ETV Bharat / state

গঙ্গাসাগর মেলা ঘিরে তোড়জোড় শুরু, প্রস্তুতি চলছে জোর কদমে - গঙ্গাসাগর

Gangasagar Mela 2024: বছর ঘুরলেই গঙ্গাসাগর মেলা ৷ মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করেন গঙ্গাসাগর তীরে ৷ ফি বছরের মতোই এবারও সেখানে কাজকর্ম চলছে ৷

ETV Bharat
গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 7:53 PM IST

গঙ্গাসাগর মেলা ঘিরে তোড়জোড় শুরু

গঙ্গাসাগর, 12 ডিসেম্বর: আসন্ন গঙ্গাসাগর মেলা ৷ 2024 সালের মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হবে এই মেলা ৷ এর প্রস্তুতিতে ইতিমধ্যে অনেকটাই সম্পূর্ণ ৷ জোর কদমে চলছে প্রস্তুতির কাজ ৷ গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা নিয়ে রাজ্য ও কেন্দ্রের দড়ি টানাটানি চলছে ৷ এর মধ্যে 2024 সালে গঙ্গাসাগর মেলাকে অন্য রূপ দিতে চায় ৷ ইতিমধ্যে গঙ্গাসাগরের মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক সেরে ফেলেছে রাজ্য সরকার ৷ জেলা প্রশাসনও মেলার কাজ অনেকটাই সম্পূর্ণ করে ফেলেছে ৷ একদিকে যেমন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে চলছে হোগলা পাতার ঘরের কাজ ৷

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় জমে এই মেলা প্রাঙ্গণে ৷ পুণ্যার্থীদের পুণ্য স্নানের জন্য ইতিমধ্যে তৈরি করা হয়েছে স্নানের ঘাট ৷ বিগত কয়েক বছরে রাজ্য সরকারের অক্লান্ত প্রচেষ্টায় গঙ্গাসাগর মেলা বিশ্বের দরবারে একটা অন্য জায়গা করে নিয়েছে ৷ এদিকে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নদী বাঁধের ভাঙন ৷

নদী ভাঙনের কারণে এর আগে একবার-দুবার নয় তিন-তিনবার ভেঙেছে গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির ৷ বর্তমানে যে জায়গায় মন্দির রয়েছে, সেখান থেকে বঙ্গোপসাগরের দূরত্ব ছিল প্রায় 1 হাজার 200 মিটার ৷ কিন্তু একাধিক বার নদীবাঁধের ভাঙ্গনের কারণে সেই দূরত্ব কমে বর্তমান এসে দাঁড়িয়েছে 400 মিটারে ৷ এভাবেই প্রতি বছর একটু একটু করে নদী বাঁধ ভেঙে এগিয়ে আসছে সমুদ্র ৷

এই পরিস্থিততে রাজ্য সরকার-সহ জেলা প্রশাসনের কাছে আগামী দিনে কপিলমুনির মন্দিরের অস্তিত্ব রক্ষা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে ৷ এর মধ্যেও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক হয় ৷ এরপর জেলাশাসকের নির্দেশে জোরকদমে চলছে কাজ ৷ গঙ্গাসাগর মেলার কাজ লক্ষ লক্ষ পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে ওয়াচ টাওয়ার প্রশাসনিক আধিকারিকদের হোগলার ঘরের কাজ ইতিমধ্যেই অনেকটাই সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷

পাশাপাশি গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীরা মূলত যে ঘাটে স্নান করেন, সেই ঘাট নদী বাঁধের ভাঙনে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলাই যায় ৷ তবে বর্তমানে 1 কোটি 39 লক্ষ টাকা ব্যয়ে একদিকে যেমন নদী বাঁধের ভাঙন রোধে অস্থায়ীভাবে নদী বাঁধ তৈরি করা হচ্ছে ৷ ঠিক তেমনই 43 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে অস্থায়ী স্নানের ঘাট ৷ গঙ্গাসাগর মেলায় আগত কোনও পুণ্যার্থীকে যাতে অসুবিধের সম্মুখীন হতে না হয়, তাই জোর কদমে চলছে প্রস্তুতির কাজ ৷

এদিকে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ বিজেপি নেতা অরুণাভ দাস অভিযোগ করেন, "প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ব্যয়ে গঙ্গাসাগর মেলার কাজ শুরু হয় ৷ অর্ধেক টাকায় কাজ হয় এবং অর্ধেক টাকা তৃণমূলের নেতা-মন্ত্রীদের পকেটে চলে যায় ৷ গঙ্গাসাগর মেলায় টাকা উপার্জন করে রাজ্য সরকার ৷ কোনও স্থায়ী সমাধান না-করে অস্থায়ীভাবে কাজ করে রাজ্য সরকার ৷"

আরও পড়ুন:

