সাগর, 5 জুন : স্থায়ী নদীবাঁধে আবারও আন্দোলনে নামলেন মৌসুনি দ্বীপের বাসিন্দারা । "ত্রাণ নয়, চাই কংক্রিটের স্থায়ী বাঁধ" লেখা পোস্টার হাতে বিক্ষোভ করেন মৌসুনিবাসী ৷ স্থায়ী বাঁধ নির্মাণের জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে চলেছেন আইনজীবী রাজেশ ছেত্রী ৷
চারিদিকে শুধু জলরাশি । মাঝখানে ছোট্ট একটি দ্বীপ । একদিকে মুরিগঙ্গা, অন্যদিকে চিনাই ,হুগলি আর অপরদিকে বঙ্গোপসাগর । চারিদিকে শুধু জল আর জল ৷ বুলবুল থেকে আমফান তছনছ করে দিয়েছিল মৌসুনি দ্বীপকে । দ্বীপের চারিদিকে স্থায়ী বাঁধ না থাকায়, ঘূর্ণিঝড় যশের জেরে জলস্ফীতির কারণে মাটির বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে মৌসুনি ৷ নোনা জলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘের পর বিঘে চাষের জমি । গৃহহীন হয়ে পড়েছে কয়েকশো পরিবার ৷ এখনও পর্যন্ত জলের তলায় কয়েকশো বাড়ি । স্থায়ী বাঁধের দাবিতে অনেকবার প্রশাসনের কাছে আবেদন করেও কোনও সুরাহা হয়নি ৷ যশের জন্য প্রশাসনিক তরফ থেকে মৌসুনি দ্বীপের বাসিন্দাদের কাছে ত্রাণ সামগ্রিক পৌঁছে দেওয়া হয় ৷ এরপরই স্থায়ী বাঁধের দাবিতে নদী বাঁধের উপর বিক্ষোভ দেখান কয়েকশো মৌসুনি বাসী ৷ "ত্রাণ নয়, চাই কংক্রিটের স্থায়ী বাঁধ" লেখা পোস্টার হাতে বিক্ষোভ করতে দেখা যায় তাঁদের ।
আরও পড়ুন : মৌসুনি দ্বীপে সরকারি ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
মৌসুনি দ্বীপের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন আইনজীবী রাজেশ ছেত্রী ৷ সোমবার কলকাতা হাইকোর্টে মৌসুনিতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য জনস্বার্থ মামলা করতে চলেছেন আইনজীবী ৷