সাগর, 16 জানুয়ারি: গঙ্গাসাগর (Gangasagar Mela 2023) থেকে ফেরার পথে বিপাকে পড়লেন পুণ্যার্থীরা ৷ ঘন কুয়াশা ও ভাটার কারণে মাঝপথেই আটকে পড়ল তাঁদের জলযান (Over 500 Pilgrims Trapped in Bay of Bengal) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার রাত থেকে দু'টি ভেসেল গঙ্গাসাগর থেকে ফেরার পথে সমুদ্রে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ৷ ওই দু'টি ভেসেলে সব মিলিয়ে 500 থেকে 600 জন পুণ্যার্থী রয়েছেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের উদ্ধার করে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷
প্রশাসনিক সূত্রে খবর, শীতের ঘন কুয়াশার কারণে এমনিতেই অত্যন্ত সতর্ক হয়ে যে কোনও জলযান চালাতে হয় ৷ তার উপর ভাটা শুরু হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট যাত্রাপথে জলের গভীরতাও কমে গিয়েছে ৷ এই অবস্থায় যে কোনও ভারী জলযান চালিয়ে যাওয়া বিপজ্জনক ৷ সেই কারণেই নির্দিষ্ট জায়গায় জলযান দু'টিকে দাঁড় করিয়ে রাখা হয় ৷ সেই খবর ইতিমধ্যেই পৌঁছেছে উপকূলরক্ষী বাহিনীর কাছে ৷ তারা দু'টি হোভারক্রাফ্ট নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ৷ সেই দু'টি হোভারক্রাফ্টেই আটকে পড়া পুণ্যার্থীদের একের পর এক উদ্ধার করে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে (Rescue Operation Underway By Coast Guard) ৷
-
West Bengal| 2 passenger ferries carrying 500 to 600 pilgrims from Gangasagar were stranded in ocean due to fog & low tide since last night. State administration sent relief items for the pilgrims & two Hovercrafts of the Indian Coast Guard conducting the rescue operation pic.twitter.com/DCwl5zWFaS
— ANI (@ANI) January 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">West Bengal| 2 passenger ferries carrying 500 to 600 pilgrims from Gangasagar were stranded in ocean due to fog & low tide since last night. State administration sent relief items for the pilgrims & two Hovercrafts of the Indian Coast Guard conducting the rescue operation pic.twitter.com/DCwl5zWFaS
— ANI (@ANI) January 16, 2023West Bengal| 2 passenger ferries carrying 500 to 600 pilgrims from Gangasagar were stranded in ocean due to fog & low tide since last night. State administration sent relief items for the pilgrims & two Hovercrafts of the Indian Coast Guard conducting the rescue operation pic.twitter.com/DCwl5zWFaS
— ANI (@ANI) January 16, 2023
আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষাতেও মিলছে না বাস, গঙ্গাসাগরে হয়রানির সম্মুখীন তীর্থযাত্রীরা
ইতিমধ্য়েই উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পুণ্যার্থীদের রাতভর জলযানে আটকে থাকতে হলেও তাঁরা সকলেই সুস্থ আছেন ৷ কারও কোনও সমস্যা নেই ৷ আশা করা হচ্ছে, শীঘ্রই নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবেন তাঁরা ৷ উল্লেখ্য, মকর সংক্রান্তি উপলক্ষে বহু মানুষ বছরের এই সময়টায় গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসেন ৷ তাঁদের যাতায়াত, থাকা-খাওয়ার বন্দোবস্ত করার পাশাপাশি যথাযথ নিরাপত্তারও বন্দোবস্ত করা হয় ৷ বিশেষ করে দীর্ঘ জলপথে যাতে কোনও অঘটন না ঘটে, তার জন্য সর্বদা নজরদারি চালায় উপকূলরক্ষী বাহিনী ৷ তাদের তৎপরতার জন্যই আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধারের প্রক্রিয়া সহজ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল ৷ উদ্ধারকাজ ঠিকমতো চলছে কি না, সেদিকে সর্বদা নজর রয়েছে প্রশাসনের কর্তাদেরও ৷