  1. এবারের গঙ্গাসাগর মেলায় অভিনব নিরাপত্তা ব্যবস্থা, বসছে অ্যান্টি ফগ লাইট ও ন্যারোকেটিং সাউন্ড সিস্টেম
  2. গঙ্গাসাগর মেলার প্রথম প্রস্তুতি বৈঠকে যাত্রী সুরক্ষা এবং পরিবহণে জোর
  3. গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের বাড়ি ফেরাচ্ছে হ্যাম রেডিয়ো

গঙ্গাসাগর মেলা ঘিরে তোড়জোড় শুরু

গঙ্গাসাগর, 12 ডিসেম্বর: আসন্ন গঙ্গাসাগর মেলা ৷ 2024 সালের মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হবে এই মেলা ৷ এর প্রস্তুতিতে ইতিমধ্যে অনেকটাই সম্পূর্ণ ৷ জোর কদমে চলছে প্রস্তুতির কাজ ৷ গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা নিয়ে রাজ্য ও কেন্দ্রের দড়ি টানাটানি চলছে ৷ এর মধ্যে 2024 সালে গঙ্গাসাগর মেলাকে অন্য রূপ দিতে চায় ৷ ইতিমধ্যে গঙ্গাসাগরের মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক সেরে ফেলেছে রাজ্য সরকার ৷ জেলা প্রশাসনও মেলার কাজ অনেকটাই সম্পূর্ণ করে ফেলেছে ৷ একদিকে যেমন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে চলছে হোগলা পাতার ঘরের কাজ ৷

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় জমে এই মেলা প্রাঙ্গণে ৷ পুণ্যার্থীদের পুণ্য স্নানের জন্য ইতিমধ্যে তৈরি করা হয়েছে স্নানের ঘাট ৷ বিগত কয়েক বছরে রাজ্য সরকারের অক্লান্ত প্রচেষ্টায় গঙ্গাসাগর মেলা বিশ্বের দরবারে একটা অন্য জায়গা করে নিয়েছে ৷ এদিকে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নদী বাঁধের ভাঙন ৷

নদী ভাঙনের কারণে এর আগে একবার-দুবার নয় তিন-তিনবার ভেঙেছে গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির ৷ বর্তমানে যে জায়গায় মন্দির রয়েছে, সেখান থেকে বঙ্গোপসাগরের দূরত্ব ছিল প্রায় 1 হাজার 200 মিটার ৷ কিন্তু একাধিক বার নদীবাঁধের ভাঙ্গনের কারণে সেই দূরত্ব কমে বর্তমান এসে দাঁড়িয়েছে 400 মিটারে ৷ এভাবেই প্রতি বছর একটু একটু করে নদী বাঁধ ভেঙে এগিয়ে আসছে সমুদ্র ৷

এই পরিস্থিততে রাজ্য সরকার-সহ জেলা প্রশাসনের কাছে আগামী দিনে কপিলমুনির মন্দিরের অস্তিত্ব রক্ষা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে ৷ এর মধ্যেও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক হয় ৷ এরপর জেলাশাসকের নির্দেশে জোরকদমে চলছে কাজ ৷ গঙ্গাসাগর মেলার কাজ লক্ষ লক্ষ পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে ওয়াচ টাওয়ার প্রশাসনিক আধিকারিকদের হোগলার ঘরের কাজ ইতিমধ্যেই অনেকটাই সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷

পাশাপাশি গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীরা মূলত যে ঘাটে স্নান করেন, সেই ঘাট নদী বাঁধের ভাঙনে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলাই যায় ৷ তবে বর্তমানে 1 কোটি 39 লক্ষ টাকা ব্যয়ে একদিকে যেমন নদী বাঁধের ভাঙন রোধে অস্থায়ীভাবে নদী বাঁধ তৈরি করা হচ্ছে ৷ ঠিক তেমনই 43 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে অস্থায়ী স্নানের ঘাট ৷ গঙ্গাসাগর মেলায় আগত কোনও পুণ্যার্থীকে যাতে অসুবিধের সম্মুখীন হতে না হয়, তাই জোর কদমে চলছে প্রস্তুতির কাজ ৷

এদিকে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ বিজেপি নেতা অরুণাভ দাস অভিযোগ করেন, "প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ব্যয়ে গঙ্গাসাগর মেলার কাজ শুরু হয় ৷ অর্ধেক টাকায় কাজ হয় এবং অর্ধেক টাকা তৃণমূলের নেতা-মন্ত্রীদের পকেটে চলে যায় ৷ গঙ্গাসাগর মেলায় টাকা উপার্জন করে রাজ্য সরকার ৷ কোনও স্থায়ী সমাধান না-করে অস্থায়ীভাবে কাজ করে রাজ্য সরকার ৷"

আরও পড়ুন:

  1. এবারের গঙ্গাসাগর মেলায় অভিনব নিরাপত্তা ব্যবস্থা, বসছে অ্যান্টি ফগ লাইট ও ন্যারোকেটিং সাউন্ড সিস্টেম
  2. গঙ্গাসাগর মেলার প্রথম প্রস্তুতি বৈঠকে যাত্রী সুরক্ষা এবং পরিবহণে জোর
  3. গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের বাড়ি ফেরাচ্ছে হ্যাম রেডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.