৃত সাহাবুদ্দিনের পরিবার

জয়নগর, 14 নভেম্বর: জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় অভিযুক্ত সাহাবুদ্দিন লস্করের গণপিটুনিতে মৃত্যু হয় ৷ মৃতের পরিবারের তরফে দাবি, সাহাবুদ্দিন প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত ৷ আর তাই তিনি তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে খুনের সঙ্গে কোনওভাবেই জড়িত নন ৷ সাহাবুদ্দিনের মেয়ে প্রশ্ন তুলেছেন, আইন-আদালত থাকতে কেন তাঁর বাবাকে এভাবে পিটিয়ে মারা হল ? এদিকে, তৃণমূল নেতা ঘটনায় এখনও পর্যন্ত শাহরুল শেখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

মঙ্গলবার সাহাবুদ্দিনের মেয়ে বলেন, "সকালে ঝামেলার কথা শুনে বাবাকে ফোন করেছিলাম ৷ কিন্তু, ফোন ধরেননি ৷ পরে জানতে পারি বাবাকে ওরা পিটিয়ে মেরে ফেলেছে ৷ আমার বাবা প্রথম থেকে তৃণমূল করতেন ৷ বাবা খুনের সঙ্গে যুক্ত ছিলেন না ৷ আইন-আদালত থাকা সত্ত্বেও আমার বাবাকে কেন এভাবে পিটিয়ে মেরে ফেলা হল ?" উল্লেখ্য, সোমবার ভোরে পাঁচ দুষ্কৃতী বাইকে করে এসে সুইফুদ্দিন লস্করকে গুলি করে ৷ পালানোর সময় স্থানীয়রা দু’জনকে ধরে ফেলেন ৷ তাঁদের মধ্যে সাহাবুদ্দিনকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে ৷ আরেক অভিযুক্ত শাহরুল শেখকে পুলিশ উদ্ধার করে এবং তাঁকে গ্রেফতার করা হয় ৷

আজ শাহরুল শেখকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করার কথা ৷ এই ঘটনায় পুলিশ তিনটি মামলা রুজু করেছে ৷ একটি মামলা সইফুদ্দিন লস্করকে খুনের ঘটনা সংক্রান্ত । দ্বিতীয়টি সাহাবুদ্দিনকে পিটিয়ে হত্যা সংক্রান্ত ৷ তৃতীয় মামলাটি হল, ঘটনার পর পাঁচ কিলোমিটার দূরের গ্রামে সিপিআইএম কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর সংক্রান্ত ৷ পুলিশ এই মুহূর্তে তৃণমূল নেতা খুনে পলাতক বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরের এই ঘটনার আগে চারদিন ধরে সইফুদ্দিনের গতিবিধির উপর নজরদারি চালানো হয়েছিল ৷ চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত শাহরুল শেখকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ৷ এর জন্য সইফুদ্দিনের বাড়ির কাছেই আস্তানা তৈরি করেছিল শাহরুল ৷ সেখান থেকেই নিয়মিত তৃণমূল নেতার উপর নজরদারি করত ৷ ভোরে নিয়মিত মসজিদে নমাজ পড়তে যেতেন সইফুদ্দিন ৷ সেই সময় রাস্তাঘাটও ফাঁকা থাকত এবং তিনি একাই থাকতেন সেই সময় ৷ ফলে ভোরের সময়টাকেই বেছে নেয় দুষ্কৃতীরা ৷ তৃণমূল নেতাকে খুনের জন্য 1 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷

আরও পড়ুন:

নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের অঞ্চল সভাপতির

তৃণমূল নেতা খুনে জয়নগরে ধুন্ধুমার; অভিযুক্তকে পিটিয়ে হত্যা, জ্বলছে গ্রাম

জোড়া খুনে অগ্নিগর্ভ জয়নগর, সিপিএম সমর্থকদের বাড়ি জ্বালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Last Updated : Nov 14, 2023, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.