গৌড়দহ (দক্ষিণ 24 পরগনা), 20 সেপ্টেম্বর: পাঁচ শিক্ষককে বদলির প্রতিবাদে শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনে রেল অবরোধ (Rail Blocked by Students in Gourdaha Rail Station) ৷ এদিন বেলা সাড়ে এগারোটা থেকে গৌড়দহ স্টেশনে রেল অবরোধ করে নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দিরের পড়ুয়ারা ৷ অবরোধের জেরে ক্যানিং শাখার (Sealdah Canning Section) আপ ও ডাউন লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল ৷ ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷
সম্প্রতি গৌড়দহ নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দিরের 5 শিক্ষক-শিক্ষিকাকে বদলির খবর প্রকাশ্যে আসে ৷ এর পরেই ক্ষুব্ধ হয়ে ওঠে স্কুলের একাংশ পড়ুয়া ৷ মঙ্গলবার সকালে স্কুলের ইউনিফর্ম পরেই গৌড়দহ স্টেশনে লাইনের উপরে বিক্ষোভ শুরু করে তারা ৷ তাদের দাবি, ওই 5 শিক্ষক-শিক্ষিকার বদলির নির্দেশ প্রত্যাহার করতে হবে ৷ তা না-হলে রেল অবরোধ চলবে ৷ যার জেরে ক্যানিং শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল চলাচল বন্ধ হয়ে যায় ৷
ঘটনায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷ পড়ুয়াদের দাবি, ‘‘আমাদের এলাকায় বেশ কয়েকটি স্কুল রয়েছে ৷ প্রত্যেক স্কুল থেকে একজন শিক্ষককে বদলি করা হলে সমস্যা হত না ৷ কিন্তু, এক স্কুল থেকে পাঁচজনকে বদলি করা হলে আমাদের পড়াশোনার ক্ষতি হবে ৷ আমাদের স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মাত্র 3 জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৷”
আরও পড়ুন: রানাঘাট-শিয়ালদহ লোকাল চালু করার দাবি নিয়ে বিক্ষোভ যাত্রীদের
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল পুলিশের আধিকারিকরা ৷ পড়ুয়াদের সঙ্গে তাঁরা দীর্ঘক্ষণ কথা বলেন ৷ শেষে রেল পুলিশের মধ্যস্থতায় পড়ুয়ারা বেলা আড়াইটে নাগাদ অবরোধ তুলে নেয় ৷ প্রায় আড়াই ঘণ্টা ক্যানিং শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে ৷ তবে, দ্রুত বদলি হওয়া শিক্ষক-শিক্ষিকাদের পুনরায় স্কুলে ফেরাতে হবে বলে দাবি জানিয়েছে পড়ুয়ারা ৷ তা না হলে, ফের রেল অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছে তারা ৷